অনেকদিন ধরেই পর্দার বাইরে আরিফিন শুভ। সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর থেকেই একরকম আড়ালেই চলে যান এই নায়ক। দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।
আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরিফিন শুভ।
গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙার খবর। একাকীত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন। এসব শেষে হঠাৎই আরিফিন শুভকে অ্যাকশন লুকে দেখে চমকে গেল!বলা বাহুল্য, এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা- তা স্পষ্ট হলো নায়কের একটি ঝলক থেকেই।
এদিকে আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ! সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন লুকে।
বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে।
আর নিয়ে চলছে নানা আলোচনা। ঝলকটি দেখার পর দর্শকদের দাবি, ভালো কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ'র।
শুধু তাই নয়, মন্তব্যঘরে নায়ককে 'শুভকামনা' জানাতে ভোলেননি ভক্তরা। আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারকা অঙ্গনের অনেকে।
এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ।
নায়ক শুধু জানিয়ে দিলেন- 'আসিতেছে'। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন- আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?
উল্লেখ্য, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।