‘সুড়ঙ্গ’র পর এখন আপাতত ‘দাগী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আফরান নিশো। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির নব্বই ভাগ শুটিং।
এরমধ্যে খবর, নতুন সিরিজে যুক্ত হয়েছেন এই তারকা। ভিকি জাহেদ পরিচালিত ‘আজাদ’ এ দেখা যাবে আফরান নিশোকে।
‘সুড়ঙ্গ’র পর এখন আপাতত ‘দাগী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আফরান নিশো। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির নব্বই ভাগ শুটিং।
এরমধ্যে খবর, নতুন সিরিজে যুক্ত হয়েছেন এই তারকা। ভিকি জাহেদ পরিচালিত ‘আজাদ’ এ দেখা যাবে আফরান নিশোকে।
তবে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টরা কেউই মুখ খুলতে চাইছেন না। খুব শিগগিরই শুটিং শুরু হবে অর্থাৎ ‘দাগী’র কাজ শেষ করে ‘আজাদ’এ অংশ নেবেন নিশো।
এর আগে নিশো-ভিকির জুটি ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন। খবর, নতুন এই সিরিজের গল্পও একই প্যাটার্নের। সিরিজটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি.।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জে ‘দাগী’র শেষ লটের শুটিং করেছেন আফরান নিশো। এখন সিনেমাটির এডিটিং চলছে। আর একদিনের প্যাচ ওয়ার্কের শুটিং বাকি রয়েছে যা শেষ হলে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে। এটি শেষ করে তিনি ‘আজাদ’ এর কাজ শুরু করবেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
দক্ষিণ কোরিয়ার সিউলের নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে কোরিয়ান গায়ক হিসাংয়ের। গত সোমবার এই গায়ক মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হিসাংয়ের মা। তাকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন।
আরঅ্যান্ডবি সংগীতের গায়ক হিসেবে পরিচিতি পাওয়া হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
তবে গায়কের স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন কিংবা আত্মহত্যা—তা এখনো খোলাসা করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।
২০০২ সালে লাইক আ মুভি অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে হিসাংয়ের। ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি পান তিনি।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। আজ মঙ্গলবার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘বোম বোম ভোলে’। হলি উৎসবের নেপথ্যে তৈরি হওয়া এই গানটি নির্মাতা হলির ঠিক আগেই মুক্তি দিয়েছেন। সামির আনজানের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেন প্রীতম।
হলিতে প্রিয় সুপারস্টারকে ‘বোম বোম ভোলে’ গানে নাচতে দেখা দর্শকদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার। গানের দৃশ্যে সালমান ও রাশমিকা মান্দানা জুটিকে অসাধারণ লেগেছে বলেই মন্তব্য নেটিজেনদের।
গানের ভিডিও মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভাইজান, আজ তো তুমি সবাইকে উড়িয়ে দিলে।’ অন্য একজন লিখেছেন, ‘না পয়সা লাগে না খরচ লাগে, রাম রাম বললে ভালো লাগে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গানটি খুবই দারুণ এবং সালমান খানের লুকও অসাধারণ।’
এরপর একজন ভক্ত লিখেছেন, ‘এই হলি ভাইজানের নামে।
উল্লেখ্য, এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ সালমান খানকে আবারও অ্যাকশন রূপে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৮ মার্চ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
প্রথমবার একসঙ্গে তাদের দেখা গিয়েছিল ‘পিকে’ চলচ্চিত্রে। তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি দর্শকদের। তারপর থেকে অপেক্ষায় দুই তারকার ভক্তকুল।
এক ফ্রেমে আবারও দেখা মিলবে আমির-রণবীরের।
পোস্টারটি শেয়ার করে দর্শকের উদ্দেশে আলিয়াকে বলতে শোনা গেল, ‘সেরার সেরাদের যুদ্ধ। আমার দুজন সবথেকে প্রিয় অভিনেতা এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। দারুণ একটা ব্যাপার হতে চলেছে। একটু অপেক্ষা করুন।
তবে ‘একে ভার্সেস আ কে’ কিন্তু কোনো সিনেমার ঘোষণা নয়। বিজ্ঞাপনের কাজ। সেটিও এই ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আলিয়া। সেই পোস্টারের ওপর লেখা- ‘চূড়ান্ত ব্লকব্লাস্টার’ এবং ‘বছরের সেরা দ্বন্দ্ব’।
জানা যাচ্ছে, এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নিতেশ তিওয়ারি। রণবীরের আসন্ন চলচ্চিত্র রামায়ণের পরিচালক তিনি। এই নিতেশ তিওয়ারিই উপহার দিয়েছেন আমিরের সঙ্গে দঙ্গলের মতো ব্লকবাস্টার। তাই দুই তারকাকে একফ্রেমে নির্দেশনা এবার তিনিই দেবেন। আর সেই বিজ্ঞাপন দেখার অপেক্ষায় অনুরাগীরা।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। এর মধ্যেই ঘোষণা দিয়ে প্রেক্ষাগৃহে আসছেন শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, আব্দুন নূর সজল। এবার জানা গেল, এই ঈদে প্রেক্ষাগৃহে থাকবেন মোশাররফ করিমও।
সম্প্রতি নাটকীয় এক প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ‘চক্কর ৩০২’ ঈদে মুক্তির ঘোষণা দেন মোশাররফ করিম ও এর নির্মাতা শরাফ আহমেদ জীবন।
এরপর সর্বশেষে মোশাররফ করিম জীবনকে বলে দেন, ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে সবই কিন্তু জীবন তোমার রিলিজ নেই।
‘চক্কর ৩০২’ আরো অনেক আগেই সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
নির্মাতা বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই ঘোষণা আসবে।
অন্যান্য আরো সিনেমার সঙ্গে মুক্তি দেওয়া প্রসঙ্গে শরাফ আহমেদ জীবন বলেন, ‘প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, দর্শকের জন্য বানিয়েছি। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।
২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটির প্রথমে নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু।