<p>জাতীয় পার্টিকে জাতীয় বেইমান অ্যাখ্যা দিয়ে দলটি উৎখাতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তিনি কর্মসূচিও ঘোষণা করেছেন।</p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।</p> <p>ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৭টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘নারী ফুটবল দলের বেতন কাঠামো নিয়ে সুখবর আসছে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730380991-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘নারী ফুটবল দলের বেতন কাঠামো নিয়ে সুখবর আসছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/31/1441234" target="_blank"> </a></div> </div> <p>এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান বলে অ্যাখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি।</p> <p>ওই পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’<br />  </p>