চকোলেটের লোভ দেখিয়ে অভিনেত্রীকে যৌন হেনস্তা করতেন চাচা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
চকোলেটের লোভ দেখিয়ে অভিনেত্রীকে যৌন হেনস্তা করতেন চাচা

হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন চাহাত খান্না। কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, তা-ও টেকেনি।

অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ। তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশিদিন টেকেনি।

এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে।

আরো পড়ুন
হলগুলোতে উপচেপড়া ভিড় দেখে ভালো লাগে

হলগুলোতে উপচেপড়া ভিড় দেখে ভালো লাগে

 

খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্তা করা হতো তাকে। তা-ও আবার এলাকার এক চাচার কাছে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকোলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই অছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হলো, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’

চাহাত ১৬ বছর বয়সেই বিনোদন জগতে প্রবেশ করেন।

২০০২ সালে প্রদীপ সরকারের সঙ্গে ক্যাডবেরি সংস্থার একটি বিজ্ঞাপনে তিনি প্রথম কাজ করেছিলেন। তার প্রথম অভিনয় প্রকল্প ছিল ২০০২ সালে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক শচী বাত সবি জগ জানে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রকল্প ছিল সাড়ে সাত ফেরে। একই বছর তিনি রোমাঞ্চধর্মী চলচ্চিত্র ‘দ্য ফিল্ম’-এ অভিনেত্রী হিসেবে কাজ করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী
ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী চলচ্চিত্রে খুব একটা নিয়মিত না হলেও নানা রকম ব্যাবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা। সম্প্রতি একটি রিয়েল এস্টেট কম্পানির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ওমর সানী বলেন, ‘প্রতিষ্ঠানটিতে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি।

গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।’

চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান ওমর সানী।

ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন।

বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানী। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

১৯৯২ সালে ওমর সানী নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘গভীরভাবে দুঃখিত’, কাশ্মীরের ঘটনায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘গভীরভাবে দুঃখিত’, কাশ্মীরের ঘটনায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান
ফাওয়াদ খান

আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তানের সম্পর্ক। মঙ্গলবার (২৪ এপ্রিল) পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসেছে গোটা ভারত। দেশজুড়ে আতঙ্ক ও ক্ষোভ দেখা যাচ্ছে। এমন অবস্থায় ফের পাকিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থগিত করতে যাচ্ছে ভারত।

নতুন করে দুই দেশের বৈরিতার তাপ এসে লাগছে শোবিজ অঙ্গনেও।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

এদিকে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানি কোনো অভিনেতার কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ভারতে। ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ৯ মে মুক্তি পাবে। তবে ভারত-পাকিস্তানের এ উত্তপ্ত অবস্থার কারণে এখন অনেক ভারতীয় সিনেমাটির মুক্তির বিরুদ্ধে আওয়াজ তুলছেন।

তাদের দাবি, পাকিস্তানি শিল্পীরা যতই জনপ্রিয় হোক, তারা ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। এককথায় পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমা জগতে নিষিদ্ধ করার দাবি সামনে আসে। 

এবার সেই দাবিকে কেন্দ্র করে জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান জানিয়েছেন, তিনি এই ‘ঘৃণ্য হামলার’ খবরে নিজেও গভীরভাবে দুঃখিত।

আরো পড়ুন
অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

অনন্য রেকর্ড হিমির, সব নাটক কোটির ঘরে

 

এ ঘটনার পর অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পেহেলগামে জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত।

এই ভয়াবহ ঘটনার শিকার যারা তাদের জন্য আমাদের প্রার্থনা। এই কঠিন সময়ে তাদের পরিবারের শোক সইবার শক্তির জন্য প্রার্থনা করছি।’

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ানদের ভারতীয় সিনেমায় কাজ করতে নিষেধ করেছিল। পেহেলগাম হামলার পরও এই নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা জানতে পেরেছি যে ‘আবির গুলাল’ সিনেমায় ফাওয়াদ খান অভিনয় করেছেন।

এই হামলার পর আমরা চাই না কোনো পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ান ভারতীয় সিনেমায় বা বিনোদনে অংশগ্রহণ করুক।”

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

দীর্ঘ ৯ বছর পর ভারতের সিনেমায় দেখা মিলবে ফাওয়াদ খানের। ভারতে ফাওয়াদের কাজে ফেরা নিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও। অভিনেত্রীর মতে, দুই দেশের বৈরীতার সঙ্গে পাকিস্তানি শিল্পীদের কোনো সম্পর্ক নেই। ফলে তাদের প্রতি ঘৃণা দেখানোর কোনো মানেই হয় না। তবে এরই মধ্যে কাশ্মীরে জঙ্গি হামলা আবারও পুরনো বৈরিতার দিকেই ঠেলে দিচ্ছে দুই দেশের সিনেমা অঙ্গনকেও।

মন্তব্য

আর্বোভাইরাসের ‘পুরোনো ঠিকানা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আর্বোভাইরাসের ‘পুরোনো ঠিকানা’
পুরোনো ঠিকানা

জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছিল জটিলতা। তবুও কিছুটা আশা আর উৎকণ্ঠা নিয়েই অপেক্ষায় ছিলেন ব্যান্ডটির ভক্তরা।

তবে হঠাৎ নতুন গান প্রকাশ করে চমকে দিল ব্যান্ডটি। গানের নামের মতো সমর্থকদের প্রিয় ‘আর্বো’ও ফিরেছে ‘পুরোনো ঠিকানা’য়।

তাদের নতুন গানের শিরোনাম ‘পুরোনো ঠিকানা’। এটি ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’ এর প্রথম গান।  

২০২২ সালে হুট করেই ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন আর্বোভাইরাসের ভোকাল সুফী ম্যাভরিক। এর আগে থেকেই দেশের বাইরে ছিলেন ব্যান্ডের বাকি তিন সদস্য আসিফ আজগর রঞ্জন (ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, গিটারিস্ট ও গীতিকার), নাফিস আল আমিন (ড্রামার) ও আদনান আলম (গিটারিস্ট)।

জনপ্রিয় এই ব্যান্ডের ভাঙনে হতাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু ব্যান্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আর্বোভাইরাসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুহার্তো শেরিফ। নতুন সদস্যদের নিয়ে শুরু করেন কনসার্ট। ২০২৩ সালে প্রকাশ করে নতুন গান ‘অনুভূতি’।

কিন্তু ভক্তদের মধ্যে দ্বিধা ছিল। পুরোনো চার সদস্যদের বিদায় মানতে পারছিলেন না তারা। এর মধ্যেই নতুন সদস্যদের নিয়ে নতুন গান, বিভক্ত হয়ে পড়ছিলেন অনেকেই।

এমন সময় আর্বোভাইরাসের চার সদস্য সুফী, রঞ্জন, নাফিস ও আদনান একসঙ্গে ভিডিও বার্তায় জানান ‘আমরাই আর্বোভাইরাস’। জানালেন, গান তৈরি আছে।

তৈরি আছে অ্যালবামও। সময় হলেই প্রকাশ পাবে। অন্যদিকে প্রতিষ্ঠাতা সদস্য সুহার্তো শেরিফ নতুন লাইনআপ নিয়েই ব্যান্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অফ আরবোভাইরাস’-এর ঘোষণাও আসে ব্যান্ডের পক্ষ থেকে। কিন্তু পুরোনো সদস্যদের না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া, ব্যান্ডের গানের ধরণ বদলে ফেলাসহ বেশকিছু অভিযোগ উঠে আসে বাকি চার সদস্যদের কথায়। বিষয়টা শেষমেষ গড়ায় আইনি জটিলতায়। ২০২৩ সালের জুনে সুহার্তো শেরিফের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান ব্যান্ডের অন্য চার সদস্য সুফী, রঞ্জন, আদনান এবং নাফিস।

২০২৫ সালের ২১ এপ্রিল ইউটিউবে ‘পুরোনো ঠিকানা’ নামে নতুন গান প্রকাশ করেন সুফী, রঞ্জন, আদনান ও নাফিসের আর্বোভাইরাস। ‘দ্য ইনফেক্টেড রেকর্ডস’ চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। এতদিন ধরে ঠিক এটাই চাইছিলেন ব্যান্ডটির ভক্তরা। ‘অরিজিনাল’ লাইনআপ ফিরে আসায় খুশি তারা।

সুফীর কণ্ঠ, রঞ্জনের গিটার, আদনানের বেজ আর নাফিসের ড্রামসে ভক্তরা খুঁজে পেলেন আর্বোভাইরাসের পুরোনো ঠিকানা। সঙ্গে আরও বড় চমক চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’র গান এটি। অর্থাৎ চিরচেনা লাইনআপ একটা অ্যালবামও উপহার দিচ্ছে ভক্তদের।

এ বিষয়ে ব্যান্ডের গিটারিস্ট আদনান আলম বলেন, আমরা আর্বোভাইরাস, আমরা আমাদের ভক্তদেরকে গান শোনাতে চাই। এর বাইরে আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমরা কোনো ঝামেলায়ও জড়াতে চাই না। এ বছরই আমাদের চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’ মুক্তি দিতে চাই। 

মন্তব্য

শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ
শাকিব খান ও শখ

আনিকা কবির শখ আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে।  এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত।

মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।

তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। 

আরো পড়ুন
হাসি শেয়ার করা গেলে কান্নাও শেয়ার করা যায়

হাসি শেয়ার করা গেলে কান্নাও শেয়ার করা যায়

 

অভিনেত্রী শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো।

তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে।
আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।”

সদ্যঃপ্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কি না তিনি উল্লেখ করেননি।

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ।

আরো পড়ুন
সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির!

সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির!

 

এ ছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ