পরমাণু নিয়ে আলোচনায় ইরান ও ইউরোপের ৩ দেশ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পরমাণু নিয়ে আলোচনায় ইরান ও ইউরোপের ৩ দেশ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে ইউরোপের শক্তিধর তিন দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে ইরান। গতকাল সোমবার এই আলোচনা শুরু হওয়ার কথা।

গত বছরের নভেম্বরে তেহরান এবং ই-৩ নামে পরিচিত ইউরোপের শক্তিধর তিন দেশের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি ফলপ্রসূ বৈঠকের পর দুই মাসেরও কম সময়ের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা এটি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি কোনো আলোচনা নয়।

ইরান একইভাবে জোর দিয়ে বলেছে, এই আলোচনা নিছক পরামর্শ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, সোম ও মঙ্গলবারের জন্য নির্ধারিত এই আলোচনায় বিস্তৃত বিষয় থাকবে। এই আলোচনার প্রাথমিক উদ্দেশ্য হলো ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

গত বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-৩ দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচির একটি কূটনৈতিক সমাধানের দিকে কাজ চালিয়ে যাচ্ছে।

এই আলোচনা তারই ইঙ্গিত। তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত।

আগামী ২০ জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আলোকে ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন করে দৃষ্টি দেওয়ার জন্যই এই আলোচনা হচ্ছে। এর আগে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প ইরান ইস্যুতে সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করেছিলেন।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত হওয়া আমাদের ব্রেকিং পয়েন্টের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে। পরে এই মন্তব্যকে ভিত্তিহীন ও ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেয় ইরান। গত বছরের ডিসেম্বরে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক ন্যায্যতা ছাড়াই অভূতপূর্ব মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধির জন্য তেহরানকে অভিযুক্ত করে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

হোয়াইট হাউসে হামলাচেষ্টা ভারতীয় বংশোদ্ভূতের জেল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হোয়াইট হাউসে হামলাচেষ্টা ভারতীয় বংশোদ্ভূতের জেল

হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলার জেরে ভারতীয় বংশোদ্ভূত তরুণ সাই ভর্ষিত কান্দুলাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্কিন সরকারকে উত্খাত করে নািস মতাদর্শ দ্বারা পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে হামলাটি করা হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম সাই ভর্ষিতের। তবে যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি।

গ্রিনকার্ডও পেয়েছেন। ২০২৩ সালের ২২ মে হোয়াইট হাউসে হামলা চালান তিনি। হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন পার্ক পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করে। এরপর ২০২৪ সালের ১৩ মে মার্কিন সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংসের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক ড্যানি এল ফ্রেডরিক রায় দেওয়ার সময় বলেন, রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে হোয়াইট হাউসে হামলা চালান সাই ভর্ষিত।  সূত্র : এনডিটিভি

মন্তব্য

অংশীদারি চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া-ইরান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
অংশীদারি চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া-ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল শুক্রবার মস্কো সফরকালে রাশিয়া ও ইরানের একটি ব্যাপক কৌশলগত অংশীদারি চুক্তি সই করার কথা। বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার অধীনে থাকা দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে এই চুক্তি। গতকাল ক্রেমলিন এসব তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন।

চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারিকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর থেকে ইরানি শাসকদের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদার হয়েছে। ইরান ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর লক্ষ্যবস্তুতে ব্যবহৃত শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে। সূত্র : এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত

ভারতের মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নয়াদিল্লি মাওবাদীদের দীর্ঘস্থায়ী সহিংসতা দমনে পদক্ষেপ জোরদার করার পর গতকাল শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে। কয়েক দশকের মাওবাদী সহিংসতায় ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। বিদ্রোহীদের দাবি, তারা প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সহিংসতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছত্তিশগড়ের বিজাপুর জেলার বনজঙ্গলে গত বৃহস্পতিবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি বলেন, আমরা জানতে পেরেছি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই শতাধিক মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আশা করছে ২০২৬ সালের মধ্যে বিদ্রোহীদের দমন করা হবে।
সূত্র : এএফপি

মন্তব্য
লস অ্যাঞ্জেলেসে দাবানল

বাসিন্দাদের এক সপ্তাহ বাড়ি না ফেরার নির্দেশ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাসিন্দাদের এক সপ্তাহ বাড়ি না ফেরার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও রয়ে গেছে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি। বিদ্যুৎস্পৃষ্ট, ভূমিধস ও বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার ঝুঁকি এড়াতে গত বৃহস্পতিবার সেখানকার হাজার হাজার বাসিন্দাকে অন্তত আরো এক সপ্তাহ বাড়িতে না ফেরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে বাড়ি ফিরতে না পারার নিয়মের কারণে বাস্তুচ্যুতদের মধ্যে হতাশা ক্রমেই বাড়ছে।

এমনকি দাবানলে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি সেখানেও ফিরতে বারণ করা হয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কেটিএলএকে রনেন মিজ নামের একজন বলেন, একটি গ্রুপ চ্যাটে সবাই অভিযোগ করছিল যে কেন তাদের বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুটি ভয়াবহ দাবানলে ৪০ হাজার একর জমি পুড়ে যাওয়ার পর পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ, গ্যাস ও পয়োনিষ্কাশন লাইন ধ্বংস হয়ে গেছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত বর্জ্য।

এ ছাড়া ভূমিধসের ক্রমবর্ধমান ঝুঁকি দেখা দিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, একটু সময় লাগবে, অন্তত আরো এক সপ্তাহ। তবে আরো বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ দাবানলে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে লুনা বলেন, ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কিছু কিছু এলাকায় লোকজনের প্রবেশ ঠেকাতে কাজ করছে কর্তৃপক্ষ।

পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) দলগুলো ধ্বংসস্তূপ পরিষ্কারের আগে সেখান থেকে কীটনাশক, জ্বালানি ও লিথিয়াম ব্যাটারি অপসারণের কাজ করছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পাবলিক ওয়ার্কসের পরিচালক মার্ক পেস্ট্রেলা বলেন, ক্ষতিগ্রস্ত না হওয়া বাড়িঘর ভূমিধসের কবলে পড়তে পারে।

সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ