<p>জঙ্গিবাদ প্রচারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হরা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত উগ্রবাদী বই, ৪টি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।</p> <p>আজ মঙ্গলবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেন এটিইউ-এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। তিনি বলেন, গত শনিবার চট্টগ্রামের  হাটহাজারীর পূর্ব মেখল এলাকা থেকে মো. আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  সোমবার চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা থেকে অপর সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেপ্তার করা হয়।</p> <p>পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন -এবিটির পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন। তারা অনলাইন এবং অফলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল। এ জন্য তারা আফগানিস্তান, পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশের কতিপয় একই মতাদর্শীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন। তারা ও তাদের সহযোগিরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হাটহাজারী থানায় সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।</p>