পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন কার্নিভাল ক্রুজের

  • ঢাকা-ভোলা রুট
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন কার্নিভাল ক্রুজের

দ্বীপজেলা ভোলার পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন করেছে ডে-নাইট ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস এমভি কার্নিভাল ক্রুজ, যেখানে একজন যাত্রী তাঁর গাড়িটিও সঙ্গে করে নিয়ে যেতে পারছেন ভোলায়।

কার্নিভাল ক্রুজে একসঙ্গে ২৫টি প্রাইভেট কার পরিবহন করা যায়। বড় গাড়ি বা ট্রাক হলে ১২ থেকে ১৫টি পরিবহন করা সম্ভব। এ ছাড়া দোতলা ও তৃতীয় তলায় যাত্রীদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৫৭টি কেবিন ও ১৮০ চেয়ার সিট।

পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চে চলছে খরা। বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ বড় রুটে হাতে গোনা কিছু লঞ্চ চলাচল করলেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। তবে ব্যতিক্রম চিত্র ঘটছে ঢাকা থেকে ভোলা রুটে চালু হওয়া পণ্যবাহী ট্রাক বহনের সুবিধাসহ চলাচল করা জাহাজ কার্নিভাল ক্রুজের ক্ষেত্রে। ভোলা থেকে প্রতিদিন নানা ধরনের পণ্য নিয়ে জাহাজ ভর্তি ট্রাক আসছে ঢাকায়।

একই দৃশ্য ঢাকা থেকে ভোলা যাওয়ার ক্ষেত্রেও।

পণ্য পরিবহনকারী চালকরা বলছেন, ভোলা থেকে বরিশাল যাওয়া-আসার পথে লাহারহাট ফেরি কিংবা নোয়াখালী হয়ে ভোলা যেতে যে মজু চৌধুরীর হাট ফেরি রয়েছে, সেখানে ফেরি পার হতে এবং দুই পাশের দীর্ঘ লাইনে একেকটি গাড়ি পার হতে চার-পাঁচ ঘণ্টা সময় লেগে যায়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নেয়ামত উল্যা

শেয়ার
প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নেয়ামত উল্যা

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রবিবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০-এর ১১(২) ধারা অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মন্তব্য

দেশে রক এনার্জিকে নিয়োগ দিল ক্যাস্ট্রল

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে রক এনার্জিকে নিয়োগ দিল ক্যাস্ট্রল

বাংলাদেশের বাজারে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে বাংলাদেশে ক্যাস্ট্রলের পণ্য আরো বেশি সহজলভ্য হয়ে উঠবে। এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরো বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে।

ক্যাস্ট্রল ব্র্যান্ডটি বাংলাদেশে আরো বেশি বড় হয়ে উঠবে।’ তিনি আরো বলেন, ‘এই পার্টনারশিপটি ২০২৫ সালে আমাদের আরো ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার সক্ষমতা বাড়াবে।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ