স্ট্যান্ডার্ড চার্টার্ড : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যৌথভাবে প্রথমবারের মতো দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করেছে। এই উদ্যোগে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় শুরু হলো নতুন অধ্যায়। নতুন এই উদ্যোগ নিয়ে কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়সহ অন্যরা।

পিকেএসএফ : রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত ‘স্মল ভেনচারস, বিগ ফিউচার : মাইক্রোএন্টারপ্রাইজ অ্যাজ এঞ্জিন অব ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক পরিচালক ড. সেলিম জাহান।
এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের এমডি মো. ফজলুল কাদের। সংবাদ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক : জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। এতে জনতা ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এ সময় জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংক : সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ১৫তম পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য, ডিএমডিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি