সমহারে শুল্কনীতি চালু করছেন ট্রাম্প, কতটা বিপদে পড়বে ভারত

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
সমহারে শুল্কনীতি চালু করছেন ট্রাম্প, কতটা বিপদে পড়বে ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি : এএফপি

মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, কানাডা, ইইউসহ বেশ কয়েকটি দেশের নাম করে বলেছেন, ‘আমরা ওদের পণ্যের ওপর যে শুল্ক বসিয়েছি, তার থেকে অনেক বেশি শুল্ক ওরা আমাদের পণ্যের ওপর বসিয়েছে। এটা অত্যন্ত অন্যায্য ব্যবস্থা।’

ট্রাম্প আরো বলেছেন, ‘ভারত তো আমাদের তুলনায় ১০০ শতাংশের বেশি শুল্ক বসিয়ে রেখেছে। চীন দ্বিগুণ শুল্ক বসিয়েছে, দক্ষিণ কোরিয়ার শুল্ক চার গুণ বেশি।

আগামী ২ এপ্রিল থেকে ওরা যে হারে আমাদের পণ্যের ওপর মাসুল বসিয়ে রেখেছে, আমরাও একই হারে বসাব। ওরা যদি আমাদের পণ্য ওদের বাজারে ঢুকতে না দেয়, তাহলে আমরাও দেব না। ১ এপ্রিল থেকে করছি না। কারণ, মনে হতে পারে, আমি এপ্রিল ফুল করছি, বোকা বানাচ্ছি।
তাই ২ এপ্রিল থেকে সমহারে শুল্ক চালু হবে।’

আরো পড়ুন
ট্রাম্পের শুল্কারোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত?

ট্রাম্পের শুল্কারোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত?

 

ভারতের ওপর কী প্রভাব পড়বে
রেটিং এজেন্সি মুডিজের প্রতিবেদন অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের ওপর ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

প্রতিবেদন বলছে, ভারতের খাবার, বস্ত্র ও ওষুধ শিল্প বিপদে পড়তে পারে। যেসব ভারতীয় সংস্থা মার্কিন বাজারের ওপর নির্ভরশীল তারা বিপাকে পড়বে।

তাদের মতে, এর ফলে ভারতীয় মুদ্রার ওপর চাপ বাড়বে, মার্কিন ডলার শক্তিশালী হবে। আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের হাতে খুব বেশি বিকল্প থাকবে না।

কোথায় চাপে পড়তে পারে ভারত
যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ পণ্যের ওপর ভারত ৫ শতাংশ হারে শুল্ক বসিয়েছে। ফলে সেই সব জিনিসের ওপর সমহারে শুল্ক বসানোর নীতিতে ভারতের কোনো অসুবিধা হবে না। কিন্তু পোশাক, বস্ত্রশিল্প, চটি-জুতার ওপর যুক্তরাষ্ট্র যদি ১৫ থেকে ৩৫ শতাংশ শুল্ক বসায়, তাহলে ভারতের অসুবিধা হবে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি প্রতিটি জিনিস আলাদা করে বেছে নিয়ে সমহারে শুল্ক বসায়, তাহলে অনেক ক্ষেত্রে ভারতের কোনো অসুবিধা হবে না। ভারতের মতো যুক্তরাষ্ট্র যদি অ্যাভোকাডোর ওপর উচ্চ হারে শুল্ক বসায়, তাহলে নয়াদিল্লির কিছু এসে যাবে না। কারণ ভারত সেভাবে অ্যাভাকাডো আমদানি করে না। তারা যদি ক্ষেত্র অনুসারে শুল্ক বসায় এবং সব কৃষিজ জিনিসের ওপর উচ্চ হারে শুল্ক বসায়, তাহলে ভারতের ক্ষতি হবে। তখন ভারতকে হয় যুক্তরাষ্ট্রের জিনিসের ওপর শুল্ক কমাতে হবে অথবা পাল্টা কোনো ব্যবস্থা নিতে হবে।’

অর্থনীতিবিষয়ক প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী ডিডব্লিউকে বলেন, ‘যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় রপ্তানির জায়গাগুলোর মধ্যে একটি। ফলে সমহারে শুল্ক বসানোর নীতির ফলে ভারতের রপ্তানি ধাক্কা খাবে।’

তিনি আরো বলেন, ‘জানুয়ারিতে বিদেশি অর্থলগ্নি সংস্থাগুলো শেয়ারবাজার থেকে ৭৮ হাজার কোটি রুপি তুলে নিয়েছে। ফেব্রুয়ারিতে তোলা হয়েছে ২৮ হাজার কোটি রুপির মতো। ফলে শেয়ারবাজার রীতিমতো চাপে আছে। ট্রাম্পের এই ঘোষণার প্রভাব সেখানেও পড়তে পারে।’

ভারতীয়-মার্কিন বাণিজ্য চুক্তি
এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন যুক্তরাষ্ট্রে সফর করছেন। তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন।

ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কাশ্যপ বলেছেন, ‘আমরা আশা করি, এই আলোচনা সফল হবে। এই বাণিজ্য চুক্তি অনেক দিন ধরেই বকেয়া আছে। এর ফলে বিশ্বের দুটি বড় অর্থনীতির দেশ কাছাকাছি আসতে পারবে।’

তিনি আরো জানিয়েছেন, মার্কিন বাণিজ্যের মাত্র আড়াই শতাংশ ভারতের সঙ্গে হয়। এর পরিমাণ বাড়া দরকার। একটা লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে হবে। দুই দেশ একে অপরের বাজারে যাতে অবাধে ঢুকতে পারে, সেই ব্যবস্থা থাকা দরকার।

অন্যদিকে জয়ন্ত বলেন, ‘নতুন বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের ওপর চাপ বেশি থাকবে। যুক্তরাষ্ট্র তাদের শর্ত বেশি করে চাপাতে চাইবে। ভারতকে তখন ট্রাম্পের অনেক দাবি মেনে নিতে হতে পারে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না : ট্রাম্প

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না : ট্রাম্প
ছবিসূত্র : এএফপি

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ ডনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিতে রাজি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাতে বাধা দিচ্ছেন বলে ট্রাম্পের অভিযোগ।

তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, জেলেনস্কির জন্যই যুদ্ধ বন্ধ করাটা কঠিন হয়ে পড়েছে।

এর আগে জেলেনস্কি জানিয়ে দেন, তিনি কিছুতেই ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকার করবেন না। মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকৃতি দেয়ার কথা আছে।

ট্রাম্প বলেছেন, `আমি মনে করি, আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছি, কিন্তু জেলেনস্কির সঙ্গে তা হয়নি। আমি মনে করেছিলাম, জেলেনস্কির সঙ্গে মতৈক্যে পৌঁছানো সহজ হবে।

কিন্তু এটা অনেক কঠিন হচ্ছে।’

ট্রাম্প আরো বলেছেন, ‘আমি মনে করি, এরপরেও চুক্তি হবে। কারণ, আমি এই চুক্তি চাই, আর এজন্য অনেক অর্থব্য়য় করেছি। তাছাড়া মানবিকতার জন্য এটা দরকার।

’ ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্রাইমিয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করতে চাই। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো পক্ষকেই আমি বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাই না।’

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ''ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। তার ধৈর্য কমে আসছে।

তিনি চান, ইউক্রেনে মত্যু বন্ধ হোক। কিন্তু দুই পক্ষকেই এই বিষয়ে উদ্যোগী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্টো পথে হাঁটছেন।'' 

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্র ইউক্রেনের অখণ্ডতা রক্ষার বিষয়ে দায়বদ্ধ থাকবে।’ লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেন সবসময় তার সংবিধান অনুসারে চলবে। আমি নিশ্চিত, আমাদের সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এই বিষয়টি মনে রেখেই কঠোর সিদ্ধান্ত নেবে।’ 

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছিলেন, শান্তিপ্রতিষ্ঠার জন্য মার্কিন পরিকল্পনার মধ্যে এটা আছে যে, ক্রাইমিয়াসহ রাশিয়া যে এলাকা দখল করেছে, তা তাদের অধিকারে থাকবে। 

কিয়েভ, খারকিভে রাশিয়ার হামলা

কিয়েভ ও খারকিভে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, কিয়েভে নানান দিক থেকে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। বাড়ি, গ্যারাজ, গাড়িসহ বেসামরিক পরিকাঠামোর ওপর আক্রমণ করা হয়েছে।

কিয়েভের মেয়র বলেছেন, অন্ততপক্ষে দুইজন মারা গেছেন, ছয় শিশুসহ ৫৪ জন আহত হয়েছেন। দাবি করা হয়েছে, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু হামলা প্রতিহত করতে পেরেছে। কিন্তু রাশিয়া আবার হামলা করতে পারে বলে তারা মনে করছেন। আবাসিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। 

খারকিভের মেয়র জানিয়েছেন, গতরাতে সেখানে সাতটি রকেট আছড়ে পড়ে। তবে তিনি ক্ষয়ক্ষতির কোনো খবর দেননি। একদিন আগেই রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে আক্রমণ করেছিল।
 

মন্তব্য

দুবাইয়ের তুলনায় বাংলাদেশে সোনার দাম বেশি কেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুবাইয়ের তুলনায় বাংলাদেশে সোনার দাম বেশি কেন

বাংলাদেশে আবারও সোনার দাম বেড়েছে। দাম এতটাই বেড়েছে যে, তা আন্তর্জাতিক বাজারের দামের চেয়েও অনেক বেশি। আর এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও চিন্তায় পড়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই দামের পার্থক্য নতুন কিছু নয়।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সোনার দাম একটানা বেড়েই চলেছে। এর পেছনে মূল কারণ—দেশের অভ্যন্তরীণ চাহিদা আর বৈধ পথে সোনার সরবরাহের মধ্যে বড় ফারাক। বৈধভাবে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে স্থানীয় উৎসের ওপর নির্ভর করছেন।
অনেক উৎস বৈধ নয়। ফলে বাজারে ঠিকঠাক নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ হাজার ৪১৪ মার্কিন ডলার। তুলনামূলকভাবে ভারতে এই পরিমাণ সোনার দাম ১ হাজার ১৮৯ ডলার আর দুবাইয়ে ১ হাজার ১৩৭ ডলার।

বাংলাদেশি টাকায় হিসাব করলে, দেশে প্রতি ভরি সোনার দাম এখন প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। অথচ ভারতে একই ভরি সোনা প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকায় পাওয়া যায়, আর দুবাইয়ে সেটি আরও কম—প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।

চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম, এ কারণে সোনার দাম বাড়ছে হু-হু করে। অনেকেই সোনা সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে নিয়ম না মেনে কাজ করছেন, এতে সমস্যা আরো বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও তার স্ত্রী, সন্তানসহ নিহত ৪৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও তার স্ত্রী, সন্তানসহ নিহত ৪৫
ছবিসূত্র : এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে টার্গেট করে চালানো হয়েছে এই হামলা। গত ২৪ ঘণ্টারও কম সময়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন, যাদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, তার স্ত্রী ও সন্তান। 

আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়, বুধবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু হয়।

এতে বহু বাসিন্দা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরার সংবাদদাতা জানান, গাজা সিটির উত্তরের শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন আল-আকসা রেডিওর সাংবাদিক সাঈদ আবু হাসানাইন।

মধ্য গাজার দেইর এল-বালাহ অঞ্চলে তাঁবুতে অবস্থান করার সময় বোমা হামলায় তিনি, তার স্ত্রী ও কন্যা প্রাণ হারান।

সাত মাসের বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে অভ্যুত্থানমূলক হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

যদিও চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। 

মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু। গাজায় চলমান এই সহিংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস যুক্তরাষ্ট্র-চীনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস যুক্তরাষ্ট্র-চীনের

চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু মন্তব্যে দুই দেশের শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। গতকাল বুধবার এএফপির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়।

চীন গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার দুয়ার খোলা। এর এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানিতে আরোপিত শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ কমানোর দিকে ইঙ্গিত দেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ের এক দৈনিক সংবাদ সম্মেলনে গতকাল বলেন, ‘চীন আরো আগেই উল্লেখ করেছে যে শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার দরজা খোলা আছে।’

এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘শুল্ক আরোপের উদ্যোগ সব দেশের স্বার্থ পরিপন্থী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে শি মন্তব্য করেন, বাণিজ্যযুদ্ধ সব দেশের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার ক্ষতি করে এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।

এমন সময় শি এই মন্তব্য করলেন যখন বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক কার্যত স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বেইজিং-ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে একে অন্যের রপ্তানি পণ্যের ওপর শাস্তিমূলক ও অযৌক্তিক শুল্ক আরোপ করেছে।

চীন থেকে আসা বেশির ভাগ পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। অন্যদিকে চীনও মার্কিন পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

দুই পরাশক্তির এই বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ২.৮ শতাংশ করেছে। তবে গতকাল ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর বৈশ্বিক পুঁজিবাজারে খানিকটা স্বস্তি ফিরে এসেছে। ট্রাম্প এবং তাঁর কর্মকর্তাদের বক্তব্যে শিগগিরই বেইজিং-ওয়াশিংটন বাণিজ্যচুক্তির আভাস পেয়েছেন বিশ্লেষকরা।

গত মঙ্গলবার বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি আশা করছেন, উভয় পক্ষ শিগগিরই বাণিজ্যচুক্তি করবে।

বেসেন্টের মন্তব্যের পর ট্রাম্প স্বীকার করেন, চীনের আমদানি পণ্যে আরোপ করা শুল্ক ‘অনেক বেশি’ এবং শিগগিরই ‘এটা উল্লেখযোগ্য আকারে কমে আসবে’। তখন (শুল্ক) বর্তমান হারের ধারেকাছেও থাকবে না বলে যোগ করেন ট্রাম্প। ট্রাম্প আরো বলেন, ‘তবে এই শুল্ক একেবারে শূন্যতেও নেমে আসবে না। পরিশেষে তাদের চুক্তিতে আসতেই হবে, কারণ চুক্তি না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না।’

এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো জানান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করারও কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে তিনি চান জেরোম পাওয়েল সুদ হার কমিয়ে দিক। গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জেরোম পাওয়েলকে ‘মিস্টার টু লেট’ অভিহিত করে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে এখনই সুদহার কমানো উচিত।

আরো পড়ুন
কবরস্থানে মসজিদ-মাদরাসা নির্মাণ করা যাবে?

কবরস্থানে মসজিদ-মাদরাসা নির্মাণ করা যাবে?

 

ট্রাম্পের এই মন্তব্যের পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো বেড়ে যায়। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের সময় বেসেন্টের এই মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো চাঙ্গা হয়। এ ছাড়া গতকাল এশিয়ার প্রধান স্টক এক্সচেঞ্জগুলোও ছিল ঊর্ধ্বমুখী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ