কুরস্কের পর এবার রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও ইউক্রেনীয় সেনারা সক্রিয় রয়েছে বলে প্রথমবার প্রকাশ্যে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত সোমবার রাতে জেলেনস্কি বলেন, ‘আমরা সীমান্তবর্তী শত্রু’ এলাকাগুলোয় আমাদের সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের যুদ্ধকে একদম সেখানেই ফেরত নিতে হবে, যেখান থেকে এটি এসেছে।’ জেলেনস্কি কুরস্ক অঞ্চলেও লড়াই চালানোর কথা জানিয়েছেন।
ইউক্রেনীয় সেনারা গত বছর সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালায়। বর্তমানে তারা সেখানে ছোট একটি এলাকা নিজেদের কবজায় রেখেছে। রুশ বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে কুরস্কের বেশির ভাগ এলাকা পুনরুদ্ধার করেছে। জেলেনস্কি বলেন, তাঁদের প্রধান উদ্দেশ্য ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্ত সুরক্ষিত করা এবং বিশাল সম্মুখ সারির বিভিন্ন অংশ বিশেষ করে পূর্ব দোনেত্স্ক অঞ্চলের সম্মুখ সারির ওপর থেকে চাপ কিছুটা হ্রাস করা।
রাশিয়ার সামরিক বাহিনী গত মাসে ইউক্রেনীয় সেনাদের বেলগোরদ অঞ্চলে প্রবেশের চেষ্টার কথা জানিয়েছিল। তবে তারা এই ধরনের আক্রমণ প্রতিহতের দাবি করেছিল। ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন সর্বাত্মক লড়াই চলছে। বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি দেওয়ার প্রচেষ্টা নিয়ে রাশিয়া কালক্ষেপণ করছে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে অভিযোগ করছে তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। রাশিয়া এখন পাগলের মতো বোমাবর্ষণ করছে অভিযোগ তুলে গত সোমবার ট্রাম্প বলেছেন, যা হচ্ছে তাতে তিনি মোটেও খুশি নন। গত শুক্রবার জেলেনস্কির নিজ শহর ক্রিভ রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ শিশুসহ ২০ জন প্রাণ হারায়।
দুই চীনা নাগরিক আটকের দাবি ইউক্রেনের : দোনেত্স্ক অঞ্চলে দুই চীনা নাগরিককে আটকের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তিনি দাবি করেন, এই চীনা নাগরিকরা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
জেলেনস্কি বলেন, এ ব্যাপারে কিয়েভ বেইজিংয়ের কাছে ব্যাখ্যা চাইবে এবং মিত্রদের প্রতিক্রিয়া জানতে চাইবে। এদিকে ইউক্রেনের এই অভিযোগ নিয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চীন রাশিয়া ঘনিষ্ঠ মিত্র। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ হিসেবে তুলে ধরেছে চীন। দেশটি বলেছে, তারা কোনো পক্ষকেই প্রাণঘাতী হয় এমন সহায়তা পাঠাচ্ছে না। সূত্র : বিবিসি, এএফপি