হংকংসংক্রান্ত ইস্যুতে ‘জঘন্য আচরণের’ জন্য কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চীন ও হংকংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, তাঁর দেশ এই ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। গুও আরো বলেছেন, ‘হংকংসংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে চীন এর দৃঢ় ও পাল্টা প্রতিক্রিয়া জানাবে।’ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের এই খবর সামনে এলো। সূত্র : রয়টার্স