খুলনা অঞ্চলে সর্বোচ্চ ভ্যাট প্রদান

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সসহ ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সসহ ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সম্মাননা গ্রহণ করেন মেঘনা সিমেন্ট মিলসের বিভাগীয় প্রধান (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মো. রবিউল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

খুলনা অঞ্চলে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর ও মাদারীপুর) ২০১৫-১৬ অর্থবছরে উৎপাদন, সেবা ও ব্যবসা—এই তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছে বাগেরহাটের মোংলায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডসহ ১১টি প্রতিষ্ঠান। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স উৎপাদন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করে।

গতকাল রবিবার দুপুরে খুলনার স্থানীয় একটি হোটেলে খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট আয়োজিত জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে এ ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

সম্মাননাপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলো হলো উৎপাদনে খুলন শিরোমণির হুগল বিস্কুট কম্পানি, সাতক্ষীরার ইয়াকিন পলিমার লিমিটেড ও মাদারীপুরের টেকেরহাটের মিল্ক ভিটা। সেবায় খুলনার মেসার্স হোটেল ক্যাসল সালাম লিমিটেড, সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট ও মাদারীপুরের হোটেল সৈকত। ব্যবসায় খুলনার এ এম চ্যানেল লিমিটেড, সাতক্ষীরার আর কে ট্রেডিং, শরীয়তপুরের এজি ট্রেডার্স এবং মাদারীপুরের  সিগমা ট্রেডার্স। তা ছাড়া ব্যবসা-বাণিজ্যে সহায়ক ভূমিকা পালন করায় এবারেই প্রথম খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর ও শরীয়তপুর চেম্বারকে সম্মাননা প্রদান করা হয়।

কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মারগুর আহমদ, কর আপিলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাটের (আপিল) কমিশনার ড. আবদুল মান্নান শিকদার এবং খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, দেশের উন্নয়ন নির্ভর করবে নিজস্ব অর্থায়নের ওপর। রাজস্ব আয় বাড়াতে ভ্যাটের হার বৃদ্ধি নয়, পরিধি বাড়াতে হবে।

রাষ্ট্র ও নাগরিক ওতপ্রোতভাবে জড়িত। দেশের উন্নয়নের স্বার্থেই জনগণকে কর দিতে হবে। সরকারের অন্যতম আয়ের উৎস ভ্যাট ও আয়কর। দেশে পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জনগণের টাকায়। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে বিবেচিত।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখার ফ্রন্ট ডেস্কে নিযুক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংকের এমডি মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/05-03-2025/kalerkantho-ib-5a.jpg

ফুডপান্ডা : রাজধানীর বনানীতে গ্র্যান্ড ইফতার বাজার-পাওয়ার্ড বাই সিটি ব্যাংক অ্যামেরিকান এক্সপ্রেস আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রসারি ডেলিভারি প্ল্যাটফরম ফুডপ্যান্ডা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও এমডি আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/05-03-2025/kalerkantho-ib-5a.jpg

ডিসেন্ট টায়ার : টায়ার কিনলে এসি, টিভি, ফ্রিজ বাইসাইকেলসহ নানা উপহার জেতার সুযোগসংবলিত ডিসেন্ট টায়ার উপহার উৎসব নামে একটি ক্যাম্পেইন চালু করেছে আরএফএলের টায়ার ব্র্যান্ড ডিসেন্ট।

রাজধানীর বাড্ডায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের এমডি আর এন পাল। এ সময় রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/05-03-2025/kalerkantho-ib-5a.jpg

এফএসআইবি : বৈধ পথে আসছে টাকা, সচল এখন দেশের চাকা এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

সোনার দাম বাড়ল দেশের বাজারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম বাড়ল দেশের বাজারে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করেছে সোনার দাম।  নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম তিন হাজার ৫৫৭ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৪ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ দুই হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ