গত বছর কেদারনাথ ও বদ্রীনাথ সফরে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। মন্দিরের বাইরে থেকে একাধিক ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নুসরাতের গলায় পদ্মের মালা, কপালে তিলক, পরনে ডেনিম ও মোটা জ্যাকেট। প্রণামের ভঙ্গিতে ছবি তুলে নুসরাত লেখেন, ‘আমার প্রথম কেদারনাথ-বদ্রীনাথ দর্শন।
’ তাতেই নানা ধরনের মন্তব্যের শিকার হন অভিনেত্রী।
অনেকেই প্রশ্ন তোলেন নুসরাতের ধর্মীয় অবস্থান নিয়ে। তাকে প্রশ্ন করে লেখেন, ‘এ কেমন মুসলিম?’ এবার তাদের কটাক্ষের জবাব দিলেন নুসরাত।
তিনি সেই সময় যেভাবে সমালোচিত হয়েছিলেন তার প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার কাছে আস্থাটাই সব।
আমার কাছে ধর্ম অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার।’
নুসরাত জানান, তার পরিবার সেই শিক্ষাই দিয়েছে, যেখানে সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়। পাশপাশি যার যেখানে বিশ্বাস, তিনি সেই ধর্মীয় পথ বেছে নিতে পারেন, এটাও তার পারিবারিক শিক্ষা।
নুসরাতের কথায়, ‘যেখানে শান্তি খুঁজে পাবেন, সেখানেই যাবেন।
সেটা মন্দির, মসজিদ, গুরুদ্বার কিংবা গির্জা যেকোনো জায়গা হতে পারে। আমি সময় পেলেই নামাজ পড়ি। এমনকি নামাজের মাদুর সঙ্গে নিয়ে ঘুরি, কখনো সময় পেলে পাঁচবার নমাজ পড়ি। আমি সব সময় বিশ্বাস করি ঈশ্বর এক। তার সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন পথ হতে পারে। আমি সব মতাদর্শগুলো জেনেবুঝে নিতে চাই।’
হিন্দুদের ধর্মীয় স্থানে গিয়ে যে পরিমাণ সমালোচনার শিকার হন সেই প্রেক্ষিতে নুসরাত বলেন, ‘আমাকে এসব সমালোচনা আটকে দিতে পারবে না। আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব। দুটোই করব। কারণ এটাই আমার বিশ্বাস।’
সূত্র : আনন্দবাজার