আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন তারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন তারা
শাহরুখ, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও সালমান

সদ্যই দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ট্রফি নিয়ে দেশে ফিরতেই শুরু আইপিএলের আমেজ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর।

আর প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও! এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

আরো পড়ুন
দশ বছর কোনো পার্টিতে দাওয়াত পাননি শাহনাজ খুশি!

দশ বছর কোনো পার্টিতে দাওয়াত পাননি শাহনাজ খুশি!

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও উপস্থিতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আরো পড়ুন
যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ প্রকাশ করে যা বললেন শবনম ফারিয়া

যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ প্রকাশ করে যা বললেন শবনম ফারিয়া

 

এর আগেই জানা গিয়েছিল, এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় আলেকজান্ডার বো পেলেন সম্মানসূচক পুরষ্কার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
মালয়েশিয়ায় আলেকজান্ডার বো পেলেন সম্মানসূচক পুরষ্কার
আলেকজান্ডার বো

অসংখ্য ব্যবসা সফল সিনেমার জনপ্রিয় অভিনেতা আলেকজান্ডার বো ‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ অর্জন করেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘সেরা শিল্পী এবং কারাতে জাজ, প্রশিক্ষক পুরষ্কার-২০২৪’ উপস্থিত হয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি বশির আহমেদের হাত থেকে এই অভিনেতা পুরস্কার গ্রহণ করেন।

জানা গেছে, ‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ সম্মাননা পারফর্মিং আর্টস এবং মার্শাল উভয় ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বদের দেওয়া হয়। উভয় ক্ষেত্রে অবদান রাখায় এই অভিনেতাকে পুরস্কৃত করা হয়েছে।

১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলেকজান্ডার বো। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ সিনেমাতে শিমলার বিপরীতে এই নায়কের অভিনয় দারুণ প্রশংসিত হয়।

আরো পড়ুন
শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

 

এরপর তিনি অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি এই অভিনেতা বদিউল আলম খোকন নির্মিতব্য ‘তছনছ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন।

শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে পেয়েছেন আলেকজান্ডার বো। 

মন্তব্য

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে প্রথম হয়েছিলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বাথরুমে পড়াশোনা করে ক্লাসে প্রথম হয়েছিলেন এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

নায়িকা হবেন, এই স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন বলিউডে। শাহরুখ খান থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই। পঞ্চাশ ছুঁই ছুঁই দিব্যা দত্ত আজও অবিবাহিত।

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা শেয়ার করেন, যা এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল।

Divya Dutta's New Look will Inspire You, See Viral Stills

দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার, তাই না পড়েই ঘুমিয়ে যেতেন। তখন তার মা বলেছিলেন, এইভাবে পড়াশোনা হবেনা, সোজা হয়ে চেয়ারে বসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা তার মাকে বলেন, তাহলে তাকে বরং বাথরুমে চেয়ার-টেবিল দেওয়া হোক।

 সে কথা শোনা মাত্রই, মা সেই ব্যবস্থাই করে দেন। অগত্যা বাথরুমের ভিতরেই পড়াশোনা করেছেন তিনি। কারণ বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিলনা। 

Armed with passion, I was my own godfather: Divya Dutta

এরপর হাসতে হাসতে অভিনেত্রী জানিয়েছিলেন, সেই বছর ক্লাসে প্রথম হন দিব্যা।

আজও এই কথা ভেবে মজা পান তিনি। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ‘বীর-জারা’ সিনেমাতে শাহরুখ খান এবং প্রীতি জিনতার সঙ্গে অভিনয় করেছিলেন দিব্যা দত্ত। ছবিটি কিছুদিন আগে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এছাড়াও ‘ভাগ মিলখা’, ‘আজা নাচলে’ সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী।

প্রাসঙ্গিক
মন্তব্য

কাশ্মীরে হামলা, পার্টি বন্ধ করলেন আরিয়ান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কাশ্মীরে হামলা, পার্টি বন্ধ করলেন আরিয়ান
আরিয়ান খান

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। এর মাঝেই এক বড় সিদ্ধান্ত নিলেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। 

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় ২৬ এপ্রিল একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। সে দিন শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে।

টলি ও বলি পাড়ার বড় বড় নায়ক, নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তার। 

কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তার টিমের পক্ষ থেকে।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণ পত্র। সেই তালিকায় ছিলেন- নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা। এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাদের বাকি বন্ধু বান্ধবদের।

কাশ্মীরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে।

বহু কাশ্মীরের মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

তাসনিম জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তাসনিম জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া
সংগৃহীত ছবি

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। 

তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানো নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী।

 

পোস্টে তিনি লিখেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না।

সবশেষ ফারিয়া লিখেন, ‘তাদের (তাসনিম জারাদের মতো যারা কাজ করছেন) পরবর্তী কৌতুক বানাবেন না।’

প্রসঙ্গত, অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। 

নোটিশে বলা হয়েছে, ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওই সব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

এতে অভিযোগ করা হয়, বাংলাদেশের নামিদামি সেলিব্রেটি এবং শোবিজ মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন। অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং সামগ্রীর বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ