পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত

আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। এত দিন পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছিল। অর্থাৎ এখন থেকে ভারতের রপ্তানিকারকরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এমন একসময় ভারত এই রপ্তানি শুল্ক প্রত্যাহার করল, যখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম।

গত শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রায় দেড় বছর ধরে ন্যূনতম দর বেঁধে দেওয়াসহ পেঁয়াজ রপ্তানিতে নানা বিধি-নিষেধ আরোপ করে রেখেছিল ভারত সরকার। এবার সেখান থেকে বেরিয়ে এলো তারা।

মূলত পেঁয়াজের মজুদ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা যায়, গতকাল রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৫০ টাকা। ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের এই দিনে দেশি পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। দেশে পেঁয়াজের মৌসুম শেষের দিকে।
ক্ষেত থেকে পেঁয়াজ তুলে ফেলা হয়েছে। ফলে দেশের বাজারে এখন পর্যাপ্ত দেশি পেঁয়াজের মজুদ আছে। আমদানি করা পেঁয়াজ তেমন একটা নেই।

২০২৩ সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ধরে রাখতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত।

৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহখানেক আগেই পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

এসিআই মোটরস : ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে গ্রাহকদের নিয়ে ইফতার মিট-আপ আয়োজন করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক এতে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় আয়োজনটি হয় রাজধানী ঢাকার পাঁচতারা লা মেরিডিয়ান হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

সাউথইস্ট ব্যাংক : ট্রেনিং ইনস্টিটিউটে রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং এমডি মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

বিডিবিএল : বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) দশম এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভায় কম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত ও পরিচালক মো. চয়নুল হক।

প্রাসঙ্গিক
মন্তব্য

ডিএক্স ঈদ ফেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএক্স ঈদ ফেস্ট শুরু

ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ডিএক্স ঈদ ফেস্ট ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।

এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com-এ উপভোগ করা যাবে। সম্পূর্ণ কাগজবিহীন এই ক্যাম্পেইন বছরের সর্ববৃহৎ বিক্রয় মৌসুমে গ্রাহকদের সত্ঙ্গে টেকসই যোগাযোগের একটি নতুন দিগন্ত হয়ে থাকবে। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, প্রতিবছর ডিএক্স গ্রুপ সেরা পণ্য ও সেবার মাধ্যমে লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে থাকে। এ বছর আমরা গ্রাহকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করতে চাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ