সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মিশু সাব্বিরের বোন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মিশু সাব্বিরের বোন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন স্বর্ণা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্বর্ণার তিন বছর বয়সী কন্যাশিশু। শিশুটি কোমায় চলে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির। তিনি লেখেন- আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন।

আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

ওই স্ট্যাটাসের পর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকেই। নিহতের রুহের মাগফিরাত কামনা ও মিশু সাব্বির এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

জানা গেছে, স্বর্ণার বাবার নাম সেলিম খান।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গেই বসবাস করতেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিরা শোক প্রকাশ করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার টেলিভিশনে দেখা যাবে ‘দরদ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার টেলিভিশনে দেখা যাবে ‘দরদ’
সংগৃহীত ছবি

দেশের প্রেক্ষাগৃহের পর ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সেই ধারাবাহিকতায় এবার টেলিভিশনে দেখা যাবে সিনেমাটি। 

প্রতি ঈদেই বাংলাদেশের সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই। এবারও বেশ কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেলটি।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটি প্রচারিত হবে ‘দরদ’।

অনন্য মামুন পরিচালিত সাইকো থ্রিলার গল্পের ‘দরদ’ এ দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

মন্তব্য

রোজায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম : অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
রোজায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম : অনন্ত জলিল
অনন্ত জলিল

আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যবসায় সফলতার পর শোবিজ অঙ্গনে এসে ব্যাপক আলোচিত এক নাম হয়ে উঠেন। তার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। ব্যয়বহুল সিনেমা তৈরিতেও নজির গড়েছেন তিনি।

তবে সিনেমার পর্দায় যতটা আলোচিত এ নায়ক, ব্যক্তি জীবনেও বিভিন্ন সময় শিরোনামে উঠে আসেন নিজের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে। 

আরো পড়ুন
নারীরা কুপ্রস্তাব পান নিজেদের দোষে : মমতা শঙ্কর

নারীরা কুপ্রস্তাব পান নিজেদের দোষে : মমতা শঙ্কর

 

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন অনন্ত জলিল। সেখানে বিভিন্ন প্রশ্নের মাঝে উঠে আসে রোজার প্রসঙ্গ। অভিনেতাকে প্রশ্ন করা হয় ছোটবেলায় রোজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা।

উত্তরে জলির জানান, রোজায় ছোটবেলায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন তিনি। জলিল বলেন, ‘ছোটবেলায় রোজায় অনেক সময় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম। মানে এরকম থাকতাম আরি কি যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম। তখন পানি খেতাম আর ভাবতাম এটা তো আল্লাহ দেখবে না।
এটা মনে পড়ে আর কি।’

আরো পড়ুন
রোজা রেখে স্টেজে গাওয়া অনেক কষ্টের

রোজা রেখে স্টেজে গাওয়া অনেক কষ্টের

 

এর আগে একবার রোজা রেখে কেক খেয়ে ফেলেছিলেন অনন্ত জলিল। সেই ভিডিও প্রতি রোজায় নতুন করে ভাইরাল হয়। সেই ভিডিওটি প্রসঙ্গে জলিল বলেন, ‘এটা আসলে ইকবাল ভাই, কিল হিমের পরিচালক। এটা আসলে আফসোস লাগে যে তিনিও দিয়ে দিলেন আমিও মুখে নিয়ে ফেললাম।

তবে ভাল হয়েছে যে আমার মনে ছিল যে আমি রোজা ছিলাম।’

আরো পড়ুন
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই : নিলয় আলমগীর

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই : নিলয় আলমগীর

 

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে আসেন। এরপর একে একে করেছেন বেশ কিছু সিনেমা। এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আছেন অনন্ত জলিল। এ অভিনেতাকে বেশির ভাগ সময় দেখা গেছে অ্যাকশন অবতারে। তার স্ত্রী বর্ষাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তার সঙ্গে।

মন্তব্য

আইফা ২০২৫: ‘লাপাতা লেডিস’ এর জয়জয়কার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আইফা ২০২৫: ‘লাপাতা লেডিস’ এর জয়জয়কার
সংগৃহীত ছবি

অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। ডিজিটাল অ্যাওয়ার্ডের পর গতকাল সিনেমাসহ একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। এই আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। আইফার মঞ্চে বাজিমাত করেছে সিনেমাটি, জিতে নিয়েছে দশটি পুরস্কার।

একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারের তালিকা:  

সেরা ছবি: লাপাতা লেডিস
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী): নীতাংশী গোয়েল (লাপাতা লেডিস)
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)
সেরা নেগেটিভ চরিত্র: রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী): জানকী বড়িওয়ালা (শয়তান)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা): রবি কিষাণ (লাপাতা লেডিস)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গানের কথা: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার – ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা এডিটিং: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা – ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন

মন্তব্য

‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং হত্যার চেষ্টা করা হয়’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং হত্যার চেষ্টা করা হয়’
সংগৃহীত ছবি

সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের খবরে বেশ আলোচনায় বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দা। এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন অভিনেতা।

গোবিন্দা জানান, বলিউডে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে এমনটা জানান গোবিন্দা।

ইন্ডাস্ট্রি নিয়ে মজার গল্প শেয়ার করলেও, অনেক বিস্ফোরক দাবিও করেন তিনি। 

কেন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দা দাবি করেন, বলিউডের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 

তিনি বলেন, ‘আমি সম্মানহানির একটা লম্বা সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এবং এটা ছিল পূর্বপরিকল্পিত। ওরা আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল।

বুঝলাম এরা সবাই শিক্ষিত মানুষ, আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, ওদের জায়গায় ঢুকে পড়েছি। তাই তারা আমার সঙ্গে খেলা শুরু করেছে। আমি তাদের নাম নিতে পারি না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যই তো, আমি এখনও বেঁচে আছি। যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তখন আমার প্রাণনাশের চেষ্টাও শুরু হয়।
অনেকে আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছিল। এসব ষড়যন্ত্রের পর আমার স্বভাব বদলে গেল। ভাবলাম, রাজনীতি করি বা না করি, বর্তমানে এরকমই অবস্থা চারদিকের।’

এদিকে চলতি মাসের শুরুতে স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর চর্চায় ছিলেন গোবিন্দা। তবে পরবর্তীতে দু'জনেই এটিকে মিথ্যা বলে জানান।

 

গোবিন্দাকে শেষ দেখা গেছে ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। পাইপলাইনে রয়েছে তার ৩টি নতুন কাজ। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ