সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত সপ্তাহে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোরা। লা লিগাতেও শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা—শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে, হাতে মাত্র পাঁচটি ম্যাচ।
এর মাঝেই সামনে আরো একটি বড় পরীক্ষা।
আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে আনচেলোত্তির শিষ্যরা। মৌসুম বাঁচাতে এই ফাইনালই এখন রিয়ালের বড় ভরসা।
আরো পড়ুন
উদযাপন করতে গিয়ে সতীর্থকে চড়, উদ্ভট কাণ্ড ঘটালেন পাকিস্তানি বোলার
ম্যাচটি একে তো ফাইনাল, তারওপর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই মৌসুমে এখন পর্যন্ত মুখোমুখি দুবারের দেখায় বার্সেলোনার কাছে ধরাশায়ী হয়েছে কার্লো আনেচেলোত্তির দল।
৯ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে দুবার। তাই কোপা দেল রে’র এই ফাইনাল রিয়ালের জন্য শুধু ট্রফির লড়াই নয়, ঘুরে দাঁড়ানোরও বড় সুযোগ।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেতে হলো মাদ্রিদকে।
গেতাফের বিপক্ষে গত রাতে লা লিগা ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
এই চোটে তারা ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলোত্তি বলেন, ‘উভয়েরই (আলাবা-কামাভিঙ্গা) পেশিতে চোট লেগেছে। মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছি, তবে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা খুবই কম।’
আরো পড়ুন
গুলেরের গোলে শিরোপার লড়াই জমিয়ে রাখল রিয়াল
এর মধ্যেই কিলিয়ান এমবাপ্পে ও ফেরলান্দ মেন্ডির অনুপস্থিতি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। সেই তালিকায় নতুন করে যুক্ত হওয়া আলাবা ও ক্যামাভিঙ্গার ইনজুরি—ফাইনালের আগে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল কোচের জন্য।
এই পরিস্থিতিতে বাধ্য হয়েই আনচেলোত্তিকে বিকল্প পরিকল্পনার দিকে তাকাতে হচ্ছে। বাম ডিফেন্সে দেখা যেতে পারে তরুণ ডিফেন্ডার ফ্রান গার্সিয়াকে। তবে তার কাজটা সহজ হবে না মোটেও—ফাইনালে তাকে থামাতে হবে বার্সেলোনার ১৭ বছর বয়সী বিস্ময় বালক, দারুণ ফর্মে থাকা লামিন ইয়ামালকে।