কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত, বলপ্রয়োগ বন্ধ এবং সামরিক লক্ষ্য বাস্তবায়নে বাণিজ্যিক জাহাজের ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন।

বিবৃতিতে আরো বলা হয়, বন্দিবিনিময়, বেসামরিক বন্দিদের মুক্তি এবং জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে ওয়াশিংটন ও কিয়েভ।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেন টেকসই ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে এবং সামুদ্রিক ও জ্বালানি চুক্তি বাস্তবায়নে তৃতীয় পক্ষকে সমর্থন দেবে।

এদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়ার শস্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই কেবল কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হতে পারে।

যুদ্ধবিরতিকে সঠিক পদক্ষেপ আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, চুক্তি কাজ করবে কি না, তা এখনই বলা তাড়াহুড়ো হবে। এরপর কেউ ইউক্রেনকে শান্তির দিকে অগ্রসর না হওয়ার দায় দিতে পারবে না।

ভবিষ্যতে যুদ্ধবিরতি তদারকির জন্য তৃতীয় পক্ষ আনার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তুরস্ক কৃষ্ণ সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ জ্বালানি চুক্তিটি তদারকি করতে পারে।

আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে এখনো কাজ চলছে। তিনি সতর্ক করে বলেন, রুশ যুদ্ধজাহাজ যদি কৃষ্ণ সাগরের পূর্ব অংশ থেকে সরে যায়, তাহলে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার প্রয়োগের পূর্ণ সুযোগ থাকবে।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, খাদ্য ও সারের আন্তর্জাতিক বাণিজ্যে সম্পৃক্ত রুশ ব্যাংক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই চুক্তিটি কার্যকর হবে।

এদিকে ইউক্রেনের বিমান হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের সামরিক অবকাঠামোয় ৩০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এ ছাড়া রাশিয়া গত সোমবার রাতে ইউক্রেনে ১৩৯টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর মধ্যে ৭৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ৩৪টি ড্রোন লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে পারেনি। বাকি ২৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কী হয়েছে তা জানায়নি ইউক্রেন।

সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

তালেবানের ‘সন্ত্রাসী’ তকমা বাতিল রাশিয়ার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তালেবানের ‘সন্ত্রাসী’ তকমা বাতিল রাশিয়ার

আফগানিস্তানের তালেবানকে দেওয়া সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। আফগানিস্তানের কার্যত শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। রায়ে সুপ্রিম কোর্টের বিচারক ওলেক নেফেদোভ বলেন, সন্ত্রাসী সংগঠনের ফেডারেল তালিকায় অন্তর্ভুক্ত তালেবানের কার্যক্রমের ওপর আগে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবান কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে দেখছে। কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে সাক্ষাৎকালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার একমাত্র বাধা দূর হয়েছে।

যদিও সন্ত্রাসী তকমা স্থগিতের সিদ্ধান্ত তালেবান কর্তৃপক্ষের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি নয়। তবে এর মাধ্যমে উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে তালেবানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে রুশ কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন বলে মত বিশ্লেষকদের।

সূত্র : এএফপি

মন্তব্য

‘রূপান্তরিতরা নয়, জন্মগত নারীরাই নারী’

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
‘রূপান্তরিতরা নয়, জন্মগত নারীরাই নারী’

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, একজন ব্যক্তির জন্মের সময়ের লিঙ্গের ওপর ভিত্তি করেই নারীর আইনি সংজ্ঞায়ন হবে। গত বুধবার দেশটির শীর্ষ আদালতের পাঁচ বিচারক সর্বসম্মতিক্রমে রায় দেন, সমতা আইন ২০১০ অনুযায়ী নারীলিঙ্গ শব্দটি জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গকে বোঝায়। অর্থাৎ রূপান্তরিতরা নয়, জন্মগত নারীরাই নারী। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা ট্রান্স বা রূপান্তরিতদের অধিকার নিয়ে তিক্ত বিতর্কে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে রায় প্রদানের সময় বিচারপতি প্যাট্রিক হজ বলেন, এই আইন রূপান্তরিতদের তাদের অর্জিত লিঙ্গের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। দেশটির সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে আসে নারী অধিকারবিষয়ক সংগঠন ফর উইমেন স্কটল্যান্ড (এফডব্লিওএস)। বিতর্কে স্পষ্টতা আনার জন্য এই রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এই রায়ের মধ্য দিয়ে স্কটিশ সরকার এবং এফডব্লিওএসের মধ্যে বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি পেল।
সংগঠনটি সরকারি সংস্থাগুলোতে আরো বেশি নারী নিয়োগের লক্ষ্যে নারীর সংজ্ঞায়ন নিয়ে একটি অস্পষ্ট আইনের বিরুদ্ধে স্কটিশ আদালতে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন করে। সূত্র : এএফপি

মন্তব্য

মায়ানমারে সাধারণ ক্ষমা পেলেন ৪৮৯৩ বন্দি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মায়ানমারে সাধারণ ক্ষমা পেলেন ৪৮৯৩ বন্দি

মায়ানমারের সামরিক সরকারের প্রধান সে দেশের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রায় চার হাজার ৯০০ বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়। স্বাধীন একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সাধারণ ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি রয়েছেন। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বন্দিদের বহনকারী অন্তত ১৯টি বাস ছেড়ে যায়।

সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করা বন্দিদের পরিবারের সদস্য এবং স্বজনরা ফটকের বাইরে তাঁদের স্বাগত জানান। পর্যবেক্ষণ গোষ্ঠী পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক-মায়ানমার জানিয়েছে, মায়ানমারে কারাগারে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন হয়। অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে তারা। এমআরটিভি জানিয়েছে, জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং  চার হাজার ৮৯৩ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।
১৩ জন বিদেশি বন্দিও মুক্তি পেয়েছেন। পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশি বন্দিদের মায়ানমার থেকে বিদায় জানানো হয়েছে। ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ছাড়া অন্য বন্দিদের সাজা কমানো হয়েছে। বিশেষ করে সাজা কমানো হয়েছে নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের।
মুক্তি পাওয়া ব্যক্তিরা আবারও কোনো অপরাধে জড়ালে নতুনভাবে পাওয়া কারাদণ্ডের সঙ্গে মওকুফ হওয়া কারাদণ্ডও ভোগ করতে হবে। মুক্তি দেওয়ার সময় এই শর্ত দেওয়া হয়েছে তাঁদের। সূত্র : ব্লুমবার্গ

 

মন্তব্য
সংক্ষিপ্ত

২৮ বছর পর ইরান সফরে সৌদি রাজপরিবারের সদস্য

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
২৮ বছর পর ইরান সফরে সৌদি রাজপরিবারের সদস্য

ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রাজধানী তেহরান গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। ২৮ বছর পর সৌদি রাজপরিবারের একজন শীর্ষ সদস্য ইরান সফর করছেন। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার আগে এই সফরে গেলেন খালিদ বিন সালমান। তিনি বর্তমান সৌদি রাজা সালমান বিন আবদুল্লাহর ছেলে ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই।

মধ্যপ্রাচ্যের দুই বৈরী পরাশক্তি দেশের মধ্যে এমন সফর খুবই বিরল। এর আগে ১৯৯৭ সালে সৌদি রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ তেহরান সফর করেছিলেন। তখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি। প্রেস এজেন্সির খবরে বলা হয়, সফরকালে প্রিন্স খালিদ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠক করবেন।
সূত্র : সিএনএন, সৌদি প্রেস এজেন্সি

মন্তব্য

সর্বশেষ সংবাদ