বিষয়ভিত্তিক : পরামর্শ

এসএসসির প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র

  • মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক, গৌরিপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল
শেয়ার
এসএসসির প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র

ইংরেজী প্রথম পত্রে A+ পেতে কিছু প্রয়োজনীয় কৌশল নিচে দেওয়া হলো

ইংরেজি প্রথম পত্রে A+ পেতে চাইলে Seen, Unseen, Reading, Writing Part

 প্রতিটি অংশে ভালো করতে হবে।

A নম্বর প্রশ্নোত্তর অর্থাৎ Choose the best answer-এর জন্য সঠিক উত্তর লেখার জন্য প্রদত্ত Passage টি মনোযোগ দিয়ে পড়বে। Synonym I Antonym সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু সঠিক option টি খাতায় তুলে দেবে।

যেমন : A. (c) wise.

2 নম্বরের প্রশ্নোত্তর লেখার জন্য প্রশ্নটি যে Tense-এ আছে, উত্তরটিও সেই Tense-এ লিখবে। অন্তত দুটি বাক্যে লিখবে। 

►3 নম্বরের শূন্যস্থানের উত্তরের শব্দগুলো পাশাপাশি না লিখে একটির নিচে আরেকটি লিখবে। এ ক্ষেত্রে Vocabular এর ওপর ভালো দখল থাকতে হবে।

4 নম্বর প্রশ্নোত্তর অর্থাৎ Information Transfer -এর জন্য সঠিক উত্তর লেখার জন্য প্রদত্ত Passageটি মনোযোগ দিয়ে পড়ে সঠিক Information collect  করে শুধু সঠিক উত্তর খাতায় লিখবে। 

5 নম্বরের Summary প্রদত্ত Text-এর এক-তৃতীয়াংশ, এক প্যারায়, নিজস্ব শব্দে ও বাক্যে লেখা ভালো।

6 নম্বরের Column matching-এর জন্য পুরো বাক্য খাতায় তুলে Sequence অনুসারে সাজিয়ে লিখবে। যেমন : (a+ii+iv) = Every independent country of the world has its own flag

. এ ক্ষেত্রে ইংরেজি Sentence structure সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

►7 নম্বরের Rearrange -এর জন্য Sentence -এর Serial number ধারাবাহিকভাবে ছক আকারে উল্লেখ করবে। উত্তরপত্রে বাক্যগুলো লেখার প্রয়োজন নেই।

8 নম্বরের Paragraph অবশ্যই এক প্যারায় লিখবে। যেখানে Topic sentence, developers and terminator —এই ধারণাগুলোর সমন্বয় থাকতে হবে। Paragraph -এ প্রদত্ত ৫টি প্রশ্নের উত্তর থাকা বাঞ্ছনীয়।

►9 নম্বরের Story Writing -এর ক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত অংশটুকু অবশ্যই লিখতে হবে। প্রদত্ত অংশটুকু Underline  করে দিলে সুন্দর হয়। উপযুক্ত টাইটেলসহ প্রদত্ত গল্পটি শিক্ষণীয় হলে শেষে একটি Moral Sentenc এক বাক্যে লিখে দেবে।

►10 নম্বরের Graph, Chart এর উত্তর হবে বর্ণনামূলক, প্রাসঙ্গিক, ধারাবাহিক ও তথ্যভিত্তিক। লেখা শেষে একটি প্রাসঙ্গিক মন্তব্য বা উপসংহার লিখবে। 

►11 নম্বরের Letter লেখার জন্য প্রশ্নে নাম, ঠিকানা দেওয়া থাকলে অবশ্যই সেটি ব্যবহার করতে হবে। শেষে নাম, ঠিকানাসংবলিত একটি খাম আঁকতে হবে।

12 নম্বরের একটি ভালো Dialogue এর জন্য ৮-১০ জোড়া conversation লিখতে হবে। বাস্তবে আমরা যেভাবে কথা বলি সেভাবে লিখতে হবে। বিভিন্ন শব্দের Contracted form

 ব্যবহার করতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

তৃতীয় অধ্যায়

জীবনের জন্য পানি

 

শূন্যস্থান পূরণ

১।          আমাদের চারপাশ ঘিরে আছে        ।

  উত্তর : আমাদের চারপাশ ঘিরে আছে পানি।

২।

         পানি ছাড়া কোনো প্রাণী         থাকতে পারে না।

  উত্তর : পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না।

৩।          উদ্ভিদের দেহে প্রায়         পানি রয়েছে।

            উত্তর : উদ্ভিদের দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে।

৪।          উদ্ভিদ খাদ্য তৈরিতে         ব্যবহার করে।

  উত্তর : উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।

৫।          প্রচণ্ড গরমে         উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।

   উত্তর : প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

    বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র
অঙ্কন : মাসুম

তৃতীয় অধ্যায়

গতিসূত্র

অনুধাবনমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৬। কোনো প্রসঙ্গ কাঠামোতে সমত্বরণে গতিশীল কোনো বস্তু কি অন্য প্রসঙ্গ কাঠামোতে সমবেগে চলতে পারে?

  উত্তর : পারে। বস্তুটির সাপেক্ষের যে প্রসঙ্গ কাঠামো শূন্য আপেক্ষিক ত্বরণে রয়েছে সেই প্রসঙ্গ কাঠামোতে বস্তুটি সমবেগে চলবে।

৭।

গতিবেগ শূন্য হলেও কোনো বস্তুর কি ত্বরণ থাকতে পারে?

  উত্তর : গতিবেগ শূন্য হলেও কোনো বস্তুর ত্বরণ শূন্য হতে পারে। যেমনখাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর শেষবেগ শূন্য হলেও এর ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল থাকে।

  সরল দোলকের একপ্রান্তে এর বেগ শূন্য হলেও ত্বরণ থাকে।

৮।

ত্বরণযুক্ত কোনো বস্তু কি সমদ্রুতিতে চলতে পারে?

  উত্তর : পারে। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও এর দিক প্রতিমুহূর্তে পরিবর্তিত হয়। ফলে কেন্দ্রের দিকে একটি ত্বরণ থাকে।

৯।

কোনো বস্তুর বেগ ধ্রুবক হলেও দ্রুতি পরিবর্তনশীল হতে পারে কি?

  উত্তর : না। বেগের মানই হলো দ্রুতি। কাজেই বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে দ্রুতিও অপরিবর্তিত থাকবে।

১০।         বেগ অপরিবর্তিত থাকলে কোনো সময়ে গড়বেগ কি তাৎক্ষণিক বেগ থেকে আলাদা হতে পারে?

  উত্তর : না।

দুটি একই হবে।

১১।         ত্বরণ অপরিবর্তিত থাকলে কোনো বস্তুর বেগের দিক কি পরিবর্তিত হতে পারে?

  উত্তর : পারে। যেমনপ্রজেক্টাইলের ক্ষেত্রে বেগের দিক পরিবর্তিত হয়, কিন্তু ত্বরণ অপরিবর্তিত থাকে।

১২।         একটি বলকে খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় এবং সেখান থেকে নামার সময় কি একই হবে? (বায়ুজনিত বাধা উপেক্ষা করে)

  উত্তর : একই হবে। কারণ উভয় ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান একই।

১৩।         কোনো বস্তুর বেগ ধ্রুবক হলেও দ্রুতি পরিবর্তনশীল হতে পারে কি?

  উত্তর : বেগ একটি ভেক্টর রাশি। তিনভাবে এর পরিবর্তন হতে পারেশুধু মান, শুধু দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন দিয়ে। বেগ ধ্রুবক হলে মান ও দিক দুইই অপরিবর্তিত থাকবে। তাই দ্রুতি  পরিবর্তনশীল হতে পারে না।

১৪।         বেগ ধ্রুবক হলে কোনো অবকাশে গড়বেগ কি কোনো মুহূর্তের তাৎক্ষণিক বেগ থেকে আলাদা হতে পারে?

  উত্তর : না। দুটির ক্ষেত্রে একই হবে।

১৫।         ত্বরণ অপরিবর্তিত থাকলে কোনো বস্তুর বেগের দিক পরিবর্তিত হতে পারে?

  উত্তর : হ্যাঁ। প্রাসের গতির ক্ষেত্রে গতির দিক পরিবর্তিত হয়। কিন্তু অভিকর্ষজ ত্বরণ অপরিবর্তিত থাকে।

১৬।         দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লেখো।

  উত্তর : গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে, সেই পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। আবার নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল বস্তুকণার অবস্থান পরিবর্তন করাকে সরণ বলে। এখন দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হলো এই যে দূরত্ব একটি স্কেলার রাশি। পক্ষান্তরে সরণ একটি ভেক্টর রাশি।

১৭।         বায়ুজনিত বাধা উপেক্ষা করলে একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নেমে আসার সময় কি একই হবে?

  উত্তর : হ্যাঁ। একই হবে।

১৮।         জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য কী?

  উত্তর : যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, তাদের জড় প্রসঙ্গ কাঠামো বলে। আর যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না তাদের অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এখন জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য হলো, জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ বা মন্দন থাকে না। পক্ষান্তরে অজড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ বা মন্দন থাকে।

১৯।         বিশ্বের সব স্থিতিই আপেক্ষিক স্থিতি এবং সব গতিই আপেক্ষিক গতিব্যাখ্যা করো।

  উত্তর : প্রকৃত কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরমগতি এবং কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। এখন পরমগতি এবং আপেক্ষিক গতির মধ্যে পার্থক্য হলো :

    এই বিশ্বে পরম গতি বলতে কোনো কিছুই নেই, কারণ এই বিশ্বে প্রকৃতপক্ষে কোনো বস্তু স্থির থাকতে পারে না। সব গতিই আপেক্ষিক গতি। সুতরাং গতি বলতে আপেক্ষিক গতিকে বুঝায়, কিন্তু পরম গতিকে নয়।

 

মন্তব্য

অমাবস্যা

    সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমরা অমাবস্যা সম্পর্কে পড়েছ। ভারতীয় উপমহাদেশে ধর্মীয়ভাবে বিশেষ সমাদৃত এই দিন—
শেয়ার
অমাবস্যা
চান্দ্রমাস শুরু হয় পূর্ণিমার পরের দিন থেকে। ছবি : সংগৃহীত

প্রতিদিন আকাশে চাঁদ ওঠে, আলো ছড়ায়। কিন্তু প্রতি মাসের একটিমাত্র রাতে আকাশে চাঁদের দেখা মেলে না। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। এই রাতই অমাবস্যা।

জ্যোতির্বিজ্ঞান বলছে, এই সময় সূর্য ও চাঁদ একই রেখায় থাকে, তাই পৃথিবী থেকে চাঁদের দেখা মেলে না। চাঁদের এক পূর্ণ চক্কর প্রায় ২৯.৫ দিন। একেই চান্দ্রমাস বলা হয়। এই সময়ে একবার অমাবস্যা ও একবার পূর্ণিমা হয়।
অমাবস্যার সময় চাঁদকে খালি চোখে দেখা না গেলেও তখন চাঁদ খুব চিকন রেখারূপে বিরাজমান থাকে।

চান্দ্রমাস শুরু হয় পূর্ণিমার পরের দিন থেকে। এ কারণে অমাবস্যা সব সময় মাসের মাঝামাঝি পড়ে। অমাবস্যার পর প্রতিনিয়ত চাঁদের আকার বাড়তে থাকে।

বাড়তে বাড়তে যখন চাঁদ দেখতে সম্পূর্ণ গোলাকার হয়, তখন সেই অবস্থাকে বলা হয় পূর্ণিমা বা ফুল মুন। পূর্ণিমায় চাঁদ পূর্ণতা পায়। এরপর আবার ধীরে ধীরে চাঁদের আকার ছোট হতে শুরু করে। প্রতি মাসে একটি অমাবস্যা পাওয়া যায়।

২০১৩ সালের ৮ জুলাই ফরাসি জ্যোতির্বিদ থিয়েরি লিগ্যাল সর্বপ্রথম অমাবস্যার ছবি তুলতে সক্ষম হন।

অমাবস্যা ও পূর্ণিমায় সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণ বলের কারণে সমুদ্রে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। একে ভরা কটাল বা তেজ কটাল বলে। অন্য যেকোনো দিনের জোয়ারের তুলনায় ভরা কটাল বা তেজ কটালে জোয়ারের জলস্ফীতি বেশি দেখা যায়। সূর্যগ্রহণ শুধু অমাবস্যর সময়ই হয়ে থাকে। কারণ তখন চাঁদ সূর্যের সামনে চলে আসে।

অমাবস্যা একেবারে স্বাভাবিক ঘটনা হলেও মানুষের বিশ্বাস, ধর্ম ও ঐতিহ্যে বড় জায়গা জুড়ে আছে এটি। বাংলার লোকজ সংস্কৃতিতে অমাবস্যাকে ঘিরে আছে নানা গল্প আর বিশ্বাস। অনেকে মনে করে, এই রাতে আত্মারা মুক্তভাবে বিচরণ করে। গ্রামের বয়স্করা এখনো বলেন, এই রাতে বাইরে বের না হওয়াই ভালো, বিশেষ করে একা। ধর্মীয়ভাবেও অমাবস্যা অনেক গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অমাবস্যা স্মরণ ও শ্রদ্ধার দিন। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, পিণ্ডদান ও গঙ্গাস্নানের আয়োজন করা হয়। বিশেষ করে শ্রাবণ, আশ্বিন ও কার্তিক মাসের অমাবস্যা নানা ধরনের পূজা, উপবাস ও ব্রত পালনের সঙ্গে জড়িত। অনেকের মতে, অমাবস্যা রাত দেবী কালীর আরাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

আল সানি

মন্তব্য

এসএসসির প্রস্তুতি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এসএসসির প্রস্তুতি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পরীক্ষা হলে মনোযোগ দিয়ে লিখছে এক ছাত্রী। ছবি : কালের কণ্ঠ

মডেল প্রশ্ন

 

১।        কোনটির আকার দিন দিন ছোট হয়ে আসছে?

  ক) ইলেকট্রনিক ডিভাইস  
খ) ডেটাবেইস 

  গ) ভিডিও        ঘ) সফটওয়্যার

  নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  বিশ্বখ্যাত অনেক কম্পানি আছে যারা দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে। তবে ফ্রিল্যান্সারদেরকে একটি নির্দিষ্ট ভাষায় পারদর্শী হতে হয়।

২।

       উদ্দীপকে কোন ভাষার কথা বলা হয়েছে?

  ক) ইংরেজি       খ) বাংলা   
গ) হিন্দি    ঘ) উর্দু

৩।        উদ্দীপকে বলা হয়েছে এমন কম্পানি হলো

  i. ইনটেল ii. গুগল

  iii. প্যাপল

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

৪।        ইন্টারনেটের ব্রাউজারে ক্যাশ মেমোরিতে জমা হয়

  i. টেম্পোরারি ফাইল     
ii. কুকিজ  iii. ই-ফাইল

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

৫।        হার্ডডিস্কের ধারণাক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?

  ক) ডিস্ক ক্লিনআপ   খ) ডিস্ক ফরম্যাট 

  গ) ডিস্ক রিমুভ     ঘ) ডিস্ক ডিলিট

৬।

       সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য করা প্রয়োজন?

  ক) ১       খ) ২   
গ) ৫       ঘ) ৬

৭।        কোন সফটওয়্যারটির ইনস্টল প্রক্রিয়া ভিন্ন ধরনের?

  ক) মিডিয়া প্লেয়ার   খ) ইন্টারনেট ব্রাউজার 

  গ) ফটোশপ           ঘ) অপারেটিং সিস্টেম

৮।        কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

  ক) ১৯৬১        খ) ১৯৭১   
গ) ১৯৮১        ঘ) ১৯৭২

৯।        তথ্য প্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে যোগাযোগ

  i. অনেক সাশ্রয়ী    ii. অনেক নিরাপদ

  iii. অনেক কঠিন

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

১০।

      ইন্টারনেট চালু হয় কত সালে?

  ক) ১৯৭১        খ) ১৯৮১   
গ) ১৯৭৭   ঘ) ১৯৬৬

১১।       কোন শতকে ইলেকট্রনিক্স এর বিকাশ ঘটে?

  ক) একুশ    খ) উনিশ   
গ) আঠারো       ঘ) বিশ

১২। ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো মানুষকে

  i. হয়রানিমুক্ত  করা

  ii. উন্নত জীবনযাপন দেওয়া

  iii. প্রকৃতিভিত্তিক সেবা দেওয়া

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

১৩।       ডেটাবেইসের অন্তর্গত রিপোর্ট সংযোজন করা যায়

  i. এনিমেশন      ii. ছবি     
iii. গ্রাফ

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

১৪।       কোন ডেটার সাহায্যে গাণিতিক করা যায় না?

  ক. নম্বর              খ. সময়   

  গ. বর্ণভিত্তিক     ঘ. তারিখ

১৫।

       অ্যাকসেস প্রোগ্রামে  কত প্রকার ডেটা ইনপুট করা যায়?

  ক. ৫           খ. ৬   

  গ. ৭                    ঘ. ৮

১৬।       ফিল্ডের ক্ষেত্রে

  i. ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় বড় হওয়া ভালো

  ii. অপ্রয়োজনে ফিল্ডের সাইজ বড় করা ঠিক নয়

  iii. ফিল্ডের নিজস্ব মান থাকে

  নিচের কোনটি সঠিক?

  ক) iii        খ) iiii    
গ)
iiiii        ঘ) i, iiiii

 

    উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ঘ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ