উড়ো চিঠিতে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের প্রযোজনা ‘শেষের কবিতা’ পিছিয়ে গেছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনীর কথা ছিল।
এর মধ্যেই আজ রবিবার নাটকটির নির্দেশক নূনা আফরোজকে ফোন করে মিলনায়তন কর্তৃপক্ষ বরাদ্দ বাতিল করার কথা জানায়। কারণ হিসেবে তারা হুমকি দিয়ে ‘তৌহিদি জনতার’ নামে পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে।
বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে লিখে প্রতিবাদ জানান নূনা আফরোজ। সব প্রস্তুতি সম্পন্নের পর বরাদ্দ বাতিলের এই অবস্থায় তাকে প্রশাসন সহযোগিতা করবে কি না, প্রশ্ন রাখেন।
আরো পড়ুন
তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?
এক পর্যায়ে তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে ফেসবুকে একটি খোলা চিঠি দেন। সেখানে উল্লেখ করেন, তাদের নাটকের প্রদর্শনী করতে না দেওয়ার কথা জানিয়ে ‘তৌহিদি জনতা’ মহিলা সমিতিকে চিঠি দিয়েছে বলে তাকে জানিয়েছে মিলনায়তন কর্তৃপক্ষ।
সংস্কৃতি উপদেষ্টার কাছে নূনা আফরোজ প্রদর্শনী দুটি নির্বিঘ্নে করতে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
এই খোলা চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাটকের দলটি ফেসবুকে ঘোষণা দিয়ে জানায়, বিকেল সাড়ে ৫টায় মহিলা সমিতির সামনে তারা নাটক বন্ধের প্রতিবাদে একটি সভা করবে। আরো কিছু পরে নূনা আফরোজ আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘দর্শকবন্ধু, সাংবাদিক ভাই, থিয়েটারস্বজন, শুভাকাঙ্ক্ষী, সকলকে জানাচ্ছি রাষ্ট্রীয় প্রশাসন এবং মহিলা সমিতি আমাদের জানিয়েছে যে সকল দায়িত্ব তারা নিচ্ছেন, যেন আমরা নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারি।’
প্রতিবাদসভা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশাসন নাটকের প্রদর্শনী যথাসময়ে করার অনুরোধ করলেও ততক্ষণে বিকেল সাড়ে ৩টা বেজে যাওয়ায় রবিবারের প্রদর্শনীটি আর করা সম্ভব হচ্ছে না।
এর বদলে নাটকটির প্রদর্শনী হবে সোমবার (১৪ এপ্রিল) ও মঙ্গলবার (১৫ এপ্রিল)।
যে চিঠি দেখিয়ে মিলনায়তনের বরাদ্দ বাতিল করেছিল মহিলা সমিতি তার একটি কপি কালের কণ্ঠের হাতে এসেছে। চিঠিটির খামের ওপর প্রেরকের নাম-ঠিকানা নেই। চিঠিতে নূনা আফরোজকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘এই নূনা আফরোজ ফ্যাসিস্ট হাসিনার আলো আসবেই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। যে এখনো বিভিন্ন সময়ে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও কটূক্তি করে চলেছে।
তারই নির্দেশনায় আগামী ১৩ ও ১৪ এপ্রিল আপনাদের মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোর নাট্যদল নাটক করবে। আপনারা এই ফ্যাসিস্টের দোসরকে কোন নীতিতে হল বরাদ্দ দিয়েছেন তা আমাদের ভাবিয়ে তুলেছে।’
চিঠিতে ‘বিনীত অনুরোধ’ জানানো হয়, ২৪ ঘণ্টার ভেতর হল বরাদ্দ বাতিল করে নাটকটি বন্ধ করতে সহযোগিতা করার। নয়তো ‘তৌহিদি জনতার’ পক্ষে তারাই (চিঠির প্রেরক) তা বন্ধ করে দিতে বাধ্য হবেন। এবং অরাজক পরিস্থিতি তৈরি হলে তারা তার দায় নেবেন না।