<p>চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ২-০ গোলে আর্সেনাল হারিয়েছে পিএসজিকে। আর স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে সিটির জয় ৪–০ গোলে। </p> <p>২-০ গোলে হারালেও আর্সেনাল-সিটি ম্যাচটি ছিল জমজমাট। আক্রমণ ও প্রতি–আক্রমণে দারুণ এক লড়াইয়ে নামে দুই দল। দারুণ সুযোগ তৈরিও করে দুই দলই। তবে কাই হাভার্টজের গোলে পিএসজিকে হতাশ করে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। ২০ মিনিটে লিয়ান্দ্রো ট্রসারের ডি বক্সের বাইরে থেকে বাড়ানো বল গোলকিপারের সামনে হেডে লক্ষ্যভেদ করেন জার্মান তারকা।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/02/my1198/sfdsfgh.jpg" width="1000" /></p> <p>পিছিয়ে পড়ে আক্রমণ বাড়ায় পিএসজি। কিন্তু ৩৫ মিনিটে আরো পিছিয়ে পড়ে প্যারিসের ক্লাবটি।  ফ্রি–কিক থেকে দারুণ শটে গোলে আর্সেনালের লিড ২-০ করেন বুকায়ো সাকা। বিরতির পরও দুই দল কাধিকবার গোলের কাছাকাছি গিয়েছিল। কিন্তু গোল করতে পারেনি কেউই। ফলে জয় নিয়ে ম্যাচ শেষ করে আর্সেনাল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল ইয়ং বয়েজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727843162-6caa5b7791d4f6776cead9a74b1c2a55.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল ইয়ং বয়েজ</p> </div> </div> </div> </div> </div> <p>একই রাতের আরেক ম্যাচে সিটি গোলবন্যায় ভাসিয়েছে স্লোভান ব্রাতিসলাভারকে। প্রতিপক্ষের মাঠে প্রথম সিটিকে লিড এন দেন ইলকায় গুন্দোয়ান। ৭ মিনিট পর ব্যবধান বাড়িয়ে দেন ফিল ফোডেন। প্রথমার্ধের ২ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে নেয় সিটি। বাকি দুটি গোল করেন আর্লিং হলান্ড ও জেসম ম্যাকাতে।</p>