তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্প‌তিবার (১০ এ‌প্রিল) সকা‌লে তিনি ঢাকা ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১১-১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় কূটনীতিক ফোরাম চলবে। ওই ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। তবে প্রধান উপদেষ্টা না যেতে পারায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় চতুর্থ দফায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্টালিয়া কূটনীতিক ফোরামের আয়োজক।

‘খণ্ডিত বিশ্বে কূটনীতির পুনরুদ্ধার’-শীর্ষক থিম নিয়ে তুরস্কের রিসোর্ট শহরখ্যাত আন্টালিয়ায় আগামী ১১-১৩ এপ্রিল পর্যন্ত চলবে আন্টালিয়া কূটনীতিক ফোরাম।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

আলোচিত-১০ (২৬ এপ্রিল)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন।

শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে প্রধান উপদেষ্টার হোটেল রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর মধ্যে আরো আছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, হন্ডুরাসের প্রধানমন্ত্রী রালফ গনসাল্ভেস, আইসল্যান্ডের প্রেসিডেন্ট হাল্লা টোমাসদোত্তির, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানী ম্যাথিল্ড, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী সারা জাফারানি, লিচেনস্টাইনের যুবরাজ ও রাজকন্যা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেয়াসুস, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ।

মন্তব্য

বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা
সংগৃহীত ছবি

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে।’ 

শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

এ সময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কৃষি উপদেষ্টা বলেন, আড়িয়ল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। আড়িয়ল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন ও ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলো সমাধানের আশ্বাস দেন।

 

আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে অনুরোধ করলে উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আড়িয়ল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পের কাজ যেন যথাযথভাবে হয়। দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সরকার সেভাবে কাজ করছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশ অ্যামেচার ওপেন-২০২৫ অনুষ্ঠানে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ অ্যামেচার ওপেন-২০২৫ অনুষ্ঠানে সেনাপ্রধান
সংগৃহীত ছবি

‘বাংলাদেশ অ্যামেচার ওপেন-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান শনিবার ঢাকা সাভার সেনানিবাসের সাভার গলফ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। 

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরো পড়ুন
‘বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না’

‘বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না’

 

আইএসপিআর জানায়, এ টুর্নামেন্টে বাংলাদেশসহ ৭টি দেশের সর্বমোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানার আপ হয়েছেন।

মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের পারখা ইজাজ রানার আপ হয়েছেন। আর মহিলা দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাঈদ এবং রানার আপ হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্পন্সর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ