<p>কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগে একদিকে যেমন দেশবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি, অন্যদিকে দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। </p> <p>জানা যায়, সোমবার (৫ আগস্ট) চাঁদপুরের কচুয়া উপজেলায় গণপিটুনিতে থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম খ্যাত (সেলিম খান) ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন। আর এ খবর টালিগঞ্জে পৌঁছতেই স্তব্ধ হয়ে যান সেখানকার অভিনয়শিল্পীরা। তাদের একজন টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব। সেলিম খানের সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল দেবের।</p> <p>সেলিম খানের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।’</p> <p>সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যান টালিউড নায়িকা কৌশানী মুখার্জীও। নায়ক শান্তর এমন মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।</p> <p>শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে টালিউডের দেব থেকে অঙ্কুশ, বনিদের যোগাযোগ ছিল। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করার কথাও ছিল তার। এ ছাড়া তার ছেলে শান্তর সঙ্গে সিনেমা করেছেন কৌশানী মুখার্জী ও শ্রাবন্তী চ্যাটার্জি। শাপলা মিডিয়া প্রযোজিত ‘কম্যান্ডো’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব। যদিও সিনেমাটি মুক্তি পায়নি।</p>