<p>বদমেজাজে শুধু মানুষের একচেটিয়া অধিকার নয়। অন্যপ্রাণীদেরও মেজাজ হারানোর অধিকার আছে। তাই বলে মাছের? সেটাও আবার খুব ছোট মাছ।মাছটির চেহরাতে সবসময় বদমেজাজের লক্ষণ দেখা যায়। ছোট হলেও এর বদমেজাজে তটস্থ থাকে গোটা এলাকা। <br /> মাছটির না গ্রামফি ডোয়ার্ফ গোবি। এরা ভীষণ সাহসী। এবং প্রায়ই নিজেদের চেয়ে বেশ বড় আকারের মাছকে তেড়ে মারতে যায়। এবং সফলও হয়।  তাই এই মাছটিকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে ‘বদমেজাজি’ মাছ হিসেবে আখ্যা দিয়েছেন। </p> <p>ডোয়ার্ফ গোবি মূলত উষ্ণ সমুদ্রের পাথুরে এলাকা এবং প্রবাল প্রাচীরে বসবাস করে। এরা খুব ছোট আকারের— ১ ইঞ্চিখানে দৈর্ঘ্য এদের। আকারে ছোট হলেও এদের  এদের রঙচঙে শরীর এবং চাঞ্চল্য আর গরম মেজাজ অন্য মাছ বা প্রাণীদের মনে ভয় ধরিয়ে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হর্স ফ্লাই: ঘণ্টায় যার গতি প্রায় দেড়শো কিলোমিটার!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729077774-4a2ec304c0318a109174e28d668ff0ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হর্স ফ্লাই: ঘণ্টায় যার গতি প্রায় দেড়শো কিলোমিটার!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435785" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে প্রাণী কখনো ঘুমায় না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728992323-03fe4771f9ed47f5f9d62bb522649fe6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে প্রাণী কখনো ঘুমায় না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/15/1435408" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>ডোয়ার্ফ গোবি নিজেদের বাসস্থানের বিষয়ে খুবই সচেতন। নিজেদের এলাকায় অন্য মাছের অনুপ্রবেশ একদম পছন্দ করে না। বহিরাগতদের দেখলেই তাই তেড়ে যায়, তা বহিরাগতের আকার যত বড়ই হোক না কেন! </p> <p>ডোয়ার্ফ গোবির বদমেজাজি হওয়ার অন্যতম কারণ তাদের এলাকা রক্ষা করার প্রবণতা। তারা নিজেদের বাস্থানের বিষয়ে খুব বেশি স্পর্শকাতর এবং অন্য মাছদের অনুপ্রবেশকে তারা হুমকি হিসেবে দেখে। এ ছাড়া, এদের বাসস্থান ছোট জায়গায় সীমিত। তাই প্রতিযোগিতা বেশি হয়। এসব ব্যাপারগুলোই  বদমেজাজি করে তুলেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="'আমি বুঝতে চেয়েছিলাম মস্তিষ্ক কিভাবে কাজ করে'" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729063282-cc1801f77da3940897dc1504bb9ffd06.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>'আমি বুঝতে চেয়েছিলাম মস্তিষ্ক কিভাবে কাজ করে'</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435724" target="_blank"> </a></div> </div> <p>এরা ছোট গর্ত, পাথরের ফাঁক বা প্রবাল প্রাচীরের ছোট কোণে আশ্রয় নেয়। দ্রুত সাঁতার কাটতে পারে এরা। যদি বোঝে শত্রু তাদের জন্য হুমকি, তাহলে শত্রুকে ভয় দেখাতে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে। যদি বোঝে পেরে ওঠা সম্ভব নয় শত্রুর সঙ্গে, তখন পিছু হটে দ্রুত গর্তে ঢুকে পড়ে। </p> <p>সূত্র: বিবিসি নেচার<br />  </p>