অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের
ছবি : মীর ফরিদ

প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।

অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা। 

আরো পড়ুন
পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

 

পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন,  ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।

এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি, আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।

‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।   

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।

ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।

মন্তব্য

সম্পর্কিত খবর

এএইচএফ কাপ হকি

দারুণ জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দারুণ জয়ে শুরু বাংলাদেশের
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন

দারুণ জয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।

বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এলো দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।

পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা। অবশেষে পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট।
৩০ মিনিটে কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। ৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পরের মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৩-১। ৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। ম্যাচ শেষের এক মিনিট আগে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।

আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।

মন্তব্য

বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান টি-টোয়েন্টি দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মাঝে নিজের মত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার মতে, এই দুই তারকা ব্যাটারকে ভুলভাবে ওপেনার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানি টকশো ‘জোশ জাগা দে’-তে ইউনিস দাবি করেন, এই জুটিকে উদ্বোধনীতে ব্যাট করতে দেওয়াটা ভুল সিদ্ধান্ত এবং তাদের মিডল অর্ডারে নামানো উচিত। ইউনিস বলেন, ‘বাবর ও রিজওয়ানের অবশ্যই টি-টোয়েন্টি দলে থাকা উচিত, কিন্তু ওপেনার হিসেবে নয়।

ওদের স্বাভাবিক খেলার ধরন মিডল অর্ডারের জন্য উপযোগী, যেখানে তারা ইনিংস গড়ে তুলতে ও দলকে স্থিতিশীলতা এনে দিতে পারে।’

গত কয়েক বছরে বাবর ও রিজওয়ান পাকিস্তানের সাদা বলের ফরম্যাটে ভরসার প্রতীক হয়ে উঠলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের তুলনামূলক ধীরগতির স্ট্রাইক রেট নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী সূচনার চাহিদার কারণে এই দুজনের তুলনামূলক কম স্ট্রাইক রেট সম্প্রতি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও সমালোচনার মাঝেও এই জুটি পরিসংখ্যানে এখনো শীর্ষে।

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাবর-রিজওয়ান একসঙ্গে ৭৩টি ম্যাচে ৩,৩০০ রান করেছেন — যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি পার্টনারশিপ রানের রেকর্ড। যার মধ্যে রয়েছে ১৫টি হাফসেঞ্চুরি এবং ১০টি সেঞ্চুরি পার্টনারশিপ। সর্বোচ্চ অপরাজিত জুটি –২০৩ রান।

ব্যক্তিগতভাবে, বাবর আজম টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১২৮ ম্যাচে ৪,২২৩ রান করেছেন তিনি। গড় ৩৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১২৯.২২। তার ঝুলিতে রয়েছে ৩৬টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি।

অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান ১০৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৩৪১৪ রান। তার গড় ৪৭.৪১ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৭, রয়েছে ৩০টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি।

ইউনিস খানের মতে, ব্যাটিং অর্ডারে এই পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আরো ভারসাম্য আসবে এবং বাবর-রিজওয়ানরা তাদের পূর্ণ সামর্থ্য দেখাতে পারবেন।

মন্তব্য

উইলিয়ামসনের চোখে আগামীর সেরা পাঁচ তারকা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
উইলিয়ামসনের চোখে আগামীর সেরা পাঁচ তারকা
কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এক সাক্ষাৎকারে বিশ্ব ক্রিকেটের পরবর্তী ‘ফ্যাব ফাইভ’ হিসেবে উঠে আসতে পারেন এমন পাঁচজন তরুণ খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। বর্তমান সময়ে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং উইলিয়ামসনের সমন্বয়ে গঠিত ‘ফ্যাব ফোর’-এর ভবিষ্যৎ প্রজন্ম কারা হতে পারেন, এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন চারজন নয়, বরং পাঁচজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের নাম বলেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংস দলে থাকলেও, উইলিয়ামসন এখন ভারতেআইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। সেখানেই এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই পাঁচজন তরুণ ক্রিকেটার আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে— যশস্বী জয়সওয়াল (ভারত), শুভমন গিল (ভারত), রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড) এবং ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।

উইলিয়ামসনের সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল। ভক্তদের সঙ্গে কথোপকথনে মজার একটি প্রশ্নের মুখোমুখি হন উইলিয়ামসন। তাকে বলা হয়—যদি তিনি অন্য কোনো ব্যাটারের একটি শট নিতে পারতেন, তাহলে কোনটি বেছে নিতেন? উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমি বিরাট কোহলির লেগ সাইডে খেলা ফ্লিক শটটি বেছে নিতাম। সেটা দারুণ স্টাইলিশ।

একই আলোচনায় উইলিয়ামসন নিজের ক্রিকেটজীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে বলেন,‘আমার ক্রিকেট আইডল ছিলেন শচীন টেন্ডুলকার। তিনি একজন কিংবদন্তি। এই ময়দানেই তিনি খেলতেন, এবং মাঝে মাঝে এখনো তাকে খেলতে দেখি।’

মন্তব্য

বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি হিসেবে আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে এস এম সুমন নির্বাচিত হয়েছেন। 

আজ (শুক্রবার) সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সকাল ১১ টায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব এটিএম সাইদুজ্জামান। 

সভা শেষে ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মো. শফিকুল করিম সাবু।

কার্যনির্বাহী কমিটিতে ১৩টি পদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 

কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জনাব রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), জনাব বর্ষণ কবির (এনটিভি) ও জনাব আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪ ডট কম) নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক জনাব আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)। নির্বাহী সদস্যের ৬ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জনাব জ্যোতির্ময় মন্ডল (দৈনিক যুগান্তর), জনাব রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), জনাব ইয়াসিন হাসান (রাব্বী) (রাইজিং বিডি), জনাব আতিফ আজম (দ্য ডেইল সান) ও জনাব মোঃ মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।

 

প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ শফিকুল করিম সাবু বলেন, ‘এবার নির্বাচন প্রক্রিয়া বেশ সংক্ষিপ্ত ছিল। নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ 

মন্তব্য

সর্বশেষ সংবাদ