তুরস্ক-দক্ষিণ কোরিয়া থেকে ডিম কিনবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তুরস্ক-দক্ষিণ কোরিয়া থেকে ডিম কিনবে যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য ডিমের সর্বোচ্চ দামের চাপ কমাতে আরো কয়েক দেশের সঙ্গেও আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সাংবাদিকদের বলেছেন, স্বল্প মেয়াদে আমরা শত শত মিলিয়ন ডিম আমদানি করব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি সত্ত্বেও গত এক বছরে ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে।

খবর বিবিসির।

এ বছর আরো ৪১ শতাংশ দাম বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু মোকাবেলায় এক বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্ড ফ্লুর কারণে এরই মধ্যে মার্কিন কৃষকরা কোটি কোটি মুরগি মারতে বাধ্য হয়েছেন।

এমন সময়ে ডিম আমদানির পরিকল্পনার কথা জানা গেল।

গত ফেব্রুয়ারিতে মার্কিন কৃষি বিভাগ ডিমের মূল্য নিয়ন্ত্রণে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করে। এক বিলিয়ন ডলারের সেই পরিকল্পনায় ৫০০ মিলিয়ন ডলার বায়োসিকিউরিটি ব্যবস্থার জন্য, ১০০ মিলিয়ন ডলার ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য এবং ৪০০ মিলিয়ন ডলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়।

কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানান, তার বিভাগ আরো কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে নতুন ডিম সরবরাহ নিশ্চিত করতে।

তবে নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি তিনি।

রোলিন্স বলেন, ‘আমাদের মুরগির সংখ্যা যখন আবারও বাড়বে এবং ডিম উৎপাদন শিল্প পুরোপুরি সচল হবে, তখন আমাদের নিজস্ব উৎপাদিত ডিম বাজারে নিয়ে আসতে পারব। কয়েক মাসের মধ্যেই ডিম উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে আশা করছি।’

আরো পড়ুন
আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান

আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান

 

এদিকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার পোলট্রি সংগঠনগুলো বলেছে, মার্কিন দূতাবাসগুলো তাদের সঙ্গে সম্ভাব্য ডিম রপ্তানি সম্পর্কে যোগাযোগ করেছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

লন্ডনে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বৈঠকে থাকছেন না রুবিও

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
লন্ডনে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বৈঠকে থাকছেন না রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : এএফপি

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বুধবার লন্ডনে বিশেষ বৈঠকে বসছে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে যুক্তরাষ্ট্রেরও যোগ দেওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র ওই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রুবিও জানিয়েছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

বিশেষ কারণে তিনি ওই বৈঠকে যোগ দিতে পারছেন না।

এক্স হ্যান্ডেলে রুবিও লিখেছেন, ‘বৈঠকে যোগ দিতে না পারলেও সেখানে কী আলোচনা হয়, সেদিকে নজর রাখব। আগামী মাসেই যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করবো। এই বৈঠক ফলপ্রসূ হোক, এটাই কামনা করি।

রুবিও না থাকলেও হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি জেনারেল কেইথ কেলগ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রুবিওর লন্ডনে না যাওয়ার পিছনে কোনো কূটনৈতিক কারণ নেই। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।

বস্তুত, রবিবারই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই সপ্তাহেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হবে বলে তিনি আশাবাদী।

গত সপ্তাহে এমনই একটি বৈঠক হয়েছিল ফ্রান্সে। সেখানেই সিদ্ধান্ত হয়, এই সপ্তাহে বৈঠক হবে লন্ডনে।

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংঘর্ষ-বিরতি শুরু হলে তিনি রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত। তবে রাশিয়া সংঘর্ষ-বিরতি না মানলে তিনি আলোচনার টেবিলে বসবেন না। 

তবে একইসঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, ‘সব বিষয়ে দ্রুত সহমত হওয়া সম্ভব নয়।

অনেকগুলো বিষয় আছে যা অত্যন্ত জটিল।’ জেলেনস্কির বক্তব্য, এর মধ্যে রাশিয়ার দখল করে নেওয়া জমির বিষয় আছে, নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় আছে এবং সর্বোপরি ন্যাটোয় ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়টিও আছে।

বুধবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরাও যোগ দেবেন। মঙ্গলবার এই সকল বিষয় উল্লেখ করে জেলেনস্কিও একটি টুইট করেছেন।

আরো পড়ুন
কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা

কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা

 

জেলেনস্কি একইসঙ্গে জানিয়েছেন, নতুন সামরিক সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আর নতুন করে কোনো আলোচনা হয়নি। লন্ডনের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হবে না বলেই জানিয়েছেন তিনি। তবে চলতি সপ্তাহে পোপ ফ্রান্সিসের অন্তিমযাত্রায় তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হওয়ার কথা। সেখানে এ বিষয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনে লাগাতার হামলা

এদিকে ইউক্রেনে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে রাশিয়া। জাপোরিঝঝিয়া রাশিয়ার গাইডেড বোমার আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ২৪। এ ছাড়া একজন ৬৯ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। একটি বোমা একটি বাড়িতে এসে লাগে বলে জানা গেছে। অন্যটি একটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে। কোনো জায়গাতেই মানুষ পালানোর সুযোগ পায়নি।

একটি ছবিতে দেখা যায়, একটি বাড়ির একদিকের দেওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে এবং রক্তাক্ত এক ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মেডিক্যাল টিম। ওডেসাতেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন। রাশিয়ার বাহিনী কুরস্ক এবং দনেৎস্কের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

মন্তব্য

মাত্র ৭ দিন আগে বিয়ে, কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন নৌ-কর্মকর্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাত্র ৭ দিন আগে বিয়ে, কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন নৌ-কর্মকর্তা
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত নৌ-কর্মকর্তা বিনয় নারওয়াল। ছবি : এক্স থেকে নেওয়া।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশজুড়ে নেমে এসেছে শোক। উত্তরপ্রদেশের কানপুর থেকে মহারাষ্ট্রের পানভেল—দেশের নানা প্রান্তের মানুষ এই ঘটনায় প্রিয়জন হারিয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যটকদের একটি দলের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। 

কর্তৃপক্ষ একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে। হামলাটি হয়েছে পহেলগামে, যা সড়কপথে প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী।

হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়। 

অনেক তরুণ-তরুণীর জীবন থেমে গেছে পহেলগামের এই নারকীয় সন্ত্রাসে। মাত্র সাত দিন আগে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ছোট্ট এক ছুটিতে। গন্তব্য ছিল ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু সেখানেই জীবনের যবনিকা পতন হল তরুণ নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের। ২৬ বছরের এই তরুণ ছিলেন হরিয়ানার কার্নালের বাসিন্দা। জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছেন তিনি।
সেই হামলায় অন্যান্য নিরীহ পর্যটকদের সঙ্গেই প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট বিনয়।

নৌসেনা সূত্রে জানা গেছে, মাত্র দুইবছর আগে বাহিনীতে যোগ দেন বিনয়। বর্তমানে তার পোস্টিং ছিল কোচিতে। চলতি বছরের ১৬ এপ্রিল তিনি বিয়ে করেন, আর ১৯ এপ্রিল ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এরপর স্ত্রীকে নিয়ে ঘুরতে যান কাশ্মীরে। কিন্তু মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তেই রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিনয়ের দেহ। ভবিষ্যতের হাজারো স্বপ্ন, সুখের শুরু, সবকিছু এক নিমেষে থেমে যায়।

বিনয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। এলাকার মানুষজন বলছেন, বিনয় ছিলেন ভদ্র, মেধাবী এবং ভীষণ আশাবাদী একজন যুবক। তার মৃত্যু যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ। সংবাদ সংস্থা এএনআই-কে এক প্রতিবেশী বলেন, ‘মাত্র ক’দিন আগেই বিয়ে হয়েছিল ওর। সবাই খুব খুশি ছিল। কে জানত এমন খবর শুনতে হবে। সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি।

F

শুভম দ্বিবেদী ও তার স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। পাশের ছবিতে নিহত শুভম মাটিতে পড়ে আছেন।

বিনয়ের মতো আরো এক যুবক শুভম দ্বিবেদী। তিনিও সদ্যবিবাহিত। স্ত্রীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখ তাদের বিয়ে হয়েছিল। মাত্র দুই মাস পরেই সেই আনন্দের ছুটি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। 

শুভমের চাচাতো ভাই সৌরভ দ্বিবেদী এএনআই-কে জানান, ‘শুভম তার স্ত্রীকে নিয়ে পহেলগামে ছিলেন। আমার চাচা জানান শুভমের মাথায় গুলি লেগেছে। এমনও শোনা যাচ্ছে, হামলাকারীরা নাম জেনে গুলি চালানো হয়েছিল... মৃতদেহ পেতে এখনও ২-৩ দিন লাগবে, সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মরদেহ দেওয়া হবে।’

এই ভয়াবহ হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাদের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। মোদি ছিলেন সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে। 

এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।

স্থানীয়দের প্রতিবাদ, মোমবাতি মিছিল

পহেলগামের স্থানীয় ট্যাক্সি ড্রাইভাররা মোমবাতি মিছিল করে এ হামলার প্রতিবাদ জানিয়েছেন। কাশ্মীরের বারামুলা, শ্রীনগর, পুঞ্চ, আখনুর ও কুপওয়ারাতেও স্থানীয়রা মিছিল করেছেন। জম্মুতে বজরং দল কর্মীরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

পহেলগাম ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুলজার আহমদ ওয়ানি বলেন, ‘এই হামলা আমরা তীব্রভাবে নিন্দা করি। এরা কেবল পর্যটক নয়, আমাদের পরিবারের মতো। আমরা চাই সরকার এই ঘটনার আসল দোষীদের খুঁজে বার করুক। পহেলগাম সবসময় শান্তিপূর্ণ জায়গা ছিল। এখানকার জীবনযাত্রা পর্যটনের ওপর নির্ভর করে।’

মহারাষ্ট্রের পাঁচ পর্যটক নিহত

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অফিস জানায়, এই হামলায় মহারাষ্ট্রের পাঁচজন পর্যটক নিহত হয়েছেন। শিন্ডে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডুকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন যাতে আটকে পড়া মহারাষ্ট্রের পর্যটকদের ফিরিয়ে আনা যায়। মন্ত্রী আশ্বস্ত করেছেন, পর্যটকদের তালিকা পেলেই তৎপরতার সঙ্গে তাদের মুম্বাইয়ে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।

এদিকে এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এই ঘৃণ্য কাজ যারা করেছে তারা রেহাই পাবে না। আমাদের সন্ত্রাসবিরোধী সংকল্প অটুট থাকবে।’

ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলায় যারা জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না।’ এই সন্ত্রাসী হামলার পর, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ অনন্তনাগ জেলার পহেলগামের বাইসরান এলাকায় যৌথ অভিযান শুরু করেছে। হামলাকারীদের খুঁজে বের করতেই এই তল্লাশি চালানো হচ্ছে।

সূত্র : এনডিটিভি
 

প্রাসঙ্গিক
মন্তব্য

কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা
ছবিসূত্র : এএফপি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৪ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

হামলার সময় বন্দুকধারীরা নারী ও পুরুষদের আলাদা করে কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল—এমন বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বেঁচে যাওয়া এক নারী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘জঙ্গিরা হঠাৎ করেই পাহাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং গুলি চালাতে শুরু করে। তারা স্পষ্টভাবে পুরুষদের দিকে গুলি চালাচ্ছিল আর নারীদের ছেড়ে দিচ্ছিল।’ তার স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

একই রকম অভিজ্ঞতার কথা জানান আরেক নারী পল্লবী রায়, যার স্বামীও নিহত হয়েছেন এই হামলায়।

হামলার স্থান ছিল বৈসারণ নামের এক পাহাড়ি এলাকা, যা পহেলগাম থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। সেখানেই পর্যটকদের বাস থেমেছিল। বাস থেকে নামার পরপরই জঙ্গিরা হামলা চালায়।

প্রথম গুলির শব্দের পর চারপাশে হাহাকার শুরু হয়। মানুষ দৌড়াতে শুরু করে প্রাণ বাঁচাতে। অনেকেই ছুটে গেছেন জঙ্গলের দিকে, কেউ বা গাড়ির নিচে আশ্রয় নিয়েছেন।

এই ভয়াবহ হামলার পর ভারতসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই ঘৃণ্য হামলায় যারা জড়িত, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।

’ তিনি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর এতো বড় হামলার ঘটনা আর ঘটেনি।’

যদিও কাশ্মীরে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে, তবুও পর্যটকদের ওপর এমন পরিকল্পিত হামলা বিরল। হামলার পরপরই ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে। পহেলগাম ও আশপাশের এলাকায় চলছে চিরুনি তল্লাশি। হামলাকারীদের ধরতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উরিতে চলছে তীব্র লড়াই

এদিকে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ফের উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায়। এবার কাশ্মীরের উরিতে শুরু হয়েছে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই।

সেনা সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে ২-৩ জন জঙ্গি উরির নালা পেরিয়ে সরজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময়ই নিরাপত্তা বাহিনীর নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালায় সেনা। লড়াই এখনও পর্যন্ত চলছে বলে জানা গেছে।

চিনার কর্পস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানায়, ২৩ এপ্রিল সকালে জঙ্গিরা উরি দিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করে। সেনা তা টের পেয়ে সঙ্গে সঙ্গে জবাব দেয় এবং সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, এখনও পহেলগাম অঞ্চলে ৬-৮ জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে চলছে তল্লাশি অভিযান।

এদিকে এই হামলার কিছুক্ষণ পরেই ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সেনার দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার তাতাপানি এলাকায় পাকিস্তান সেনা গুলি চালিয়েছে। ভারতও পাল্টা জবাব দিয়েছে। এইসব ঘটনার পর কাশ্মীরজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেনা, বিএসএফ এবং পুলিশ একযোগে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র : বিবিসি, এই সময়


 

প্রাসঙ্গিক
মন্তব্য
কাশ্মীরে হামলা

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি, ট্রাম্পের ফোন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি, ট্রাম্পের ফোন

ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে বেসামরিকদের ওপর নজিরবিহীন এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।

এর আগে দুইদিনের সফরে মঙ্গলবার জেদ্দায় পৌঁছান নরেন্দ্র মোদি।

তবে কাশ্মীরে হামলার ঘটনায় নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন তিনি। নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। 

এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ট্রাম্প এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ