দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর জামিন দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রথম বিজয় বলে মন্তব্য করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, সামনে আরেকটি বিজয় অপেক্ষা করছে। তবে সেটি অনেক চ্যালেঞ্জিং।
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
টিপুর জামিন নিয়ে সাতক্ষীরায় অনেক নাটক হয়েছে জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী টিপুর পরিবার ও স্থানীয় সাংবাদিকদের মাঝে দ্বিধা বিভক্ত করে রাখায় দণ্ডাদেশ দেবার পর তিনদিনেও পরিবার কিংবা কারো থেকে জামিন কিংবা আপিল কোনটাই চাওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি এ চক্রটি তালা উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধনের ব্যানার এবং উপস্থিত সাংবাদিকদের কৌশলে মানববন্ধন থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি টিপুর স্ত্রী উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকায় তিনি যাতে মামলার জামিন কিংবা আপিল করতে না পারেন এ জন্যও তাকে চাপে রাখা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, ২৩ এপ্রিল ঢাকায় তথ্য কমিশনের সঙ্গে বৈঠকের পর দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক টিপুর নিঃশর্ত মুক্তির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে অনেক নাটকীয়তা শেষে ২৪ ঘণ্টার আগেই সাংবাদিক টিপু জামিন লাভ করে।
এ দিকে তিন দিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রের একটি টিম সাতক্ষীরায় পৌঁছান। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে টিমের সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং আইনজীবীর সঙ্গে বৈঠক করে দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের পক্ষে আহমেদ আবু জাফর জামিন এবং আপিল আবেদনে স্বাক্ষর করেন।
বিএমএসএফের পক্ষে থেকে বলা হয়, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের দেওয়া কারাদণ্ডাদেশ ছিল অন্যায়, অবৈধ এবং কথিত আদালতের নামে সাংবাদিকদের সাথে একটি চূড়ান্ত প্রহসন। যা সাংবাদিকদের পক্ষ থেকে ২৩ তারিখে প্রত্যাখ্যান করা হয়েছে।
একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে রাষ্ট্রযন্ত্রের দ্বারা এহেন পরিস্থিতির শিকার কখনো হতে পারেন না। অন্যায় অনিয়ম, দুর্নীতি যখন আগ্রাসনে পরিণত হয় পরিস্থিতি তখন এমনটাই হয়ে থাকে।
সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধতার ফসল হিসেবে বৃহস্পতিবার রোকনুজ্জামান টিপুর জামিনে মুক্ত করতে পারাটা সাংবাদিকদের প্রথম বিজয়। এটি একক কারো বিজয় নয়। চূড়ান্ত বিজয় তখনই আসবে যখন টিপুর ওপর বিচারের নাম কথিত আদালত বসিয়ে প্রহসনমূলক দণ্ডাদেশ বাতিল করানো যাবে।
এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। টিপুর কারাদণ্ড বাতিল করা জরুরি। এজন্য গোটা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
যারা সাংবাদিক রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তি দাবি আদায়ের আন্দোলনে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ ছিলেন, মাঠে ছিলেন তাদের সকলের প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।