‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?
সংগৃহীত ছবি

বলিউডে পা রেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন দীপিকা পাডুকোন। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমাতে কাজ করতে গিয়ে দুজনের প্রেমের সূত্রপাত ঘটে। এরপর তার গোপনে চুটিয়ে প্রেম করলেও সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন ছিল না। তা নিয়ে বলিপাড়ায় চর্চাও কম হয়নি।

 

রণবীরের প্রেমে দীপিকা এতটাই মজেছিলেন যে, তার নামের আদ্যক্ষর দিয়ে নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করেছিলেন নায়িকা। এত কিছুর পরেও অভিনেতার মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর।

যদিও তা মানতে নারাজ রণবীরের মা নীতু সিং। উল্টো দীপিকার খুঁত বের করলেন তিনি। 

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে করণ জোহরের ‘কফি উইথ করণ’- শোতে হাজির হয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করেন যে, ‘কনডম সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত রণবীরের।’ এসময় দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ করণ’ শোয়ের ওই পর্ব সম্প্রচার হলে দীপিকার মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে ছেলের হয়ে খানিক সাফাই গেয়ে অভিনেতার মা নীতু বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকেরই সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ
সজল মালিক

সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত তথ্য বা ভিডিও গোপন রাখা যেন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। বিশেষ করে জনপ্রিয় ব্যাক্তিত্বদের প্রায়ই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সজল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনলাইনে চলছে ব্যাপক আলোড়ন।

নেটিজেনরা দাবি করেন, ভাইরাল সেই ভিডিওতে সজল মালিকের উপস্থিতি রয়েছে; যা নিয়ে ইতোমধ্যে তোলপাড় সামাজিক মাধ্যম। তবে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সজল মালিকের ভক্তরা; ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

অনেকে আবার ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, এটি সাজানো হতে পারে।

আবার অনেকে মনে করছেন, ইচ্ছাকৃতভাবে সজলের ভিডিওটি ফাঁস করা হয়েছে, যাতে তার জনপ্রিয়তা ও ফলোয়ারের সংখ্যা আরও বাড়ে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সাজল মালিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী

 

পাকিস্তানের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল।

২০২৪ সালের নভেম্বরে মিনাহিল মালিক আইনগত সহায়তা নিয়েছিলেন এমন এক ঘটনার পর। দিন দিন এমন ঘটনা বাড়তে থাকায় শোবিজ তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের একাংশের মধ্যে।  

মন্তব্য

যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী
মৌসুমী

অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে এবার গান গাইবেন এ জনপ্রিয় চিত্রনায়িকা। একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহন করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষন চিত্রনায়িকা মৌসুমীই। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।

 

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’

আরো পড়ুন
প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

 

২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা।

বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

এর আগেও যুক্তরাষ্ট্রে মঞ্চে গান গেয়েছেন মৌসুমী।

তখনও তার সঙ্গে মঞ্চে ছিলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। নিউইয়র্কের বাফেলোর অ্যালেক্সান্ডার অ্যাভিনিউয়ে প্রবাসীদের আয়োজনে ‘সামার আ ফেস্টিভ্যাল’ শিরোনামের আয়োজনে গান গেয়ে শোনান এই দুই শিল্পী।

মন্তব্য

শপথ নিল অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শপথ নিল অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটি

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

শপথবাক্য পাঠ করান সংঘের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। এ সময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেছেন, ‘সংগঠনের সব সদস্যকে নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু শপথ নেওয়ার পর অনুভূতি জানতে চাইলে বলেন, ‘শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তা-ই করতে চাই।’

গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে আব্দুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি হয়েছেন আজাদ। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।

মন্তব্য
ববিতা

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম
ববিতা

সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা অসুস্থ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে হঠাৎ করে। ববিতার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে এমন খবর ছড়ানো হয়। অসুস্থতার গুজবে বেশ চটেছেন ফরিদা আক্তার ববিতা। জানালেন, দিব্যি সুস্থ আছেন তিনি।

এর সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে আরো নানা বিষয়ে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

কেমন আছেন?
ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলেন তো কী ঝামেলায় পড়লাম! সবাই ফোন দিচ্ছে। জানতে চাইছে, আমার শরীর এখন কেমন? আমি তো অসুস্থ হইনি।

কে বা কারা আমার নামে ফেসবুক আইডি খুলে দুদিন পর পর মন গড়া স্ট্যাটাস দেয়। আগেও বলেছি, এখনো বলছি, আমার কোনো ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম বা অন্যান্য মাধ্যমেও কোনো অ্যাকাউন্ট নেই। এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম মেইটেইন করতে পারি না আমি। যারা আমার নামে এগুলো চালু করেছে তারা কাজটা ঠিক করেনি।

আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন না কেন?
এত দিন ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। নিজেরাই আইডিগুলো বন্ধ করে দেবে। তবে এবার আর তা মনে হচ্ছে না। আমি অনেক বিরক্ত। ভাবেন, আমি যদি অসুস্থ হতাম তাহলে আমার পরিবারের সদস্যরা তো জানাত।

আমার বোনেরা আছে ঢাকায়। তারাও তো গণমাধ্যমকে বলত। অথচ কোথা থেকে একটা আইডি জানিয়েছে আমি অসুস্থ। অমনি অনেকে নিউজ করে ফেলল। আমি এবং আমার পরিবারের সবাই বিব্রত হলাম।

আরো পড়ুন
ছাভার অনন্য রেকর্ড : ভিকির প্রথম, বলিউডের ইতিহাসে তৃতীয়

ছাভার অনন্য রেকর্ড : ভিকির প্রথম, বলিউডের ইতিহাসে তৃতীয়

 

দেশে এসেছেন কবে?
তিন মাস হয়ে গেল। এবার ইচ্ছা করেই মিডিয়াকে জানাইনি। দেশেই তো ঈদ আর পহেলা বৈশাখ উদযাপন করলাম। অনেকে মনে করেছেন আমি হয়তো দুই-তিন সপ্তাহ হলো দেশে এসেছি। আসলে এটাও কেউ জানত না যদি অসুস্থতার গুজব না ছড়াত।

এবার কত দিন থাকবেন?
এখনো সিদ্ধান্ত নিইনি। আমি সাধারণত গরমের সময়টাতে দেশের বাইরে যাই। আমার ছেলে অনিক কানাডায় সেটেল। ওর কাছেই এই সময়টা থাকি। আপাতত সিদ্ধান্ত নিয়েছি আরো মাস দুয়েক দেশে থাকব। হয়তো জুলাইয়ের মাঝামাঝি যাব।

এখন আমাদের চলচ্চিত্র বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এবার ঈদের ছবিগুলো আলোচনায়। নিশ্চয়ই শুনেছেন?
এগুলো খুবই ভালো দিক। মনে হচ্ছে চলচ্চিত্রের সেই যুগ আবার ফিরতে চলেছে। শুনেছি এবার ঈদে ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি এরই মধ্যে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। শাকিব তো বরাবরই ভালো অভিনয় করে। এই সময়ের সবচেয়ে বড় তারকা। তবে তার যে ৫০ কোটি টাকার বাজার রয়েছে এটা কি কেউ ভেবেছে। আমাদের সময়ে বছরে ৬০-৭০টা ছবি মুক্তি পেতে। অনেক তারকা ছিলেন। এখন কিন্তু তারকা সংকট। যার কারণে ছবি নির্মাণের সংখ্যাটা বেশ কম। এবার তো প্রযোজকরা প্রমাণ পেলেন ভালো ছবি হলে দর্শক দেখে। তাহলে বেশি বেশি ছবি বানান এবং ভালো ছবি নির্মাণে সবাই এগিয়ে আসুন।

আরো পড়ুন
প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

 

বাসায় অনেক মানুষের সমাগম মনে হচ্ছে!
আজকে সবাই আমার বাসায় এসেছেন, বলতে পারেন একটা ছোটখাটো গেট টুগেদার। ঢাকায় বাসায় তো আমি একা থাকি। তাই আত্মীয়-স্বজন সময় পেলেই আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমিও একটু রান্নাবান্না করি। সবাই মিলে গল্প করি। পুরনো দিনের স্মৃতিচারণা করি।

অনেক দিন ধরেই বলছেন, ভালো গল্প পেলে আবার পর্দায় ফিরবেন। অগ্রগতি আছে কোনো?
আপাতত পর্দায় ফেরার পরিকল্পনা নেই। দুই মাস পরেই তো আবার কানাডা চলে যাব। শিডিউল নিয়েও ঝামেলা হবে। তা ছাড়া আরো কিছুদিন দেখি। মাত্র তো চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। আমার বিশ্বাস, আগামীতে সুন্দর সুন্দর গল্পে, দারুণ সব ছবি নির্মিত হবে। তখন আমিও না হয় নতুন করে ভাবব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ