ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজার ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া চ্যানেলের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এমন দাবি করেছে। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে এই যোদ্ধাদের যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই। এই যোদ্ধাদের ঠিক কবে নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময়েই তাদের নিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল