কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকা পরীমনি এবার কাজে মনযোগ দিয়েছেন। নিজেকে ভেঙ্গে গড়ছেন নতুন করে। নতুন নতুন চরিত্রে হাজির হয়ে মুগ্ধ করছেন দর্শকদেরও। অভিনয়ের পাশপাশি এই নায়িকার রূপের রহস্য নিয়ে নেটিজেনদের মনে প্রায় সময়ই প্রশ্ন উঁকি দেয়।
কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকা পরীমনি এবার কাজে মনযোগ দিয়েছেন। নিজেকে ভেঙ্গে গড়ছেন নতুন করে। নতুন নতুন চরিত্রে হাজির হয়ে মুগ্ধ করছেন দর্শকদেরও। অভিনয়ের পাশপাশি এই নায়িকার রূপের রহস্য নিয়ে নেটিজেনদের মনে প্রায় সময়ই প্রশ্ন উঁকি দেয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপনের দৃশ্যে পরীমনি তার রূপের রহস্যের কথা জানিয়েছেন। শেয়ার করা ভিডিওতে পরী আবারো তার চিরচেনা সেই লাস্যময়ী রূপেই নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা।’ এরপর বলেন, ‘মোটেও না নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা।
এর পর রূপের রহস্যের কথা উল্লেখ করে পরী বলেন, ‘একটা ভালো অনুভূতি, পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো নিজের যত্নে। আমার রূপের রহস্য রোজ শাওয়ার জেল।
সম্পর্কিত খবর
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বলছি আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার কথা। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে এটি।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে।
নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি।
‘নীলচক্র’ ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত তথ্য বা ভিডিও গোপন রাখা যেন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। বিশেষ করে জনপ্রিয় ব্যাক্তিত্বদের প্রায়ই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সজল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনলাইনে চলছে ব্যাপক আলোড়ন।
নেটিজেনরা দাবি করেন, ভাইরাল সেই ভিডিওতে সজল মালিকের উপস্থিতি রয়েছে; যা নিয়ে ইতোমধ্যে তোলপাড় সামাজিক মাধ্যম। তবে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সজল মালিকের ভক্তরা; ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
অনেকে আবার ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, এটি সাজানো হতে পারে।
পাকিস্তানের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল।
অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে এবার গান গাইবেন এ জনপ্রিয় চিত্রনায়িকা। একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।
আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহন করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষন চিত্রনায়িকা মৌসুমীই। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’
২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা।
এর আগেও যুক্তরাষ্ট্রে মঞ্চে গান গেয়েছেন মৌসুমী।
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেছেন, ‘সংগঠনের সব সদস্যকে নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু শপথ নেওয়ার পর অনুভূতি জানতে চাইলে বলেন, ‘শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তা-ই করতে চাই।’
গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে আব্দুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি হয়েছেন আজাদ। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী।