একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি
আমির খান, প্রীতি জিনতা ও সঞ্জয় দত্ত

গালে টোল পড়া মিষ্টি হাসিতে নিজের জাদু ছড়িয়ে দিতেন পর্দায়। বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি খ্যাত ছিলেন মিষ্টি অভিনেত্রী হিসেবে। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী নব্বইয়ের দশকে ও নতুন শতকের শুরুর দিকে ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। নিজের কাজ ও অভিনয় দিয়েই থাকতেন সর্বাধিক আলোচনায়।

বলছিলাম প্রীতি জিনতার কথা।

আরো পড়ুন
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কী?

 

একসময়ের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রীর ক্যারিয়ারের গ্রাফ বেশ নজরকারা। তবে মাঝে মাঝে বিতর্কের কালো মেঘও ঢেকে যেত অভিনেত্রীকে। যেমনটা ২০০১ সাল।

সেই বছর আমির খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় উঠে আসেন প্রীতি। একই বছর সঞ্জয় দত্তের সঙ্গেও প্রেমের গুঞ্জনে ওঠে তার নাম!

বেশ কয়েকবছর আগে সিমি গারেওয়ালকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলেছিলেন প্রীতি জিনতা। অভিনেত্রী বলেছিলেন, “সবে তখন আমিরের সঙ্গে ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তি পায়। দর্শক আমার আর আমিরের জুটির প্রশংসাও শুরু করেছে।

সেই সময়ই সঞ্জয় দত্তর সঙ্গে একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করি। সেটাও প্রশংসা পায়। সব ভালো চলছিল। হঠাৎই নানা গসিপ ম্যাগাজিনে ফাঁস হলো, আমি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছি! আমি তো গোটা বিষয়টা জেনে অবাক। তবে আমি এসব নিয়ে মুখ খুলিনি প্রকাশ্যে।
পাত্তাও দিইনি। আমির আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে এরকম নাম জড়াতে খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমিরই আমাকে বুঝিয়ে ছিল, এসব গসিপ, পাত্তা দিতে নিই।”

আরো পড়ুন
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

 

তবে এরপর প্রীতি আরেক বিস্ফোরক গুঞ্জন নিয়েও কথা বলেন। কারণ তখন সঞ্জয় দত্তের সঙ্গেও প্রীতির প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে শোবিজ অঙ্গনে। প্রীতি বলেন, ‘শুধু আমির নয়, এই একই বছরে আবার রটে যায় আমি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছি! সঞ্জয় আমার ফ্য়ামিলি ফ্রেন্ড। একেবারে আমার দাদার মতোই। ওকে নিয়ে এরকম রটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। পরে অবশ্য আমার ম্যানেজার এসবহ গসিপ আটকানোর জন্য এক বিবৃতিও দিয়েছিল সংবাদমাধ্যমে। সত্যিই এ ধরনের গসিপে সাধারণ মানুষ মজা পেলেও, আমাদের জীবন কঠিন হয়ে যায়।’

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন ব্যবসায়ী জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। বিয়ের পর বলিউড একপ্রকার ছেড়েই দেন এ অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসে সংসার নিয়েই ব্যস্ত প্রীতি। তবে আবারও বলিউডে ফিরছেন এ লাস্যময়ী অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৫৭’ সিনেমায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রভাসের সঙ্গে কে এই তরুণী, সমালোচনার মুখে ‘বাহুবলী’ তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রভাসের সঙ্গে কে এই তরুণী, সমালোচনার মুখে ‘বাহুবলী’ তারকা
সংগৃহীত ছবি

কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডে উত্তাল ভারত। নিরস্ত্র মানুষকে গুলি করে খুন করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে সাধারণ জনতা। প্রতিবেশী রাষ্ট্রকে ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তানি তারকাদের ভারতে আসা যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

এর মাঝেই দক্ষিণী তারকা প্রভাস নাকি পাক সেনা কর্মকর্তার মেয়ের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন! মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই সেই তরুণী নাকি ভারত ছাড়ার হুমকি পাচ্ছেন।

জানা গেছে, ওই তরুণীর নাম ইমানবী।

শিগগিরই চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন তিনি। তার প্রথম ছবির নায়ক প্রভাস— ছবির নাম ‘ফৌজি’। নায়ক-নায়িকার একসঙ্গে ছবি দেখে একদল ধারণা করে নেন যে প্রভাস হয়তো এই নবাগত নায়িকার সঙ্গে প্রেম করছেন। কিন্তু সত্যিই কি ইমানবী পাক সেনা কর্মকর্তার মেয়ে? অবশেষে সমাজমাধ্যমে মুখ খুললেন তিনি।

ইমানবী সাফ জানিয়েছেন, তার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। ইমানবী লেখেন, প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।

স্পষ্ট করতে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতীয় বংশোদ্ভূত। 

ইমানবী জানিয়েছেন, তিনি হিন্দি, তেলুগু, গুজরাতি এবং ইংরেজি বলতে পারেন। লস অ্যাঞ্জেলেসে জন্ম তার। তবে তার পরিবারের সদস্যেরা ভারতেই থাকতেন। সুতরাং যা যা রটেছে, তার পুরোটাই গুজব।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফিরছেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ফিরছেন আরিফিন শুভ
আরিফিন শুভ

অনেকদিন ধরেই পর্দার বাইরে আরিফিন শুভ। সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর থেকেই একরকম আড়ালেই চলে যান এই নায়ক। দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।

আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরিফিন শুভ।

গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙার খবর। একাকীত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন। এসব শেষে হঠাৎই আরিফিন শুভকে অ্যাকশন লুকে দেখে চমকে গেল!বলা বাহুল্য, এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা- তা স্পষ্ট হলো নায়কের একটি ঝলক থেকেই।

এদিকে আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ! সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন লুকে। 

বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে।

আর নিয়ে চলছে নানা আলোচনা। ঝলকটি দেখার পর দর্শকদের দাবি, ভালো কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ'র। 

শুধু তাই নয়, মন্তব্যঘরে নায়ককে 'শুভকামনা' জানাতে ভোলেননি ভক্তরা। আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারকা অঙ্গনের অনেকে।

এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ।

নায়ক শুধু জানিয়ে দিলেন- 'আসিতেছে'। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন- আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?

উল্লেখ্য, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

মন্তব্য

দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে শিল্পকলার আয়োজন কাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে শিল্পকলার আয়োজন কাল
দ্বিজেন্দ্রলাল রায়

“ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা” - যে গানে বাঙালির মন, আশা ও অহংকার একাকার হয়ে গিয়েছিল সেই গানের স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা কাব্যসঙ্গীতের আধুনিক রূপকারদের মধ্যে তিনি ছিলেন এক অনন্য মহীরুহ। বাংলা গানের পঞ্চ-স্থপতির একজন। তাঁর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে “সুরের দয়াল রায়”।

কাল ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে “সুরের দয়াল রায়”। পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও আলোকমালার ছায়ায় মঞ্চে জেগে উঠবে এক কালজয়ী স্রষ্টার সুর। প্রায় অর্ধশতাধিক প্রতিভাবান শিল্পী একসঙ্গে মঞ্চে তুলে ধরবেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন, দেশপ্রেম এবং তাঁর গানের মহিমা। নাট্য, সংগীত ও নৃত্যের ছন্দে তৈরি হবে এক সাংস্কৃতিক কাব্যগ্রন্থ, যেখানে দর্শক আবিষ্কার করবেন নতুনভাবে পরিচিত এক দ্বিজেন্দ্রলালকে।

প্রযোজনার ভাবনা ও নির্মাণে রয়েছেন তরুণ নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল শিল্পপ্রেমী, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিকদের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের আমন্ত্রণ জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য

রিতেশের ছবির শুটিং করতে গিয়ে পানিতে ডুবে নৃত্যশিল্পীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রিতেশের ছবির শুটিং করতে গিয়ে পানিতে ডুবে নৃত্যশিল্পীর মৃত্যু

বলিউড অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’র শুটিংয়ের সময় সৌরভ শর্মা (২৬) নামে এক নৃত্যশিল্পী পানিতে ডুবে মারা গেছেন। দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ ছবির শুটিং চলছিল। সেখানে কোরিওগ্রাফারদের মধ্যে নৃত্যশিল্পী সৌরভ শর্মাও ছিলেন।

তিনি একটি গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। 

খবরে বলা হয়, ওই গানে রঙ ছিটানোর একটা বিষয় ছিল, ফলে সৌরভও রং ছড়িয়েছিলেন। তাই তার হাতে রং লেগেছিল।

পরে শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর তিনি সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই তিনি নদীর গভীরে চলে যান। তারপর তীব্র স্রোতে ভেসে যান।

পরে মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে বুধবার সকালে তা পুনরায় শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

আরো পড়ুন
জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে কদমে গুনাহ মাফ

জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে কদমে গুনাহ মাফ

 

কিংবদন্তি মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’। অভিনেতা রিতেশ দেশমুখ ছবিটি পরিচালনা করছেন। ছবিতে তাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ