সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়টি ভুয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়টি ভুয়া
সারজিস আলমস

সম্প্রতি, ‘সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ জন ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।

তবে এ দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

আরো পড়ুন
সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?

 

রিউমর স্ক্যানার জানায়, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে BBC NEWS 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ‘ব্রেকিং নিউজ: সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

সারজিসওই প্রতিবেদনে দাবি করা হয়, ‘গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরো ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল।’

এতে আরো বলা হয়, ‘সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন- আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’ তবে, মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

আরো পড়ুন
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা

 

এ ছাড়া সারজিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আইএসপিআর জানায়, ‘এটি একটি মিথ্যা সংবাদ।

আরো পড়ুন
দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?

দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?

 

অর্থাৎ, গত ১২ জানুয়ারি BBC NEWS 2470 নামক একটি ভূঁইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন
প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

 

সুতরাং, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

আরো পড়ুন
টিউলিপের পদত্যাগের পর যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

টিউলিপের পদত্যাগের পর যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

 
মন্তব্য

সম্পর্কিত খবর

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান হিউসগেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে গুরুত্বপূর্ণ বার্ষিক এ নিরাপত্তা সম্মেলন শুরু হবে।

সাক্ষাৎকালে তারা জুলাই বিদ্রোহ, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হিউসগেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।

তিনি পরামর্শ দেন যে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে যাতে বিষয়বস্তু যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও যোগ দেন।

মন্তব্য

এবার তাৎক্ষণিক সেবা মিলবে হাইওয়ে স্পেশাল নম্বরে

মোবারক আজাদ
মোবারক আজাদ
শেয়ার
এবার তাৎক্ষণিক সেবা মিলবে হাইওয়ে স্পেশাল নম্বরে

বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপের অভাবে দেশের মহাসড়কগুলো কার্যত নিরাপদ মহাসড়ক হয়ে উঠতে পারছে না, বিশেষ করে বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে হাটবাজার বসানোয় যানজট বাড়ছে, একই সঙ্গে মহাসড়ক আইন অমান্য করে গাড়ি চালানো, চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির কারণে অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে সড়ক। তাই এসব অপরাধের বিষয়ে নাগরিকরা যেন হাইওয়ে পুলিশকে তাৎক্ষণিক জানাতে পারে, সে জন্য চালু হয়েছে হাইওয়ে পুলিশ স্পেশাল হোয়াটঅ্যাপ নম্বর (০১৩২০-১৮২২০০)। খুবই ইমারজেন্সি হলে ঘটনা জানাতে হোয়াটঅ্যাপে ভিডিও, অডিও পাঠানোর পাশাপাশি সরাসরি কল দিলেও সাড়া মিলবে ওই নম্বরে।

গত সোমবার থেকে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার এই স্পেশাল নম্বর চালু করেছে।

এতে ২৪ ঘণ্টাই দেওয়া যাবে অভিযোগ। তথ্য দেওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন। এই স্পেশাল নম্বরটি হাইওয়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তা করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।

হাইওয়ে পুলিশ স্পেশাল নম্বরের বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে স্পেশাল নম্বরটি পরিচালনা করা হবে।

এতে ২৪ ঘণ্টায় দায়িত্বরত সদস্যরা রেসপন্স করবেন। এ নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, নাগরিকরা এতে ৩০ সেকেন্ডের মধ্যে ভিডিও, অডিও অথবা ঘটনার বিবরণ লিখে পাঠাতে পারবে। পাঠানোর পর সেসব অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত সদস্যরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আর এটি সার্বিকভাবে তদারকি আমি নিজেই করব।

প্রাথমিক পর্যায়ে হলেও এরই মধ্যে স্পেশাল নম্বরটি থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে।’

কিভাবে মহাসড়কের পাশে বসানো বাজার উচ্ছেদ করা হবে জানতে চাইলে হাইওয়ে পুলিশপ্রধান বলেন, ‘আমরা সবাই চাই, নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক। এ জন্য হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে আসছে। তবে এ জন্য নাগরিকদের সচেতন হতে হবে আগে। তারই অংশ হিসেবে আমাদের স্পেশাল নম্বর (০১৩২০-১৮২২০০) নতুন সংযোজন।

এতে সঠিক তথ্য দেওয়ার আহবান জানাই। কোনো হাইওয়ে পুলিশের নামেও কোনো অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া কেউ যদি অযথা এই নম্বরে ভিডিও, অডিও কিংবা কল দেন তাহলেও বিষয়টি শনাক্ত করে হয়রানিকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব না-ও হতে পারে, ধারণা চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব না-ও হতে পারে, ধারণা চিকিৎসকদের

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব না-ও হতে পারে। বার্ধক্য ও নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর শারীরিক সক্ষমতা যথেষ্ট না থাকায় এমন ধারণা করছেন চিকিৎসকরা। 

বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মেডিক্যাল বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আমি ধারণা করছি।

বিকল্প হিসেবে তাঁকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে, যাতে লিভারের ওপর চাপ না পড়ে। 

চিকিৎসকরা বলেন, ‘শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল, তখন বিদেশ নিয়ে আসতে পারলে লিভার প্রতিস্থাপনের সুযোগ ছিল। মেডিক্যাল বোর্ড নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে।

’ 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাঁকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

মন্তব্য

ঋণ পরিশোধের মেয়াদ বাড়াতে সম্মত চীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঋণ পরিশোধের মেয়াদ বাড়াতে সম্মত চীন
সংগৃহীত ছবি

বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়তে সম্মত হয়েছে চীন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ ২-৩ শতাংশ থেকে ১ শতাংশে কমানো, ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া ও ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার জন্য অনুরোধ জানান।

এ সময় ঋণ শোধে বাংলাদেশের ভালো রেকর্ডের প্রশংসা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঋণ শোধের মেয়াদ বাড়ানোর নীতিতে সম্মত হন এবং সুদের হার হ্রাসের অনুরোধ দেখার আশ্বাস দেন।

এলডিসি গ্র্যাজুয়েশনের পর ৩ বছর ধরে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ অ্যাক্সেস অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গণমাধ্যমকে জানায়, চলমান চীনা ঋণের সুদের হার ১ শতাংশে নামিয়ে আনতে ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে ৩০ বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বেইজিংকে এসংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়েছে। বর্তমানে চীনা ঋণের সুদের হার ২ থেকে ৩ শতাংশ এবং পরিশোধের সময়সীমা ২০ বছর।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর আরো তিন বছর চীনে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের সুযোগ থাকবে, এমন নিশ্চয়তা দেন দেশটির মন্ত্রী।

বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানান ওয়াং ই।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। এখানকার স্থিতিশীলতা, সংস্কার, গণতন্ত্রে উত্তরণ ও উন্নয়ন উদ্যোগকে তার দেশ সমর্থন করে।

চীনের তিব্বত অঞ্চলের নদী ইয়ার্লুং সাংপো যেটি ভারতে ব্রহ্মপুত্র ও বাংলাদেশ যমুনা নামে প্রবাহিত হচ্ছে, তার জলপ্রবাহের তথ্য-উপাত্ত বিনিময়ে আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই স্মারকটি বাস্তবায়নের একটি পরিকল্পনা আজ বৈঠকের পর উভয় পক্ষ সই করে।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেন।

উপদেষ্টার চীন সফর আগামী ২৪ জানুয়ারি শেষ হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ