দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
ফাইল ছবি

রাঙামাটি ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন মিজ ইশরাত ফারজানা ও মোহাম্মদ হাবিব উল্লাহ। 

বুধবার (২৭ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজ ইশরাত ফারজানাকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো।

আরো পড়ুন
চিন্ময় ইস্যুতে ভারতের উদ্দেশে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

চিন্ময় ইস্যুতে ভারতের উদ্দেশে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

 

উল্লেখিত দুই কর্মকর্তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মিজ ইশরাত ফারজানা এর আগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। আর মোহাম্মদ হাবিব উল্লাহ ছিলেন অর্থ বিভাগের উপসচিব।

মন্তব্য

সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেই অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার অর্ণব জামিনে মুক্তি পান।

হেনস্তকারী আটকের পরদিন আদালতে জামিন পাওয়ায় বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করে। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন।

আসিফ নজরুল বলেছেন, আমি শুধু ছাড়া পাওয়ার বিষয়টি বলি, সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। যে ভিকটিম, উনি নিজে মামলাটি নিজে প্রত্যাহার করেছেন। মামলাটি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। সেই প্রত্যাহারপত্র আদালতে পাঠানো হয়।

খুব সম্ভবত এটাই জামিনের কারণ ছিল।

রবিবার সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি আরো বলেন, এখন উনি কি জোর-জবরদস্তির মুখে পড়েছেন কি-না, এটা নিয়ে সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন এবং যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাবি প্রশাসনকে পরামর্শ দেব, ওনারা যেন মামলা করে।

আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।

মন্তব্য

দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী বুধবার দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি।

আরো পড়ুন
আয়োজক হয়েও ফাইনালের মঞ্চে নেই পাকিস্তানের কেউ, অবাক শোয়েব

আয়োজক হয়েও ফাইনালের মঞ্চে নেই পাকিস্তানের কেউ, অবাক শোয়েব

 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও আগামীকাল প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আরো পড়ুন
শেকৃবিতে শিবিরের গণ ইফতার

শেকৃবিতে শিবিরের গণ ইফতার

 

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী বুধবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 

মন্তব্য

গঙ্গার পানিবণ্টন : সফল হলো না বাংলাদেশ-ভারত বৈঠক

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
গঙ্গার পানিবণ্টন : সফল হলো না বাংলাদেশ-ভারত বৈঠক
সংগৃহীত ছবি

ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর দুইদিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিদিরা। তবে এই বৈঠক সফল হয়নি। প্রথমদিকে সব ঠিকঠাক এগোলেও শেষপর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়।

দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন।

প্রথম দিন গঙ্গার পানিবণ্টন নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিদলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন।

কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে। সেই বৈঠকের পর মিনিটসে সই হয়নি।

এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন বলেন, “পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।”

অবশ্য ভারতের পক্ষ থেকে কেও মুখ খোলেননি। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদ সম্মেলন হয়নি।

কেউ কোনো কথাও বলেননি।

শুক্রবারের বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই করা হয়নি বলে সূত্র জানাচ্ছে।

গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে।

সীমান্ত নদী হওয়ার কারণে এই মেরামতির জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। সূত্র জানাচ্ছে, ৭ মার্চের মিটিংয়ে বাংলাদেশ এই নদীগুলোর মেরামতের কাজ করতে চেয়েছিল। কিন্তু ভারত এখনো তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়।

তথ্য ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসের খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা যায়। ফলে, শেষ পর্যন্ত মিনিটস-এ সই হয়নি।

গঙ্গা পানিবণ্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা তা দেখতে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এবছর ৪ মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর তারা জানিয়েছিলেন ভাগাভাগি নিয়ে তারা সন্তুষ্ট। যদিও তারা এটাও জানান, এবছর পানি কম থাকার জন্য দুই দেশই পানি কম পাচ্ছে।

এরপর, ৬ মার্চ ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে গঙ্গা পানিবণ্টন, গঙ্গায় কম পানি এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শরদ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন।

সাময়িক জটিলতা কেটে গেলে পরবর্তীকালে সই হতে পারে বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য

আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাসস
বাসস
শেয়ার
আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সংগৃহীত ছবি

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

সোমবার ভোরে আকস্মিক তেজগাঁও, ধানমণ্ডি, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা।

তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তা ছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহলদলের কার্যক্রম মনিটরিং করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।

এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে  শতাধিক তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহলদলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি এ সময় বিভিন্ন অপরাধ ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রমজানে থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কি না, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কি না এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না তা দেখতেই তিনি এ পরিদর্শনে এসেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ