সংক্ষিপ্ত

পুনেতে বাংলাদেশি কিশোরীকে বিক্রি তদন্ত পুলিশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুনেতে বাংলাদেশি কিশোরীকে বিক্রি তদন্ত পুলিশের

ভারতে বাংলাদেশের এক কিশোরীকে চার নারীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত শনিবার পুনের বুদ্ধওয়ার পেথ এলাকায় পতিতালয়ের মালিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ছাড়া চার নারীর বিরুদ্ধে মামলাও করেছে ফরাশখানা পুলিশ। এই নারীদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। আটক নারীরা বেআইনিভাবে মেয়েদের আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করান।

অভিযোগ আছে, বাংলাদেশি ওই কিশোরীকে তিন লাখ রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাকে যৌনকর্মী হতে বাধ্য করা হয়েছিল। ওই পতিতালয় থেকে গত ২ এপ্রিল পালিয়ে যায় ওই কিশোরী। ফরাশখানা পুলিশের তথ্য মতে, ৮ এপ্রিল ওই কিশোরী হাদাপসার থানায় যায়।
এ পর্যন্ত পথচারীদের কাছ থেকে অর্থ ভিক্ষা করে বেঁচে ছিল সে। থানায় গিয়ে কিশোরীটি তার ওপর চালানো নৃশংসতা বর্ণনা করে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ইস্টার সানডে

শেয়ার
ইস্টার সানডে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ইস্টার সানডে ছিল গতকাল। আর এই দিনে ইউক্রেনের লভিভ শহরে সামরিক কবরস্থানে যান এক নারী। রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণকারী এক ইউক্রেনীয় সেনার কবরের সামনে কাঁদতে দেখা যায় তাঁকে। ছবি : এএফপি
মন্তব্য

৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সাত মাসের বিজ্ঞান মিশন শেষ করে  মার্কিন নভোচারী ডোনাল্ড পেটিট গতকাল রবিবার পৃথিবীতে ফিরে এসেছেন। ঘটনাক্রমে গতকালই নাসার এই নভোচারীর ৭০তম জন্মদিন ছিল। জন্মদিনের দিনটিতেই রাশিয়ার  সয়ুজ এমএস২৬ মহাকাশযানে চড়ে গতকাল স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে কাজাখস্তানে অবতরণ করেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর সঙ্গে পৃথিবীতে ফিরেছেন রাশিয়ার নভোচারী  আলেক্সেই ওভচিনিন ও ইভান ভাগনার।

নাসা ও রাশিয়ার রুশ মহাকাশ সংস্থা রসকসমস পেটিটসহ তিন নভোচারীর পৃথিবীতে ফিরে আসার তথ্য নিশ্চিত করেছে। নাসার পক্ষ থেকে পেটিটকে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়। যাত্রার ক্লান্তিতে কিছুটা অবসন্ন দেখালেও পেটিট ভালো আছেন এবং পৃথিবীতে ফিরে আসার পর তার শরীরের অবস্থা প্রত্যাশিত সীমার মধ্যেই আছে। সূত্র : আলজাজিরা

মন্তব্য

হামাসে ৩০ হাজার যোদ্ধা নিয়োগের দাবি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হামাসে ৩০ হাজার যোদ্ধা নিয়োগের দাবি

ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজার ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া চ্যানেলের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এমন দাবি করেছে। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে এই যোদ্ধাদের যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই। এই যোদ্ধাদের ঠিক কবে নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময়েই তাদের নিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

মন্তব্য
সংক্ষিপ্ত

বেনিনে জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বেনিনে জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যার দাবি করেছে জামাত নাসর আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এজেন্সি শনিবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেএনআইএম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী সংগঠন। এরা পশ্চিম আফ্রিকা অঞ্চলে বেশ সক্রিয়।

বেনিন এবং এর উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত একাধিক জঙ্গিগোষ্ঠীর একের পর এক হামলার শিকার হয়েছে। সালাফি এ জঙ্গিগোষ্ঠীগুলো যে সাহেল অঞ্চলের বাইরেও বেশ তৎপর এসব হামলায় তারই প্রমাণ মিলছে। বেনিনে সর্বশেষ হামলা নিয়ে জেএনআইএমের দাবির সত্যতা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। সূত্র : রয়টার্স

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ