পিএসএল অভিষেকে দ্যুতি ছড়ালেন রিশাদ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএল অভিষেকে দ্যুতি ছড়ালেন রিশাদ
রিশাদ হোসেন। ছবি : এক্স থেকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পান রিশাদ হোসেন। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন এই অলরাউন্ডার। 

প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাওয়া নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার বদলি হিসেবে সুযোগ পেয়ে ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করেন। কিন্তু তার সুযোগ কাছে লাগান বোলিংয়ে।

টানা ৪ ওভারের স্পেলে ৩১ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

তিন উইকেটের মধ্যে আছে লাহোরের বিপক্ষে বিস্ফোরক হয়ে উঠা রাইলি রুশোর উইকেটও। নিজের করা দ্বিতীয় ওভারে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন ১৯ বলে ৪৪ রান করা রুশোকে। রিশাদ ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে শিকার করেন আরো দুটি উইকেট।

প্রথম বলেই ফেরান মোহাম্মদ আমিরকে। চতুর্থ বলে রিশাদের শিকারে পারিণত হন আবরার আহমেদ।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ রান ও স্যাম বিলিংসের ৫০ রানে ৬ উইকেটে ২১৯ রান তোলে লাহোর কালান্দার্স। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৬.২ ওভারে গুটিয়ে যায় ১৪০ রানে।

৭৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাহোর।

অনেক আগেই অবশ্য বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে পারত রিশাদের। কেননা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু নানা জটিলতায় ২২ বছর বয়সী অলরাউন্ডারের দুটি লিগেই খেলা হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

জিম্বাবুয়ের কাছে হারকে বিব্রতকর বলছে বিসিবি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জিম্বাবুয়ের কাছে হারকে বিব্রতকর বলছে বিসিবি
জিম্বাবুয়ের কাছে হেরে কষ্ট পেয়েছেন ফাহিম। ছবি : কালের কণ্ঠ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হবে, এমনটা শোনার পরেই অনেক দর্শক-সমর্থক খুশি হয়েছিলেন। ঘরের মাঠে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখবেন বলে। কিন্তু সিরিজ শুরুর পর হতাশই হয়েছেন তারা।

সিলেট টেস্টে যে ৩ উইকেটের পরাজয় দেখেছে বাংলাদেশ।

যে দল সর্বশেষ ১০ টেস্টে জয় পায়নি তাদের কাছে হারটা স্বাভাবিকভাবেই পোড়াচ্ছে অনেককে। হতাশা লুকাতে পারেননি নাজমুল আবেদীন ফাহিমও। তাই তো জিম্বাবুয়ের কাছে হারকে দুঃখজনক ও বিব্রতকর বলে জানিয়েছেন বিসিবির পরিচালক।

আরো পড়ুন
শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

 

মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফাহিম বলেছেন, ‘কিছুটা কষ্টদায়ক।

কারণ আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’

সিলেটের উইকেট কিছুটা অপরিচিত বলে অভিজ্ঞ আর মানসম্মত খেলোয়াড় এমন পারফরম্যান্স করবেন তাতে হতাশ ফাহিম। বিসিবির পরিচালক বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব।

সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরো বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’

আরো পড়ুন
মৌসুম শেষেই লিস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

মৌসুম শেষেই লিস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

 

হতাশা প্রকাশ করলেও ফাহিম আশা করছেন দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদশ।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট খেলবে দুই দল। সেই টেস্টকে সামনে রেখে বিসিবি পরিচালক বলেছেন, ‘আশা করব এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমাদের ফিরে আসতেই হবে। আমাদের ক্যাপাসিটি কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরও অনুভব করতে হবে তারা নিজেদের নিয়ে কিভাবে এবং কী স্বপ্ন দেখে। জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, দিনশেষে দলটা তাদের। তাদের সে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে, শুধু খেলোয়াড় না আমাদের সবার জন্য।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে
সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হবে হামজার। ছবি : কালের কণ্ঠ

বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডারের ম্যাচ ঘরের মাঠে দেখতে দর্শকরা হুমড়ি খাবেন, এমনটা আশা করা হচ্ছে। সঙ্গে আরো বেশ কজন প্রবাসী ফুটবলারের পরের ম্যাচে খেলার কথা রয়েছে।

সব মিলিয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য টিকিটের ওপর চাপ পড়বেই।

এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাফুফেও। দর্শক-সমর্থকরা খেলা দেখতে আবারও মাঠে আসুক সে জন্য ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করতে চায় বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আরো পড়ুন
শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

 

সেই লক্ষ্যেই আজ বাফুফের কম্পিটিশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও।

বৈঠক শেষে কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেছেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এ জন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে।
বাফুফেও সেই পথে হাটতে চায়, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

আরো পড়ুন
মৌসুম শেষেই লেস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

মৌসুম শেষেই লেস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

 

ভারতের বিপক্ষে গত মাসে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হলেও ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচ দিয়েই হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ১৮০০০ হাজারের বেশি টিকিট অনলাইনে বিক্রি করতে চায় বাফুফে। তাজওয়ার বলেছেন, ‘সাধারণ গ্যালারিতে দর্শকদের জন্য প্রায় ১৮,৩০০টি টিকিট পাওয়া যাবে।

আমরা অনলাইনেও টিকিট বিক্রি করতে চাই এবং মার্কেটিং কমিটি বাফুফের সাথে আলোচনার পর টিকিটের দাম নির্ধারণ করা হবে।’

বর্তমানে সংস্কার কাজ চলছে স্টেডিয়ামটির। জুনের আগেই কাজ শেষ হবে বলে জানা গেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বার্সার ট্রেবল পুরণে বাধা ইন্টার এবং মাদ্রিদ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বার্সার ট্রেবল পুরণে বাধা ইন্টার এবং মাদ্রিদ (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

মেস কে উন ক্লাব অথাৎ মোর দ্যান এ ক্লাব বলা হচ্ছিলো ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্লাবের কথা। ফুটবল ডি ক্লাব বার্সেলোনা। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল বার্সেলোনা যেনো হান্সি ফ্লিকের আন্ডারে বদলে গেছে সেই ২০১৫ সালের মতো। বার্সার এই সিজনে ট্রেবলের দেখা পেতে হলে উতরাতে হবে কিছু জিনিস।

লা-লীগায় বর্তমানে টেবিল টপার বার্সেলোনা। ৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট মিয়ে আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে একই ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৬৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। এখনো স্পষ্ট নয় কে হবে এবারের লা-লীগা টাইটেল হোল্ডার।

বার্সার যদি পচা শামুকে পা না কাটে তাহলে রিয়ালের বিপক্ষে জিতেই বার্সা করবে লা-লীগা জয়ের পর বুনো উল্লাস। আগামী ১১ মে লা-লীগার গুরুত্বপুর্ণ ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা সেই ম্যাচ বার্সা জিতে গেলেই কোনো বাধা থাকবে না লা-লিগার জন্য। 

লা-লীগার পর আসে কোপা দেলরে। দীর্ঘ ১১ বছর পর কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল।

আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে এই মৌসুমের শেষ দুই ম্যাচে বার্সার বিপক্ষে তিক্ত স্বাদ আছে কর্তোয়া এম্বাপ্পেদের। এবারের কোপার ফাইনালে বার্সার বিপক্ষে অনেকটা সেই আগের স্মৃতি নিয়েই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
 

প্রাসঙ্গিক
মন্তব্য

মৌসুম শেষেই লিস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মৌসুম শেষেই লিস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি
মৌসুম শেষেই লেস্টার সিটি ছাড়ছেন ভার্ডি। ছবি : ভার্ডির এক্স থেকে

সম্পর্কটা হয়তো আরো দীর্ঘ হতো। কিন্তু একটা ধাক্কা সব শেষ করে দিল। তাই লিস্টার সিটির সঙ্গে সম্পর্কটা ছিন্নই করতে হচ্ছে জেমি ভার্ডিকে। দীর্ঘ ১৩ বছরের পথচলা থামানোর ঘোষণা আজ দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।

প্রিমিয়ার লিগ থেকে লিস্টার সিটির অবনমন হওয়ার পরেই এই ঘোষণা দিলেন ভার্ডি। মৌসুম শেষেই প্রিয় ক্লাব ছাড়বেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। বাস্তবতাকে মেনে নিয়েই সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেছেন, ‘হতাশা নিয়েই লিস্টার সিটির ভক্তদের জানাচ্ছি যে, দিনটা আজ এসে গেছে। যদিও আমি জানতাম কোনো একদিন আসবেই।

অবশেষে দিনটি এসেই গেছে। যা মনে করে আমি বিধ্বস্ত। তবে মনে করি, বিদায় বলার এটাই সঠিক সময়।’

আরো পড়ুন
শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

শান্তদের বিশ্বাস করে যেন ভুলই করেছেন সিমন্স

 

বিদায় বেলায় লিস্টার সিটিতে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেছেন ভার্ডি।

সঙ্গে জানিয়েছেন, ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও সব সময় লিস্টার তার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে। ইংল্যান্ডের ফরোয়ার্ড বলেছেন, ‘ক্লাবের হয়ে কাটানো ১৩ বছর অবিশ্বাস্য ছিল। অনেক উত্থানের সঙ্গে পতনও ছিল। তবে সাফল্যের হারই বেশি। আমাদের হৃদয়ের বিশাল এক জায়গাজুড়েই থাকবে লেস্টার।

২০১২ সালে লেস্টারে যোগ দেন ভার্ডি। যোগ দেওয়ার ৪ বছরের মাথায় ইতিহাসের সাক্ষী হন তিনি। ক্লাব ইতিহাসে ২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় লিস্টার সিটি। লিস্টারের রূপকথার গল্প লেখার মৌসুমে কোচ ক্লদিও রানিয়েরির তুরুপের তাস ভার্ডিই ছিলেন। ২৪ গোল করে চ্যাম্পিয়নের মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। পরে ২০২১ সালে ক্লাবের প্রথমবার এফএ কাপ জয়ের নায়ক ছিলেন এই ফরোয়ার্ড।

আরো পড়ুন
‘পর্তুগিজ রোনালদো নন, ব্রাজিলের রোনালদোই সেরা’

‘পর্তুগিজ রোনালদো নন, ব্রাজিলের রোনালদোই সেরা’

 

দীর্ঘ ১৩ বছরে লিস্টারের হয়ে ৪৯৬ ম্যাচ খেলেছেন ভার্ডি। গোল করেছেন ১৯৮টি। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। সঙ্গে ৬৯ গোলে সহায়তাও করেছেন ক্লাবের কিংবদন্তি। এর মধ্যে লিগে ১৪৩ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ