ফয়েজ আহমদ তৈয়্যব বললেন

ইন্টারনেটের দাম কমাতে হবে, বাড়াতে হবে গতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইন্টারনেটের দাম কমাতে হবে, বাড়াতে হবে গতি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সর্বনিম্ন গতি ২০ এমবিপিএসের বেশি হওয়া উচিত বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, মোবাইল ও আইএসপি অপারেটরদের ইন্টারনেটের দাম কমাতে হবে, বাড়াতে হবে গতি।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে’ করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, রাজনৈতিক প্রভাবে মোবাইল সেবায় অনেক বাধা তৈরি করা হয়েছে।

এসব বাধা শিগগিরই দূর করা হবে। যেকোনো পরিস্থিতিতে কোনো সরকার যাতে আর ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে ব্যবস্থা বা পলিসি তৈরি করা হবে।

এদিকে স্টারলিংকের বিপরীতে দেশীয় উদ্যোক্তাদের নিজেদেরকেই নিজের সুরক্ষা তৈরি করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিকম খাতের ব্র্যান্ড ও মোবাইল অপারেটরদের সেবার মান বাড়াতে সতর্ক করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, সবগুলো লেয়ারকে বলছি, ডাটা প্রাইস কমাতে হবে।

সবাইকে সমন্বিতভাবে রিফর্ম করতে হবে। ৫ এমবিপিএস-কে আমি ব্যক্তিগতভাবে ব্রডব্যান্ড বলি না। আমি মনে করি ২০ এমবিপিএসের ওপরে গতি থাকলে সেটিই ব্রডব্যান্ড।

এসময় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ইন্টারনেট ও অ্যাকসেস টু ইনফরমেশন বেসিক রাইট।

এই অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় সরকারের পাশে থাকবে। বিগত সরকার দেশের টেলিকম খাতকে দুর্নীতি ও কো-আর্সির মাধ্যমে গিলে ফেলেছিল। তাই এখন পলিসি কাজ করছে না। এটা রিফর্ম করতে হবে। আমলারা এক্ষেত্রে বাঁধ সাধতে পারে।
তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, টেলি যোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবস-এর সিইও ফাহিম মাশরুর, আইএসপিএবি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে
ইওহান বুসে। ছবি : সংগৃহীত

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইওহান বুসেকে আজ সোমবার নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

এর আগে ইওহান সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তার ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।

 

এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন। বাংলালিংকে কৃতিত্বের সঙ্গে ৯ বছর দায়িত্ব পালন করা এরিক অসের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইওহান। 

মন্তব্য

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল
সংগৃহীত ছবি

বর্তমানে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকে রিল বা ভিডিও বানিয়ে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। এই পেশায় বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন অনেকে। তবে এই সব কিছুর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ফলোয়ারের সংখ্যা।

তবে ইনস্টাগ্রামে কন্টেন্ট পোস্ট করার সময় বেশির ভাগ মানুষই কিছু ভুল করে থাকে।

যার কারণে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ার পরিবর্তে কমতে শুরু করে। যদি কিছু নিয়ম মানা যায়, তাহলে ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বাড়াতে পারেন। কী করবেন, রইল সেই টিপস।

আরো পড়ুন
নতুন যে ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

নতুন যে ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

 

রিল বা পোস্টের মান

অনেকেই রিল তৈরি করেন, কিন্তু তার মানের দিকে মনোযোগ দেন না।

আজকাল মানুষ মানসম্পন্ন কন্টেন্ট দেখতে পছন্দ করেন। রিলে স্পষ্ট শব্দ থাকা উচিত। রিলের ভিজ্যুয়াল ও অডিও কোয়ালিটির দিকেও নজর দিতে হবে। এই বিষয়গুলোকে উপেক্ষা করলে কন্টেন্ট ভাইরাল হওয়ার সুযোগ কম।

রিলগুলো খুব লম্বা না করা

অনেকেই বড় দৈর্ঘ্যের ভিডিও বা রিল তৈরি করেন। অথচ মানুষের হাতে এখন সময় ও ধৈর্য কম। তাই বেশি বড় কিছু হলে তা দেখার আগ্রহ থাকে না। মানুষ দ্রুত বিরক্ত হয়ে পড়ে এবং ভিডিওর একটু শুরু হতেই স্ক্রল করে চলে যান। এতে আপনার কন্টেটে এনগেজমেন্ট টাইম কমে যায়।

চেষ্টা করুন ৩০-৪৫ সেকেন্ডের মধ্যে রিল বানিয়ে তা আপলোড করার।

আরো পড়ুন
ভিডিও কলিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ভিডিও কলিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

 

হ্যাশট্যাগ, মেনশন ও ফিল্টারের ব্যবহার

অপ্রয়োজনীয়ভাবে হ্যাশট্যাগ ব্যবহার বন্ধ করুন। শুধু প্রয়োজন অনুযায়ী এবং ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করুন। যদি ভিডিওতে ফিল্টার প্রয়োগ করা যায়, তাহলে তা ব্যবহার করুন। এর সঙ্গে আপনার পোস্ট বা ভিডিওতে বন্ধুদের ট্যাগ করুন। যাতে আপনার বন্ধুদের অনুসারীরাও আপনার কন্টেন্ট দেখতে পায়।

রিল আপলোড করার সময়

সকাল ৬টা, ৯টা, দুপুর ১২টা থেকে ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে কন্টেন্ট পোস্ট করার সময়। তাই সময় সম্পর্কে সচেতন থাকুন। আপনি এই সময়ে রিলগুলোর সময়সূচিও নির্ধারণ করতে পারেন। কী ধরনের কন্টেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে রিল আপলোডের সময় বেছে নিন।

আরো পড়ুন
স্তন্যদানকারী মায়েদের রোজায় করণীয়

স্তন্যদানকারী মায়েদের রোজায় করণীয়

 

সূত্র : টিভি ৯ বাংলা

মন্তব্য

ভিডিও কলিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভিডিও কলিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরো আকর্ষণীয় করতে এবার ভিডিও কলিংয়ে নতুন ফিচার আনছে সংস্থাটি। যা নিরাপত্তা আরো জোরদার করবে বলে জানা গেছে। আপনি নিশ্চয় ভাবছেন কী এই ফিচার? চলুন, তবে জেনে নেওয়া যাক।

ভিডিও কলিংয়ে যে পরিবর্তন আসছে

এবার ভিডিও কলিংয়ে ক্যামেরার পরিবর্তন আনছে অ্যাপটি। এই পরিবর্তনের ফলে কল রিসিভ করার আগে আপনাকেই অন করতে হবে ফোনের ফ্রন্ট ক্যামেরা। ব্যাপারটা ঠিক কী, বুঝে উঠতে পারছেন না?

আরো পড়ুন
অতিরিক্ত পেইনকিলার সেবনে স্বাস্থ্যের যে ক্ষতি

অতিরিক্ত পেইনকিলার সেবনে স্বাস্থ্যের যে ক্ষতি

 

বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে কলটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন ভেসে ওঠে। কিন্তু ক্যামেরাটি অন থাকে।

তবে নতুন এই ফিচারে নিজেকেই অন করতে হবে ক্যামেরা।

বর্তমান সময়ে ছোট থেকে বড় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতারকরাও প্রতারণার জন্য এই মাধ্যমটিকে বেছে নিয়েছেন। এ ছাড়া না বুঝেই অনেকে ভিডিও কল রিসিভ করে বিপদে পড়েন।

কিন্তু নতুন ফিচার চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে সংস্থা। জানা গেছে, পরবর্তী আপডেটেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।

আরো পড়ুন
কাগজের কাপে চা-কফি খেলে কী ক্ষতি

কাগজের কাপে চা-কফি খেলে কী ক্ষতি

 

তবে এই প্রথম নয়। মাঝে মধ্যেই ব্যবহারকারীদের স্বার্থে নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জুকারবার্গের সংস্থা। সম্প্রতি এই প্ল্যাটফরমে যুক্ত হয়েছে অডিও মেসেজ ট্রান্সলেশন অপশন।

আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এখন সবাই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। ‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দিচ্ছে নতুন ফিচারে। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাচ্ছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম
সংগৃহীত ছবি

ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে টেলিগ্রাম। তাদের সুবিধার জন্য নতুন আপডেট নিয়ে এসেছে এই অ্যাপটি। টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার করবে। কী আছে সেই আপডেটে, তা জানুন এই প্রতিবেদনে।

কী আছে টেলিগ্রামের আপডেট ভার্সনে

টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারে ব্যবহারকারীরা নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা পাবেন। প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনো নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তারা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকি ব্যবহারকারীরা নিজেরাও টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।

আরো পড়ুন
নতুন যে ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

নতুন যে ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

 

নতুন আপডেটে ‘কন্টাক্ট কনফারমেশন’ নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনো অপরিচিত নম্বর থেকে বার্তা এলে নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানো ব্যক্তির সমস্ত তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনো গ্রুপে তারা একসঙ্গে রয়েছেন কি না, তাদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।

নতুন আপডেট ভার্সনে ব্যবহারকারীরা এখন তাদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। টেলিগ্রাম আরো জানিয়েছে, ব্যবহারকারীরা ২১ দিন পর পর তাদের স্টার ব্যবহার করতে পারবেন। এ ছাড়া প্রোফাইল কভারে ৬টি উপহার পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেটিংস থেকে মাই প্রোফাইলের গিফট সেকশনে গিয়ে তা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।

আরো পড়ুন
টাচস্ক্রিন থেকে বাটনে ফিরে আসছে ফোকসভাগেন, কিন্তু কেন

টাচস্ক্রিন থেকে বাটনে ফিরে আসছে ফোকসভাগেন, কিন্তু কেন

 

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

সর্বশেষ সংবাদ