ভ্রমণের সঙ্গে মজার অভিজ্ঞতা ওতপ্রোতভাবে জড়িত। কখনো রাস্তায়, কখনো বা ভ্রমণস্থলে ঘটে যায় এমন কিছু ঘটনা, যা মনে থাকলে অনিচ্ছাসত্ত্বেও মুখে হাসি চলে আসে। শুধু সাধারণ মানুষই নন, বিখ্যাতরাও এই ধরনের অভিজ্ঞতা থেকে বাদ যান না। চলুন, জেনে নিই এমনই কিছু বিখ্যাত ব্যক্তির ভ্রমণকালীন মজার ঘটনা।
‘শহর’
রবীন্দ্রনাথ ঠাকুর
চীন সফরের সময় চীনা কর্তৃপক্ষ বিশেষভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ মাথায় রেখে বাংলাদেশ থেকে আম আনান। কিন্তু সেই সময় এত উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না। ফলে আমগুলো চীনে পৌঁছানোর আগেই শুকিয়ে গিয়েছিল। চীনারা আম কীভাবে দেখতে হয় তা না জানায়, তারা শুকনো সেই আম কবিগুরুকে খেতে দিয়ে বেশ খুশি হয়।
কবিগুরু মুখে কিছু না বলেই খেয়ে ফেলেন। পরে তাঁর সফরসঙ্গী জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘আম খেতে খেতে মনে হচ্ছিল এক রবীন্দ্রনাথ আরেক রবীন্দ্রনাথের দাঁড়িতে তেতুল-গুঁড় মেখে খাচ্ছে।’
বিজ্ঞানী আইনস্টাইন
যুক্তরাষ্ট্র সফরে জাহাজ থেকে নামার পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন আইনস্টাইন। একজন মজা করে জিজ্ঞাসা করেন, ‘মেয়েরা আপনাকে এত পছন্দ করে কেন?’
আইনস্টাইন হেসে জবাব দেন, ‘মেয়েরা সব সময় লেটেস্ট ফ্যাশন পছন্দ করে।
আর এই বছরের ফ্যাশন হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। তাই আমাকে ওটার অংশ হতে হয়েছে।’
জওহরলাল নেহেরু ও ক্রুশেভ
ভারত সফরে এসে এক ভারতীয়কে রাস্তার পাশে প্রস্রাব করতে দেখে ক্রুশেভ মন্তব্য করেন, ইন্ডিয়ানরা একেবারে অসভ্য। নেহেরু লজ্জিত হলেও সঙ্গে সঙ্গেই জবাব দেননি। এর কিছুদিন পর নেহেরু যান মস্কো সফরে।
এবার এক রাশিয়ান নাগরিককে রাস্তার পাশে একইভাবে দেখে নেহেরু চুপচাপ মুচকি হাসতে থাকেন। বিরক্ত হয়ে ক্রুশেভ ঐ ব্যক্তিকে ডাকেন, ‘তুমি কে?’ লোকটি উত্তর দেয়, ‘স্যার, আমি ভারতীয় দূতাবাসের কর্মচারী।’
মোহাম্মদ আলি
নিউইয়র্কে এক অনুষ্ঠানে আলির সঙ্গে দেখা হয় বিখ্যাত ভায়োলিনবাদক আইজ্যাক স্টানের। স্টান বলেন, ‘আমরা দুজনই হাত দিয়ে জীবিকা চালাই।’ আলি হেসে জবাব দেন, আপনিই ভালো আছেন, আপনার শরীরে আঘাতের চিহ্ন তো নেই।
একবার বিমানে ওঠার সময় বিমানবালা আলিকে সিটবেল্ট বাঁধতে বলেন। আলি মজা করে বলেন, ‘সুপারম্যানের সিটবেল্ট লাগে না।’ বিমানবালা জবাবে বলে, তবে সুপারম্যানদের তো বিমানে উঠারও দরকার হয় না।
বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু মিত্র
দীনবন্ধু মিত্র একবার আসাম থেকে বঙ্কিমচন্দ্রকে উপহার হিসেবে জোড়া জুতা পাঠান। সাথে চিরকুটে লেখেন, ‘জুতো কেমন হয়েছে জানিও।’
বঙ্কিমচন্দ্র চিরকুটটি পড়ে মজার উত্তর পাঠান, ‘ঠিক তোমার মুখের মতো।’
কাজী নজরুল ইসলাম
সিরাজগঞ্জে এক বন্ধুর বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন নজরুল। খাওয়ার পরে দই খাওয়ানো হয়, কিন্তু সেটি ছিল পুরনো ও তেঁতো। নজরুল রসিকতা করে বলেন, ‘তুমি কি এই দই তেঁতুলগাছ থেকে পেড়ে এনেছো?’
বিখ্যাত মানুষদের জীবনের গম্ভীরতা যতটা, তাঁদের রসবোধও ততটাই প্রখর। এসব ছোট ছোট ঘটনা আমাদের প্রিয় মানুষদের আরও কাছের করে তোলে।
সূত্র : ভ্রমণ গাইড