সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘উন্মত্ত সংস্কারের’ তীব্র সমালোচনা করে বলেছেন, এই পরিবর্তন আমেরিকানদের অবসর সুবিধার জন্য ঝুঁকি তৈরি করছে। হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য রেখেছেন বাইডেন।
শিকাগোতে স্থানীয় সময় গত মঙ্গলবার প্রতিবন্ধী অধিকারকর্মীদের এক সম্মেলনে বাইডেন আরো বলেন, ‘মাত্র ১০০ দিনেরও কম সময়ে এই প্রশাসন এত ক্ষতি ও ধ্বংসযজ্ঞ করেছে, বিষয়টি এক রকম শ্বাসরুদ্ধকর যে এত তাড়াতাড়ি এ রকম ঘটতে পারে।’
অবসর ও প্রতিবন্ধী ভাতা প্রদানকারী জাতীয় সংস্থার কথা উল্লেখ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সামাজিক নিরাপত্তা প্রশাসনে কুঠারাঘাত করেছে।
সাত হাজার কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।’
সামাজিক নিরাপত্তাকে ‘পবিত্র অঙ্গীকার’ অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সাধারণের জীবনে এই সামাজিক নিরাপত্তা যে কত গুরুত্ব বহন করে তা আমরা জানি।’
নীল স্যুট পরে যুক্তরাষ্ট্রের পতাকার সামনে দাঁড়িয়ে ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা প্রায় আধাঘণ্টা কথা বলেন। এ সময় তাঁর মধ্যে বার্ধক্যের লক্ষণ দেখা যায়।
বয়সের কারণেই গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে সরে এসেছিলেন বাইডেন।
বক্তব্যে সাবেক এই প্রেসিডেন্ট তাঁর হোয়াইট হাউস ত্যাগ কিংবা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা সংস্থা (এসএসএ) অবসরপ্রাপ্ত এবং যাঁরা প্রতিবন্ধিতার কারণে কাজ করতে পারেন না তাঁদের ভাতা দেয়। এই ভাতার আওতায় রয়েছে প্রায় ছয় কোটি ৭০ লাখ মার্কিনি, যাঁদের বেশির ভাগই বৃদ্ধ।
ট্রাম্প প্রশাসন সামাজিক নিরাপত্তায় ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা করছে বলে ডেমোক্র্যাট রাজনীতিকরা বারবারই অভিযোগ করে আসছেন। সূত্র : এএফপি, বিবিসি