বিশ্ববাণিজ্য

যুক্তরাষ্ট্রে ডিম রপ্তানি করবে না ফিনল্যান্ড

  • ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্ক থেকে ডিম আমদানির পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের
  • সুইডেন ও ডেনমার্কও রপ্তানির নিশ্চয়তা দেয়নি
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ডিম রপ্তানি করবে না ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের কাছে ডিম পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশ ফিনল্যান্ড। কারণ হিসেবে নীতিমালায় জটিলতা ও সরবরাহে ঘাটতি থাকার কথা জানিয়েছে তারা। এর আগে গত শুক্রবার কয়েকটি ইইউভুক্ত দেশের কাছে ডিম পাঠানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ডিমের দাম আকাশ ছুঁয়েছে।

সংক্রামক রোগ বার্ড ফ্লুর কারণে বাজারে ডিমের সরবরাহ কম। গত বছর থেকে এ পর্যন্ত দেশটিতে ডিমের দাম বেড়েছে ২০০ শতাংশ। সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে এক ডজন ডিম। প্রতি ডজনের দাম দাঁড়িয়েছে ৮.৪১ ডলার।
বাজারের অস্থিরতা কমাতে ইইউভুক্ত কয়েকটি দেশের কাছে ডিম পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইউএসডিএ। ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্ক থেকে ডিম আমদানির পরিকল্পনা ছিল তাদের।

এর মধ্যে ফিনল্যান্ডের পোলট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের পক্ষে ডিম পাঠানো এখন কোনোভাবেই সম্ভব নয়। ডিম রপ্তানি করা কোনো সহজ বিষয় নয়।

এসংক্রান্ত কোনো নীতিমালা নেই। অ্যাসোসিয়েশনটির পরিচালক ভিরা লেহটিলা বলেন, ডিম রপ্তানির বিষয়ে জাতীয় পর্যায় থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। ফলে সরবরাহ করার ক্ষেত্রে নিয়মের বেড়াজালে আটকাতে হবে। রপ্তানির প্রক্রিয়াও হবে জটিল। ফিনল্যান্ডের বাজারেই ডিমের ঘাটতি রয়েছে।
ফলে রপ্তানির বিষয়টি হবে অযৌক্তিক। আমাদের দেশে ডিম পাড়া মুরগির সংখ্যা চার লাখ। ফলে যে পরিমাণ ডিম রপ্তানি করা সম্ভব সেটা দিয়ে তাদের (যুক্তরাষ্ট্রের) চাহিদা মিটবে না। বার্ড ফ্লুর কারণে সবচেয়ে বেশি ডিমসংকট দেখা দিয়েছে আইওয়া ও ওহাইও অঙ্গরাজ্যে। এ দুটি অঙ্গরাজ্যে প্রচুর ডিম উৎপাদন করা হয়।

অন্যদিকে ইউরোপেও বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। সেখানেও চলছে ডিমের সংকট। ফলে অন্য দুই দেশ সুইডেন ও ডেনমার্কও রপ্তানির নিশ্চয়তা দেয়নি। সুইডেনের সবচেয়ে বড় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রোনাগ জানিয়েছে, বিধি-নিষেধের কারণে যুক্তরাষ্ট্রে ডিম পাঠানোর সম্ভাবনা নেই। অন্যদিকে ডেনমার্কের এগ অ্যাসোসিয়েশন জানিয়েছে, রপ্তানির বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। তবে তাদের কাছে অতিরিক্ত ডিম থাকে না বললেই চলে। সূত্র : আরটি নিউজ

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ