হজে যেতে পারবেন আরো ১০ হাজার ভারতীয়

  • ভারত সরকারের অনুরোধে সৌদি আরবের সাড়া
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হজে যেতে পারবেন আরো ১০ হাজার ভারতীয়

মক্কায় চলতি বছর হজে আরো ১০ হাজার ভারতীয় যেতে পারবেন। সৌদি আরব এই হজযাত্রীদের থাকার ব্যবস্থা করতে রাজি হয়েছে। এ ছাড়া এ বছর ভারতে কোটা বাড়িয়ে হজযাত্রীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ২৫ জন করা হয়েছে। গতকাল  মঙ্গলবার ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়।

  কয়েকটি বেসরকারি ট্যুর অপারেটর সৌদি আরবের সময়সীমা হারানোর পর ভারত সরকারের অনুরোধে সৌদি আরব আরো ১০ হাজার হজযাত্রীকে নিতে সম্মত হয়। 

ভারত সরকার জানায়, সৌদি আরব সরকার আরো ১০ হাজার ভারতীয় হজযাত্রীর থাকার ব্যবস্থা করতে কম্বাইন্ড হজ গ্রুপ অর্গানাজার্সের জন্য হজ পোর্টাল আবার খুলতে রাজি হয়েছে।  সৌদি আরব ২০২৫ সালে ভারতের বেসরকারি হজের কোটার উল্লেখযোগ্য অংশ বাতিল করার খবর সামনে আসার পরে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সৌদি আরবের এমন সিদ্ধান্ত ভারতের ৫২ হাজার হজযাত্রীর ওপর প্রভাব ফেলবে।

এর পরই ভারত সরকার সৌদি আরবের মন্ত্রী পর্যায় থেকে বিভিন্ন স্তরে আলোচনা করে এবং সৌদি আরব মিনায় অবশিষ্ট স্থানের ওপর ভিত্তি করে আরো ১০ হাজার হজযাত্রীর জন্য যাবতীয় ব্যবস্থা নিতে কম্বাইন্ড হজ গ্রুপ অর্গানাজার্সের জন্য সরকারি হজ পোর্টাল খুলতে রাজি হয়েছে বলে জানায় ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিরিজু বলেন, হজযাত্রার বিষয়টিকে সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখে। হজযাত্রীরা যাতে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই সহযোগিতার জন্য সৌদি সরকারকে অনেক ধন্যবাদ।

মক্কায় হজে যাওয়া নিয়ে সংকট তৈরি হওয়ায় সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁরা এ বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন। তার পরই মোদি সরকারের তরফে জানানো হলো, তারা বিষয়টি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করেছে। তাতে জটিলতা কেটেছে।

চলতি বছরে হজ কোটা বাড়িয়েছে মোদি সরকার।

শেষবার ২০১৪ সালে যখন মোদি ক্ষমতায় আসেন তখন হজযাত্রীর সংখ্যা ছিল এক লাখ ৩৬ হাজার ২০ জন। এবার তা বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ২৫ জন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়।  মন্ত্রণালয় জানায়, সৌদি নির্দেশিকা মেনে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব  প্রস্তুতি যেমনবিমান, সড়ক পরিবহন, মিনা ক্যাম্প, থাকার ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।  সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস,  আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ইসরায়েলি পতাকা পোড়ায় বিক্ষুব্ধ জনতা

শেয়ার
ইসরায়েলি পতাকা পোড়ায় বিক্ষুব্ধ জনতা
মরক্কোর ত্যাঞ্জার-মেড বন্দর কমপ্লেক্সের সামনে গতকাল ইসরায়েলি পতাকা পোড়ায় বিক্ষুব্ধ জনতা। বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের যন্ত্রাংশ বহনকারী একটি জাহাজ নোঙরের পরিকল্পনার প্রতিবাদ জানায় তারা। ছবি : এএফপি
মন্তব্য

ভেনেজুয়েলার কাছে বন্দিবিনিময়ের প্রস্তাব এল সালভাদরের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভেনেজুয়েলার কাছে বন্দিবিনিময়ের প্রস্তাব এল সালভাদরের

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ২৫২ জন ভেনেজুয়েলানকে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে এখন তাঁরা এল সালভাদরের জেলে বন্দি রয়েছেন। তবে ভেনেজুয়েলাকে একই সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। নায়েব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এই প্রস্তাব দেন।

এল সালভাদরের প্রেসিডেন্ট বলেন, নির্বাসিত ভেনেজুয়েলানদের অনেকেই ধর্ষণ ও হত্যা করেছে। অন্যদিকে কেবল মাদুরোর বিরোধিতা করার কারণেই ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দিদের জেলে পাঠানো হয়েছে। এদিকে নায়েব বুকেলের প্রস্তাবের সমালোচনা করেছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। তিনি জানতে চেয়েছেন, নির্বাসিত ভেনেজুয়েলানদের বিরুদ্ধে কোন ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।
সূত্র : বিবিসি

 

মন্তব্য

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী নিহত

ভারতের ঝাড়খণ্ডের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আট মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাওবাদী নেতা বিবেকও রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ঝাড়খণ্ডের পুলিশ কর্মকর্তা অনুরাগ গুপ্ত জানিয়েছেন, বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের মধ্যে অন্যতম বিবেক। তাঁর মাথার দাম ছিল এক কোটি রুপি। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দুকযুদ্ধে নিহত আট মাওবাদীর লাশ উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, একটি পিস্তল ও আটটি দেশি ভারমার রাইফেল।
এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

হংকং ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হংকং ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের নিষেধাজ্ঞা

হংকংসংক্রান্ত ইস্যুতে জঘন্য আচরণেরজন্য কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চীন ও হংকংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, তাঁর দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। গুও আরো বলেছেন, হংকংসংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে চীন এর দৃঢ় ও পাল্টা প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের এই খবর সামনে এলো। সূত্র : রয়টার্স

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ