৪৫ কোটি পেরিয়ে সানির ‘জাট’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৪৫ কোটি পেরিয়ে সানির ‘জাট’
সংগৃহীত ছবি

সদ্য মুক্তি পাওয়া সানি দেওলের ‘জাট’ বেশ ভালো ব্যবসা করছে। ৫ দিনেই ৪৫ কোটির ঘর পেরিয়ে গেল। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া
সালমান খানের ‘সিকান্দার’-এর আয় পাল্লা দিয়ে কমছে। 

ট্রেড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সোমবার ‘জাট’ ছবির আয় কিছুটা কমেছে, তবে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও ৭-৭.৫ কোটি নেট আয় করেছে।

এই পাঁচ দিনে ছবিটির মোট আয় প্রায় ৪৭ কোটি রুপি।

যদিও তা সানির আগের হিট ছবি ‘গদর ২’ এর মতো চমকপ্রদ নয়, যা ভারতে পাঁচ দিনে ২২৮.৯৮ কোটি আয় করেছিল, তবুও ‘সিকন্দার’ বা ‘গুড ব্যাড আগলি’র সঙ্গে প্রতিযোগিতায় স্থিরভাবে টিকে আছে।

‘জাট’ প্রযোজনা করে মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি। সানি দেওল ছাড়াও ছবিতে রণদীপ হুদা এবং রেজেনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, ভিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব, পি. রবি শংকর এবং বাবলু পৃথ্বীরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘মেঘের বৃষ্টি’ নিয়ে আসছেন জোভান-নীহা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘মেঘের বৃষ্টি’ নিয়ে আসছেন জোভান-নীহা
সংগৃহীত ছবি

আমেরিকা থেকে দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করছে মেঘ। তার মা তাকে প্রতিবারই দেশ থেকে কিছু পাঠালে মেয়েদের ছবি এবং নিজ হাতে তাদের বৃত্তান্ত লিখে পাঠায়। অনিচ্ছাতেও সেখান থেকে মেঘ একটা খাম খোলে। যার নাম ঋতু।

তার জীবনবৃত্তান্তে মা লিখেছেন, ‘মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। খুবই নরম স্বভাবের মেয়ে। সাধারণত বোরকা-হিজাব ছাড়া বাসা থেকে বের হয় না। নামাজি, কম কথা বলে।
আমার ধারণা এ মেয়ে তোরে জ্বালাবে না, তোর মুখের ওপর কথা বলবে না। তোর কথায় উঠবস করবে। শুধু একটাই সমস্যা, মেয়ের কোনও ভাই-বোন নাই। তার মানে তুই শালা-শালীর সাথে মজা করার সুযোগ পাবি না।
অবশ্য সবকিছু একসাথে পাওয়া যায় না। মেয়ের রেটিং ১০-এর মধ্যে ১০।

মায়ের বর্ননা নয়, বরং ঋতুর ছবি এক দেখাতেই পছন্দ হয় মেঘের। সে সিদ্ধান্ত নেয় দেশে গিয়ে এই মেয়েকেই বিয়ে করবে। তার কিছুদিনপরই সে দেশে আসে এবং ঋতুর সাথে দেখা করে।

কিন্তু তার মা জীবনবৃত্তান্তে যা বলেছে, ঋতু তার উল্টো! এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মেঘের বৃষ্টি’। যে গল্পে ফারহান আহমেদ জোভানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে। অন্যদিকে নাজনীন নীহাকে দেখা যাবে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হিসেবে। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন মাসরিকুল আলম।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবের আমেজ পেরিয়ে ফের সিএমভি শুরু করছে স্বাভাবিক কার্যক্রম। তারেই শুরুটা হচ্ছে ‘মেঘের বৃষ্টি’ দিয়ে। এটি দ্রুতই মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

মন্তব্য

কিসের উপদেষ্টা হলেন ওমর সানী?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কিসের উপদেষ্টা হলেন ওমর সানী?
ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী চলচ্চিত্রে খুব একটা নিয়মিত না হলেও নানা রকম ব্যাবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা। সম্প্রতি একটি রিয়েল এস্টেট কম্পানির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

ওমর সানী বলেন, ‘প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছি।

গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।’ 

চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান ওমর সানী।

ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন।

আরো পড়ুন
শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

 

বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানী। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।
১৯৯২ সালে ওমর সানী নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

মন্তব্য

কটাক্ষের মুখে দিয়া মির্জা দিলেন পাল্টা জবাব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কটাক্ষের মুখে দিয়া মির্জা দিলেন পাল্টা জবাব
দিয়া মির্জা

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করায় কটাক্ষের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা। কাশ্মীরে হামলার ঘটনায় ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’। এমন আবহে দিয়া মির্জার এক সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে বলা একটি মন্তব্য ভাইরাল হয়ে যায়। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী

ওই সাক্ষাৎকারে ‘আবির গুলাল'-এর হাত ধরে ফাওয়াদের বলিউডে ফেরা নিয়ে দিয়া বলেছিলেন, ‘শিল্পকে কখনো ঘৃণার সঙ্গে মেলানো উচিত নয়।

ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি, আরো অনেককেই আগামী দিনে দেখতে পাব।’

দিয়া মির্জার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি বেশ কিছুদিন আগের। ফাওয়াদ ও তার সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা এখন ভাইরাল।

আর এ নিয়ে দিয়াকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। 

এরপর দিয়া মির্জা তার ইনস্টা স্টোরিতে জবাবও দেন। লেখেন, 'ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। গত ১০ এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম, ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে।

এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন। এটি অত্যন্ত অনৈতিক।' 

আরো পড়ুন
শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

 

২০১৬ সালে ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তার শেষ কাজ। ‘আবির গুলাল'-এর হাত ধরে প্রায় ৯ বছর পর বলিউডে কামব্যাক হতো তার।

এপ্রিলের শুরুতে 'আবির গুলাল' সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা। মূলত, একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার কাশ্মীর কাণ্ডের জেরেই ভারতে ‘আবির গুলাল’-এর মুক্তি বাতিল করা হয়।

মন্তব্য

শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
শাবানার যে ইচ্ছা পূরণ হয়নি
অভিনেত্রী শাবানা। ছবি-কালের কণ্ঠ

এদেশের সফল একজন অভিনেত্রী শাবানা। এদেশের চলচ্চিত্রে কাজ করে মানুষের ভালোবাসা পেয়েছেন আকাশসম। সফল ক্যারিয়ার শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী। স্থায়ীভাবেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন শাবানা।

তবে মাঝেমধ্যে দেশে আসেন। কয়েক বছর আগে শাবানা দেশে এসেছিলেন, সেসময়ই জানিয়েছিলেন তার একটা অপূর্ণ ইচ্ছের কথা। 

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বলেছিলেন,‘সুভাষদত্ত আমাকে খুবই পছন্দ করতেন। বলতেন, তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো।

আমি মনে মনে খুবই খুশি হয়েছি। কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করছেন বিখ্যাত নির্মাতা, এটা আনন্দের বিষয়ই। সুভাষ দত্ত বলেছিলেন, আমি বেগম রোকেয়াকে নিয়ে একটি ছবি বানাবো, সেখানে তুমি অভিনয় করবে। আমারও ইচ্ছে হয়েছিল পর্দায় বেগম রোকেয়া হতে।
৩০ বছর আগে সেই ছবির শুটিং শুরুও হয়েছিল। কিন্তু শেষ হয়নি। শুটিং থমকে যায়, আর আমার বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন থমকে যায়। সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনো ভাবায়, আফসোস তৈরি হয়।’

‘বেগম রোকেয়া’ চলচ্চিত্রের মহরতও হয়েছিল।

 হয়েছিল এক দিনের শুটিংও। কিন্তু ছবিটি আর এগোয়নি। বারিধারার বাসায় শাবানা কথা প্রসঙ্গে আফসোসের কথা বললেও এর নেপথ্যের কারণ বলতে গিয়েও বলেননি। তবে অনুমান করা যায় একেবারে রাজনৈতিক কারণে বেগম রোকেয়ার জীবনী নির্মাণ বন্ধ হয়ে যায়, আর শাবানাও সেই অপূর্ণ ইচ্ছে নিয়ে এখনো আফসোস করেন।

শাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন প্রায় ২৫ বছর আগে। অন্যদিকে সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন এক যুগ আগে। এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে শাবানার স্বামী ছবিটি আবার বানানোর উদ্যোগ নিচ্ছেন। তবে শাবানার সেই ইচ্ছে পূর্ণ হচ্চ্যহে না। কারণ রোকেয়ার ছবি হলেও তাতে শাবানা থাকবেন না। গণমাধ্যমকে ওয়াহিদ সাদিক জানালেন, শাবানা এখন আর বেগম রোকেয়া চরিত্রে অভিনয়ের পর্যায়ে নেই। তা ছাড়া তিনি অভিনয়ে ফিরবেনও না।

শাবানার চলচ্চিত্রে আসা অনেকটাই ছিল নাটকীয়। কথা প্রসঙ্গে শাবানা শুরুর গল্প বলেছিলেন এভাবেই, “আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। আমার বাবার কাজিন ছিলেন এহতেশাম সাহেব। এক ঈদে বাসায় এসে বললেন, তোর মেয়েটাকে দে, আমার সিনেমায় অভিনয় করাব। বাবা বললেন, ও তো লাজুক, ও পারবে না। এহতেশাম সাহেব বললেন, পারবে, তুই দে। আমার রোলটা ছোট বোনের, একটাই দৃশ্য। দৌড়ে এসে বলতে হবে, ‘ভাইয়া ভাইয়া, আপুর বিয়ে।’ ভাইয়া বলবে, ‘তাই নাকি!’ শট দিলাম। এক টেকেই ওকে। এহতেশাম সাহেব বাবাকে বললেন, দেখলি আমি বললাম না, পারবে! এরপর তো বড় হয়ে ‘চকোরী’ করলাম, আমার প্রথম চলচ্চিত্র। সেই ছবিতে আমার পারিশ্রমিক ছিল পাঁচ হাজার টাকা। পরে তো কয়েক শ ছবি করলাম।”

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ