\'বাসায় থেকেও বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন\'

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
\'বাসায় থেকেও বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন\'
জালাল সাইফুর রহমান

গতকাল সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তাঁর একমাত্র ছেলে শামীন রহমান ফেসবুকে জানিয়েছেন তাঁর বাবার ও পরিবারের কয়েকটি তথ্য। কালের কণ্ঠের পাঠকদের জন্য শামীন রহমানের সেই পোস্টটি তুলে ধরা হলো-

‘আমার বাবা (জালাল সাইফুর রহমান, পরিচালক, দুদক) আজকে সকালে সাড়ে ৭টার দিকে কার্ডিয়াক এরেস্টের কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। উনি গত ৩০শে মার্চ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে দুঃখের বিষয় এই যে, উনার মৃত্যুর সংবাদ নিয়ে লেখা প্রতিবেদনেও অনেক ভুল-ভ্রান্তি চোখে পড়ে। সে ভুল-ভ্রান্তি গুলো আমি একটু তুলে ধরতে চাইঃ

১। আমি উনার একমাত্র সন্তান ছিলাম, আমার কোন ভাই-বোন নেই।
২।

আমি এবং আমার আম্মু দুইজনই পরিপূর্ণ রূপে সুস্থ আছি।
৩। আমরা গত ৭ দিন ধরে দুইজনই সেল্ফ আইসোলেশনে আছি, কোন হাসপাতালে না। আমাদের দুইজনকে আরও ৭ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।
(সেল্ফ আইসোলেশন বলতে ঘরের মধ্যে নিজেকে আলাদা করে রাখা, কারো সাথে দেখা সাক্ষাৎ কিনবা মেলামেশা না করা।)

সেল্ফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি না উনাকে কবর দেওয়ার অংশ হতে পেরেছি, এর চেয়ে কঠিন কিছু আর নেই। উনাকে আজ ৪টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২শে মার্চ পর্যন্ত অফিস করেছিলেন তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন কিন্তু তবুও রক্ষা পাননি। তাই এখনও যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে চাই না বর্তমানে এই মূহুর্তে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে সেটা আমার শত্রুকেও মোকাবেলা করতে হোক।

বি.দ্রঃ আমার অনেক ফোন আসছে, অনেক ম্যাসেজ আসছে। তাই অনেকের ফোনই ধরতে পারিনি, অনেকের ম্যাসেজেরই সময় মত জবাব দিতে পারছিনা। সে জন্য দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জুলাই শহীদের লাশ শনাক্তে সিআইডিতে যোগাযোগের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই শহীদের লাশ শনাক্তে সিআইডিতে যোগাযোগের পরামর্শ
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মধ্যে কয়েকজনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ প্রোফাইল পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সংরক্ষিত রয়েছে।

পরিচয়হীন শহীদদের ডিএনএ প্রোফাইল শনাক্তে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ মার্চ) এই বিজ্ঞপ্তি দেওয়া হয় সিআইডি থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের মধ্যে কিছু অশনাক্ত শহীদের ডিএনএ প্রোফাইল সিআইডির সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে।  কোনো শহীদের পরিচয় জানতে চাইলে শহীদের নিকটতম আত্মীয়-স্বজনকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা : ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকা। মোবাইল : ০১৩২০-০১০৫৭২।

মন্তব্য

ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন
সংগৃহীত ছবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (১০ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

এর আগে, সিইসি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল (তফসিল) ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

প্রথম বিয়ে নিয়ে ঝগড়া, স্বামীর বাঁশের আঘাতে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু

প্রথম বিয়ে নিয়ে ঝগড়া, স্বামীর বাঁশের আঘাতে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু

 

জাতীয় নির্বাচন ট্রেনে উঠেছে কি— এমন প্রশ্নে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টাই দেবেন।’

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।

আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান। কী ধরনের সহযোগিতা লাগবে তারা তা জানতে চেয়েছেন।’

আরো পড়ুন

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু

 

সিইসি বলেন, ‘ওনারা জানতে এসেছিল পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন, আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করব।’

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলেও এ সময় জানান সিইসি।

মন্তব্য
প্লট দুর্নীতি

শেখ হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনা-রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
ফাইল ছবি

পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

চার্জশিটের আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

এছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

 

জানা গেছে, প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার অর্ণব জামিনে মুক্তি পান।

হেনস্তকারী আটকের পরদিন আদালতে জামিন পাওয়ায় বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করে। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন।

আসিফ নজরুল বলেছেন, আমি শুধু ছাড়া পাওয়ার বিষয়টি বলি, সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। যে ভিকটিম, উনি নিজে মামলাটি নিজে প্রত্যাহার করেছেন। মামলাটি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। সেই প্রত্যাহারপত্র আদালতে পাঠানো হয়।

খুব সম্ভবত এটাই জামিনের কারণ ছিল।

রবিবার সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি আরো বলেন, এখন উনি কি জোর-জবরদস্তির মুখে পড়েছেন কি-না, এটা নিয়ে সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন এবং যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাবি প্রশাসনকে পরামর্শ দেব, ওনারা যেন মামলা করে।

আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ