কাবাডি

নেপালকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নেপালকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের
ট্রফি হাতে বাংলাদেশ ও নেপালের কাবাডি কোচ ও অধিনায়কেরা। ছবি: কাবাডি ফেডারেশন

পাঁচ দশকেরও বেশি সময় পর কাবাডি টেস্ট সিরিজে অংশ নিয়ে চমক দেখাল বাংলাদেশ। নেপালকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিজানুর রহমান ও রাজিবরা।

পল্টনে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য করে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত ৫৩-২৯ পয়েন্টে পরিণত হয়।

রবিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে। এরপর ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি হবে বাকি তিনটি ম্যাচ।

কাবাডি ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ হয়েছিল। ৫১ বছর পর নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে ফের কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ দলের হয়ে খেলছেন, মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন, লিটন আলী, রোমান, ফারদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহ-অধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন,আসাদুজ্জামান ও সাজিদুল চাকলাদার।

মন্তব্য

সম্পর্কিত খবর

তামিম-হৃদয়দের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তামিম-হৃদয়দের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি
তামিম ইকবাল। ফাইল ছবি

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে গত কদিন ধরেই নাটক শুরু হয়েছে। শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একটা সমাধান দিলেও তাতে নাটক শেষ বলে ধরে নেওয়া যাচ্ছে না। কেননা শোনা যাচ্ছে মোহামেডানের বর্তমান অধিনায়কের বিষয়েই নাকি আজ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল।

তামিমের ডাকেই আজ বিসিবিতে মোহামেডানের অনেকেই আসছেন।

হৃদয় তো আসছেনই সঙ্গে দেখা যায় মাহমুদ উল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেষ ও শরিফুল ইসলামদেরও। আসার পর নিজেদের মধ্যে দীর্ঘসময় আলোচনাও করেছেন তারা। এরপর নামাজ শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা বসেছেন তারা। আলোচনায় আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।
আলোচনা শেষেই বিস্তারিত জানা যাবে। 

গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসদাচরণের জন্য ৪ ডিমেরিট ও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান হৃদয়।

তার ওই প্রতিক্রিয়া আমলে নিয়ে নতুন করে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার জরিমানা করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয়। কিন্তু এক ম্যাচ পরেই মাঠে নামেন তিনি। তা নিয়েই পরে বড় ঝামেলার সৃষ্টি হয়।

হৃদয়ের শাস্তি কমানোয় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক।

এমন সিদ্ধান্তে পরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আর পরিচালনা করবেন না বলে বিসিবিকে চিঠি দেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বিসিবি। নিজেদের ভুল বুঝতে  পেরে পরে আম্পায়ার্স বিভাগ জানায়, আগের শাস্তি অনুযায়ী হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতেই হবে। 

কিন্তু গতকাল হঠাৎ করেই আজকের সংবাদ সম্মেলনের ডাক দেন তামিম। গত মাসে ডিপিএলের ম্যাচ খেলার সময় বিকেএসপিতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন মোহামেডানের মূল অধিনায়ক। তার অবর্তমানেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের ডাকে শুধু মোহামেডানের ক্রিকেটাররাই আসেননি অন্য দলেরও অনেকে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানি ও জিয়াউর রহমানরা।

মন্তব্য

আগামীকাল থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আগামীকাল থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি

২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। ৬টি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট। 

উদ্ধোধনী দিনে হবে তিনটি ম্যাচ। যেখানে জেটিআইয়ের মুখোমুখি হবে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক।

আরেক ম্যাচে গ্রামীণ ফোনের মুখোমুখি হবে পোয়েটিকজেম। অন্য ম্যাচে এইচএসবিসি ব্যাংকের মুখোমুখি হবে রবি।

গ্রুপ পর্বে প্রত্যেক দল ৫টি করে ম্যাচ খেলবে। যেখানে প্রত্যেক দল সবার মুখোমুখি হবে।

যেখান থেকে সেরা ৪ দল যাবে সেমিফাইনালে।  

২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টটির। সব ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে। 

মন্তব্য

রোনালদোর মালিকানাধীন ভায়োদলিদ লা লিগা থেকে অবনমিত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রোনালদোর মালিকানাধীন ভায়োদলিদ লা লিগা থেকে অবনমিত
রোনালদো।

ব্রাজিল কিংবদন্তি রোনালদোর মালিকানাধীন রিয়াল ভায়োদলিদ বৃহস্পতিবার রিয়াল বেটিসের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরে গিয়ে লা লিগা থেকে অবনমিত হয়েছে।

রোনালদোর অধীনে সাত বছরের মধ্যে এটি তৃতীয় অবনমন ভায়োদলিদের। শোনা যাচ্ছে রোনালদো বর্তমানে ক্লাবটি বিক্রির আলোচনা চালিয়ে যাচ্ছেন। ।

ক্লাবের সমর্থকেরা রোনালদোর উপস্থিতি ও মনোযোগের অভাব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।

পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে থাকা ভায়োদলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই হেরেছে এবং তাদের গোল পার্থক্য এখন মাইনাস ৫৭।

দুঃস্বপ্নের এই মৌসুমে দুজন কোচকে বরখাস্ত করেছে ক্লাবটি। কিন্তু মাঠের চিত্র বদলায়নি।

এরপর ফেব্রুয়ারিতে সাবেক ভায়োদলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেন।

রুবিও বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে আমরা ভালো করতে পারিনি।

এখন মর্যাদা নিয়ে মৌসুম শেষ করার চেষ্টা করতে হবে।’

ভায়োদলিদ ২০২০-২১ এবং ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে দুইবারই পরের মৌসুমে আবার প্রথম বিভাগে ফিরে আসে।

মন্তব্য

মারা গেলে হয়তো সহজ হতো, ভয়াবহ দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করলেন ফ্লিনটফ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মারা গেলে হয়তো সহজ হতো, ভয়াবহ দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করলেন ফ্লিনটফ
সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। ছবি : ইসিবি

সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। ২০২২ সালে টপ গিয়ারের শুটিং চলাকালীন এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এই সাবেক অলরাউন্ডার।  প্রায় তিন বছর আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ফ্লিনটফের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার পাঁজরের হাড় ভেঙে যায়।

সে সময়ের কথা মনে করে ফ্লিনটফ বলেছেন, প্রায় তিন বছর আগের প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনায় তিনি যদি ‘মারা যেতেন’ তাহলে তার জন্য এটি ‘অনেক সহজ’ হতো।

৪৭ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার সম্প্রতি ডিজনি ডকুমেন্টারি ‘ফ্লিনটফ’-এ প্রথমবারের মতো ভয়াবহ সেই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ডকুমেন্টারি ফ্লিনটফ বলেন, ‘দুর্ঘটনার পর মনে হয়েছিল আমার মুখটাই নেই। মনে হয়েছিল, আমি বেঁচে থাকার মতো অবস্থায় নেই। মনে হচ্ছিল, আমি যদি মারা যেতাম, তাহলে হয়তো এত কষ্ট হতো না।

ঘটনার সময় ফ্লিন্টফ চালাচ্ছিলেন একটি ওপেন-টপড মর্গান সুপার ৩ তিন-চাকার স্পোর্টস কার। এই খোলা ছাদের গাড়িটি ঘন্টায় ১৩০ মাইল পর্যন্ত যেতে পারে। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় ছিলেন না। চলন্ত অবস্থায় গাড়িটি উল্টে গেলে তার মুখে ও শরীরে গুরুতর আঘাত লাগে এবং একাধিক পাঁজরের হাড় ভেঙে যায়।

ফ্লিন্টফ বলেন, ‘আমার মাথায় আঘাত লাগে। আমার মুখ রানওয়ের উপর দিয়ে প্রায় ৫০ মিটার ধরে ঘষটে যায়। তখন আমার সবচেয়ে বড় ভয় ছিল, আমি ভাবছিলাম আমার মুখটাই নেই।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর মনে হয়েছিল আমার পক্ষে এই অবস্থা থেকে উঠে আসা সম্ভব না। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি বলতে, তখন আমার মনে হয়েছিল, আমি যদি মরে যেতাম, তাহলে অনেক সহজ হতো।

আমি আত্মহত্যা করতে চাইনি, কিন্তু মনে হচ্ছিল মৃত্যুই হয়তো সহজ পথ।’

দুর্ঘটনার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি যে দিনের পর দিন নিজের ঘর থেকে বের হতে পারতেন না।  ২০২৩ সালে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দিন তিনি এতটাই নার্ভাস ছিলেন যে ১০ বার চেষ্টার পর হোটেল রুম থেকে বের হতে পেরেছিলেন।

তিনি বলেন, ‘কার্ডিফে সেই দিন সকালে আমার ঘর থেকে বের হতে ১০ বার লেগেছে। আমি খুব উদ্বিগ্ন ও আতঙ্কিত ছিলাম।’

তিনি টপ গিয়ার ও ক্রিকেট খেলার সময় পাওয়া আঘাতগুলোর মধ্যে মিল টেনে বলেন, ‘খেলাধুলা ও টিভি শো—দুটোই একই রকম। এখানে আপনি শুধু একটি ‘পণ্য’... আমার সঙ্গে মাংসের টুকরোর মতো আচরণ করা হয়েছে বারবার! খেলার সময় যেমন ইনজেকশন দিয়ে মাঠে নামানো হতো, টিভিতেও তেমনই ব্যবহার করা হয়।’

দুর্ঘটনার পর বিবিসি টপ গিয়ার অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এবং ফ্লিনটফের সঙ্গে একটি আর্থিক সমঝোতায় পৌঁছায়।

তবে সব কষ্ট পেরিয়ে এখন ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন ফ্লিন্টফ। বর্তমানে তিনি ইংল্যান্ড লায়ন্স এবং নর্দার্ন সুপারচার্জার্স দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমি আগের মতো হবো না হয়তো, তবে অন্য রকম হবো। আমি ধীরে ধীরে ঠিক হচ্ছি।’

‘এখন আমি ভাবি, আগামীকাল সূর্য উঠবে, আমার সন্তানরা আমাকে জড়িয়ে ধরবে। আমি হয়তো এখন একটু ভালো জায়গায় আছি।’

১৯৯৮ থেকে ২০০৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট ম্যাচ খেলেন ফ্লিনটফ। ২০১০ সালে ৩১ বছর বয়সে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ