উড়ো চিঠিতে পিছিয়ে গেল নাটকের প্রদর্শনী, ফারুকীকে নূনার চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উড়ো চিঠিতে পিছিয়ে গেল নাটকের প্রদর্শনী, ফারুকীকে নূনার চিঠি
সংগৃহীত ছবি

উড়ো চিঠিতে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের প্রযোজনা ‘শেষের কবিতা’ পিছিয়ে গেছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনীর কথা ছিল। 

এর মধ্যেই আজ রবিবার নাটকটির নির্দেশক নূনা আফরোজকে ফোন করে মিলনায়তন কর্তৃপক্ষ বরাদ্দ বাতিল করার কথা জানায়। কারণ হিসেবে তারা হুমকি দিয়ে ‘তৌহিদি জনতার’ নামে পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে লিখে প্রতিবাদ জানান নূনা আফরোজ। সব প্রস্তুতি সম্পন্নের পর বরাদ্দ বাতিলের এই অবস্থায় তাকে প্রশাসন সহযোগিতা করবে কি না, প্রশ্ন রাখেন। 

আরো পড়ুন
তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?

তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?

 

এক পর্যায়ে তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে ফেসবুকে একটি খোলা চিঠি দেন। সেখানে উল্লেখ করেন, তাদের নাটকের প্রদর্শনী করতে না দেওয়ার কথা জানিয়ে ‘তৌহিদি জনতা’ মহিলা সমিতিকে চিঠি দিয়েছে বলে তাকে জানিয়েছে মিলনায়তন কর্তৃপক্ষ।

সংস্কৃতি উপদেষ্টার কাছে নূনা আফরোজ প্রদর্শনী দুটি নির্বিঘ্নে করতে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান।   

এই খোলা চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাটকের দলটি ফেসবুকে ঘোষণা দিয়ে জানায়, বিকেল সাড়ে ৫টায় মহিলা সমিতির সামনে তারা নাটক বন্ধের প্রতিবাদে একটি সভা করবে। আরো কিছু পরে নূনা আফরোজ আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘দর্শকবন্ধু, সাংবাদিক ভাই, থিয়েটারস্বজন, শুভাকাঙ্ক্ষী, সকলকে জানাচ্ছি রাষ্ট্রীয় প্রশাসন এবং মহিলা সমিতি আমাদের জানিয়েছে যে সকল দায়িত্ব তারা নিচ্ছেন, যেন আমরা নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারি।’

প্রতিবাদসভা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশাসন নাটকের প্রদর্শনী যথাসময়ে করার অনুরোধ করলেও ততক্ষণে বিকেল সাড়ে ৩টা বেজে যাওয়ায় রবিবারের প্রদর্শনীটি আর করা সম্ভব হচ্ছে না।

এর বদলে নাটকটির প্রদর্শনী হবে সোমবার (১৪ এপ্রিল) ও মঙ্গলবার (১৫ এপ্রিল)। 

যে চিঠি দেখিয়ে মিলনায়তনের বরাদ্দ বাতিল করেছিল মহিলা সমিতি তার একটি কপি কালের কণ্ঠের হাতে এসেছে। চিঠিটির খামের ওপর প্রেরকের নাম-ঠিকানা নেই। চিঠিতে নূনা আফরোজকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘এই নূনা আফরোজ ফ্যাসিস্ট হাসিনার আলো আসবেই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। যে এখনো বিভিন্ন সময়ে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও কটূক্তি করে চলেছে।

তারই নির্দেশনায় আগামী ১৩ ও ১৪ এপ্রিল আপনাদের মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোর নাট্যদল নাটক করবে। আপনারা এই ফ্যাসিস্টের দোসরকে কোন নীতিতে হল বরাদ্দ দিয়েছেন তা আমাদের ভাবিয়ে তুলেছে।’ 

চিঠিতে ‘বিনীত অনুরোধ’ জানানো হয়, ২৪ ঘণ্টার ভেতর হল বরাদ্দ বাতিল করে নাটকটি বন্ধ করতে সহযোগিতা করার। নয়তো ‘তৌহিদি জনতার’ পক্ষে তারাই (চিঠির প্রেরক) তা বন্ধ করে দিতে বাধ্য হবেন। এবং অরাজক পরিস্থিতি তৈরি হলে তারা তার দায় নেবেন না।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টেলর সুইফটের খেতাব ছিনিয়ে নিলেন যে নারী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
টেলর সুইফটের খেতাব ছিনিয়ে নিলেন যে নারী
টেলর সুইফট ও লুসি গুও

পপকুইন টেলর সুইফট তার সেরা সময়টা পার করছেন। একের পর এক সাফল্য তার পদতলে জমা হয়েছে। তার সর্বশেষ এরাস ট্যুর ছিল সর্বকালের অন্যতম সফল ট্যুর। তার অ্যালবামও থাকছে সব টপচার্টে।

আয়ে, অর্জনে ও তারকাখ্যাতিতে এখন অদ্বিতীয় টেলর সুইফট।

তবে সম্প্রতি টেলর অর্জনে ভাগ বসালেন অন্য একজন। সংগীত অঙ্গনের নয়, প্রযুক্তি উদ্যোক্তা। গতবছর বিলিয়নিয়ারের তালিকায় নাম তুলেছেন টেলর সুইফট।

সবচেয়ে কমবয়সী নারী বিলিয়নিয়ার হিসেবেই এই মাইলফলক অর্জন করেন গায়িকা। মুকুটটা ছিল তারই মাথায়। সেই মুকুট এবার হাতছাড়া হয়েছে তার। তাকে টপকে কমবয়সী নারী বিলিয়নিয়ারের খেতাব এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা লুসি গুও’র দখলে।

আরো পড়ুন
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

 

ফোর্বসের সর্বশেষ তথ্যমতে, ৩০ বছর বয়সী এই তরুণী টেইলল সুইফটকে সরিয়ে সেই জায়গা দখল করেছেন। ২০২৩ সাল থেকে এই মুকুটের অধিকারী ছিলেন ৩৫ বছর বয়সী সুইফট। টেইলর সুইফটের বর্তমান সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। মূলত তার রেকর্ডব্রেকিং ‘এরাস ট্যুর’, গানের ক্যাটালগ এবং রিয়েল এস্টেট বিনিয়োগের বদৌলতে বিশাল এই সম্পদের মালিক হয়েছেন তিনি। 

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

তবে প্রযুক্তিভিত্তিক সংস্থা স্কেল এআই–এর সহপ্রতিষ্ঠাতা গুও’র সম্পদের পরিমাণ এখন ১.২৫ বিলিয়ন ডলার।

এটি মূলত স্টার্টআপের বিস্ময়কর উত্থানের ফল। লুসি গুও মাত্র ২১ বছর বয়সে স্কেল এআই শুরু করেন আলেক্সান্ড্র ওয়াংয়ের সঙ্গে। বর্তমানে এই কোম্পানির বাজারমূল্য ২৫ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের মে মাসে ছিল ১৩.৮ বিলিয়ন ডলার। এক বছরে এটি প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। গুও বর্তমানে কোম্পানির প্রায় ৫% শেয়ারের মালিক। যদিও তিনি ২০১৮ সালে কোম্পানি থেকে সরে যান।

তবে কমবয়সী বিলিয়নিয়ারের খেতাব হারালেও টেলর সুইফট বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। রিহানার ১.৪ বিলিয়ন ডলারের সম্পদকেও ছাড়িয়ে গেছেন তিনি। তার ‘ইরাস ট্যুর’ ১৪৯টি সোল্ড-আউট শো থেকে আয় করেছে ২ বিলিয়নেরও বেশি, যা ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুর।

মন্তব্য

‘আমার স্ত্রীর সঙ্গে এমন করলে উদিতকে পেটাতাম’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘আমার স্ত্রীর সঙ্গে এমন করলে উদিতকে পেটাতাম’
উদিত ও ট্যান্ডন

গত ফেব্রুয়ারির ঘটনা, গান শুনতে আসা এক নারী ভক্তের ঠোঁটে চুমু খেয় তীব্র বিতর্কে জড়িয়েছিলেন ভারতের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই চুমুর ভিডিও। আর এতে সমালোচনার মুখে পড়েন গায়ক।

এবার উদিত নারায়ণের সেই চুমুকাণ্ড নিয়ে মন্তব্য করলেন ভারতীয় অভিনেতা-গায়ক অমিত ট্যান্ডন।

গায়ককে রীতিমতো কড়া ভাষায় কটাক্ষ করেন অভিনেতা।

অভিনেতা বলেন, ‘আমি বলতে চাই যে উদিত একজন কামুক বৃদ্ধ। আমি জানি না, এটা বলা কি ঠিক কিনা! কেউ যদি একটু সুযোগ করে তখন উনি তার সুবিধা নিতে ছাড়েন না।’

অমিত ট্যান্ডন বলেন, ‘অনুরাগীরা তো এমন করবেই, আমার এমন শো- ও হয়েছে, যেখানে লোকজন কাছে আসার চেষ্টা করে, কিন্তু এটা নির্ভর করে আপনি তাদের কতটা অনুমতি দেবেন।

সবকিছুরই সীমা থাকা উচিত। যদি আমি সেখানে থাকতাম আর আমার বান্ধবী বা স্ত্রী মঞ্চে ছবি তোলার জন্য যেত এবং এইরকম কিছু ঘটত, তাহলে আমি তাকে তখনই ধরে পেটাতাম। খুব মারতাম।’

উদতের ছেলে আদিত্য নারায়ণও বহুবার জনসমক্ষে উগ্র আচরণ করেছেন।

একবার এক কনসার্টে গিয়ে ও মাইক ছুঁড়ে ফেলেছিল। তার সেই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওটা অত্যন্ত অপেশাদার ব্যবহার ছিল। এটাই বুঝিয়ে দেয় যে আপনি কতটা খারাপ।’

মন্তব্য

কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু
তিগমাংশু ধুলিয়া ও শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে যার নামটাই যথেষ্ট মানুষের মাঝে উন্মাদনা তৈরির জন্য, এতটা প্রভাব এ তারকার। তবে আজ সাফল্যের শিখরে থাকলেও শুরুর পথচলাটা ছিল ভয়াবহ কঠিন। সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে।

ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু—এই সবকিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবু তিনি থামেননি। হেঁটেছেন নিজের স্বপ্নের পথে। আর এ স্বপ্নপুরনে একসময় যেকোনো কিছু করতেও রাজি ছিলেন শাহরুখ।
তবে নিজের কঠিন সময়েও শাহরুখ ছিলেন বিনয়ী। নম্রতা ও ভদ্রতা তাকে এতদুর নিয়ে এসেছে, এমনটাই দাবি সবার।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তেমনই এক ঘটনা শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। তিনি বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না।

সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন। এ সিরিজের সহকারী পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন।
ওই সময় শেখর কাপুর তার সহকারী তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সে সময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু। 

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানি না কীভাবে কী করতে হবে। তবুও আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশি মনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’ 

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

তিগমাংশু আরও বলেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার ওপর বেশ রেগে থাকবেন। কিন্তু এ চায়ের ঘটনার পরও আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল।’

ধীরে ধীরে তিগমাংশু একজন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। তিগুমাংশু ‘পান সিং তোমার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। অভিনয় করেছন ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো সিনেমায়।

শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সামনে ভিন্নভাবে হাজির করবেন। যদিও ওটিটিতে এরই মধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে। তবে কিং দিয়ে তার পায়ের তলার মাটি শক্ত করতে চান শাহরুখ। আর তাই এই সিনেমা নিয়ে তার পরিকল্পনাও বেশ বড় রকমের। এতে তিনি নিজেও হাজির থাকছেন পর্দায়।

মন্তব্য

কোরবানি ঈদেই পর্দায় ফিরছেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কোরবানি ঈদেই পর্দায় ফিরছেন আরিফিন শুভ
আরিফিন শুভ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বলছি আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার কথা। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে এটি।

এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে।

প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি।

এখন আমরা পুরোপুরি প্রস্তুত। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।’

‘নীলচক্র’ ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ