ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, জাতীয় সংসদের ৩০০ নম্বর বান্দরবান আসনে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং এবং বিএনপির সাচিং প্রু দুজনের মনেই পুরো এলাকায় গণসংযোগ করতে পারা-না পারার টেনশন বাড়ছে। এই আসনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী মুফতি শওকতুল ইসলাম নির্বাচনী যুদ্ধে তেমন একটা প্রভাব ফেলবেন-এমন ধারণা এখনো তৈরি করতে পারেননি। প্রতিবেদন : মনু ইসলাম, বান্দরবান