<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে। গত শনিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে টেসলার একটি ডিলারশিপের বাইরে শ খানেক মানুষ নেচে-গেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। কেন্দ্রীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারের</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যয়</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) নামের একটি বিভাগ চালু করেন তিনি। এর নেতৃত্বে রয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মী আছেন। এই বিভাগটি এরই মধ্যে এক লাখের বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে। এ ছাড়া বিদেশি সহায়তা বন্ধ এবং হাজারো কর্মসূচি ও চুক্তি বাতিলের চাপ দিচ্ছে ডিওজিই। বিক্ষোভে অংশ নেওয়া মেলিসা নাটসন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আনন্দের সঙ্গে এখানে আসছি এবং অন্যদের দেখাচ্ছি যে তাঁরা একা নন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লস অ্যাঞ্জেলেস  ও আরো কয়েকটি শহরে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সূত্র : রয়টার্স</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>