রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউরোপীয় নেতা ও সামরিক কর্মকর্তাদের পৃথক বৈঠক

  • ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ
  • রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউরোপীয় নেতা ও সামরিক কর্মকর্তাদের পৃথক বৈঠক

ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তির পরিকল্পনা চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার পৃথক বৈঠক করেছেন ইউরোপীয় নেতা এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। ইউক্রেনে যেকোনো স্থায়ী যুদ্ধবিরতি নিয়ন্ত্রণে সহায়তায় আগ্রহী দেশগুলোর প্রায় ৩০ জন সামরিক নেতা লন্ডনে বৈঠক করেন। অন্যদিকে ইউরোপীয় নেতারা একত্রিত হয়েছেন ব্রাসেলসে। ইউরোপের নিরাপত্তার সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং বাল্টিক ও নর্ডিক দেশগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে রুশ আগ্রাসনের আশঙ্কা থেকে ইউরোপীয় নেতা এবং সামরিক কর্মকর্তারা পৃথক বৈঠক করেছেন।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনা করেছেন। ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন তাঁরা। কিন্তু পরস্পরের ওপর রাশিয়া ও ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় স্থায়ী শান্তিচুক্তির সঠিক বিবরণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহবান এবং ইউরোপের নিরাপত্তার প্রতি হালকা প্রতিশ্রুতির মধ্য দিয়ে ইউরোপ ও ন্যাটো মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন ট্রাম্প।

গত বুধবার রাতে জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো দখল করে পরিচালনা করতে পারে। তবে জেলেনস্কি বলেছেন, শুধু জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে।

লন্ডনের ওই বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। ইউক্রেনে যেকোনো যুদ্ধবিরতিতে নজরদারির জন্য স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নেতৃত্বে কোয়ালিশন অব দ্য উইলিং জোট গঠিত হয়েছে।

তাঁরা ইউক্রেনে নিজেদের সেনা মোতায়েনে ইচ্ছুক। তবে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনে ন্যাটো বা বিদেশি সেনার উপস্থিতি মেনে নেবে না।

এর মধ্যেই হামলা অব্যাহত রেখেছে উভয় পক্ষ। ইউক্রেন জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে ১৭১টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এতে সুমি ও খারকিভে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ছাড়া ক্রোপিভনিতস্কিতে ড্রোন হামলায় শিশুসহ ১০ জন আহত হয়েছে।

রাশিয়া বলেছে, বুধবার রাতে ইউক্রেনের ১৩২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোন হামলায় দুজন আহত হয়েছে এবং স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, বেশ কিছু এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

পাকিস্তানে তালেবান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে তালেবান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পুলিশ কথা জানায়। এসব তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, খাইবারপাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে পাঁচটি হামলা হয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বসন্ত অভিযান ঘোষণা করে টিটিপি। এর পর থেকে পার্বত্য প্রদেশ খাইবারপাকতুনখোয়া প্রদেশে ৮০টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

তিনি বলেন, টিটিপি তাদের অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যেই অন্তত ৯টি হামলা চালায়। সূত্র : এএফপি

মন্তব্য

ভারতের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের
ইলন মাস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যম সংস্থা এক্স (সাবেক টুইটার)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা করেছে সংস্থাটি। দেশটির তথ্য-প্রযুক্তি আইনের একটি নির্দিষ্ট ধারাকে কেন্দ্র যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে মাস্কের সংস্থার। এক্সের দাবি, এর মাধ্যমে অনলাইনে বিষয়বস্তুর ওপর অবৈধভাবে নিয়ন্ত্রণ এবং একতরফা কাটছাঁটের (সেন্সরশিপ) চেষ্টা করা হচ্ছে।

তাদের বক্তব্য, এটি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি রায়ের পরিপন্থী। এর মাধ্যমে অনলাইনে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে বলে অভিযোগ মাস্কের সংস্থার। তথ্য-প্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারাকে কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবহার করছে, সেটিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ওই সমাজমাধ্যম সংস্থা। ক্ষেত্রে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথাও তুলে ধরেছে তারা।
ওই মামলায় বলা হয়েছিল, কেবল সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বা ৬৯(এ) ধারায় নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কোনো বিষয়বস্তু ব্লক করা যেতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই ৬৯(এ) ধারার তোয়াক্কা না করেই পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ এক্সের। মামলায় এক্স তথ্য-প্রযুক্তি আইনের এই দুটি ধারার কথাই মূলত তুলে ধরেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য
সংক্ষিপ্ত

বিশ্বে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত : ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিশ্বে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে সমস্যা হলো, বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি ভারত, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা। গত বৃহস্পতিবার ব্রেইবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি, তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে।

তবে আগামী ২ এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভারত যদি শুল্ক কমানোর দিকে না যায়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডরকে ট্রাম্প একটি চমৎকার গ্রুপ হিসেবে বর্ণনা করেছেন, যারা একসঙ্গে কাজ করে বাণিজ্যে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করতে চায় এমন দেশগুলোর বিরুদ্ধে।

সূত্র : এনডিটিভি

 

মন্তব্য

প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের দাবি সুদান সেনাবাহিনীর

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের দাবি সুদান সেনাবাহিনীর

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার তারা তীব্র লড়াইয়ের পর আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেন, আমাদের সেনাবাহিনী শত্রুপক্ষের যোদ্ধা ও সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং প্রচুর পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র জব্দ করেছে। সেনাবাহিনী বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি সন্ত্রাসী ও তার সমর্থকদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সব ফ্রন্টে অগ্রগতি অব্যাহত রাখবে।

সেনারা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরের কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং অভিনন্দন বিনিময় করেছে।

যদিও তাৎক্ষণিকভাবে এসব ফুটেজ যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলে আধাসামরিক বাহিনী প্রাসাদটি দখল করে নেয়। ওই সময় আরএসএফ দ্রুত খার্তুমের রাস্তাগুলো দখল করে। লোহিত সাগর উপকূলে বন্দর সুদানে পালিয়ে যায় সেনাবাহিনী সমর্থিত সরকার।

সেন্ট্রাল খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ মন্ত্রণালয় এবং রাজধানীর ব্যাবসায়িক জেলার পাশাপাশি অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী শহরজুড়ে অভিযান চালানোর পর থেকে ভয়াবহ যুদ্ধের স্থান হয়ে উঠেছে। চলতি সপ্তাহের শুরুতে সেনাবাহিনী বলেছিল যে তাদের বাহিনী উত্তর ও দক্ষিণ থেকে একত্রিত হয়েছে।

লাখ লাখ মানুষ প্রায় দুই বছরে নিহত হয়েছে।

এক কোটি ২০ লাখেরও বেশি লোক
উচ্ছেদ হয়েছে এবং বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতিতে সংকট তৈরি হয়েছে সে দেশে। সূত্র : এএফপি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ