মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) একজন উচ্চমাপের লেখক। বিখ্যাত ‘বেহেশতি জেওর’সহ অসংখ্য ধর্মীয় পুস্তক তিনি অনুবাদ ও সম্পাদনা করেন।
মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ.)
মহান স্বাধীনতার পক্ষে লড়াকু সৈনিক মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ.)। তিনি ১৮৯৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহের গফরগাঁওয়ের মাইজবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তৎকালীন মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি জামাত-ই-উলা পরীক্ষায় মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অংশগ্রহণ করে ৯৮ শতাংশ নম্বরসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ভারতের বিভিন্ন বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দর্শন, বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
১৯৭১ সালে শামসুল হুদা পাঁচবাগী (রহ.) সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন।
মাওলানা মুহাম্মদুল্লাহ্ হাফেজ্জী হুজুর (রহ.)
হাফেজ্জী হুজুর (রহ.) একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তাঁর সুফিবাদী রাজনীতির মূল দর্শন ও স্লোগান তওবার রাজনীতি। অর্থাৎ সব ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সংশোধিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসা।
মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ১৮৯৫ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। হিফজুল কোরআনে পারদর্শিতা ও খিদমতের কারণে তিনি ‘হাফেজ্জী হুজুর’ নামে খ্যাতি অর্জন করেন। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ ঘরানার অন্যতম যুগশ্রেষ্ঠ আলেম।
ভারতে উচ্চশিক্ষা লাভের পর তিনি মাওলানা শামসুল হক ফরিদপুরী ও আব্দুল ওয়াহাব পীরজি হুজুর (রহ.)-এর সঙ্গে মিলিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাদরাসা স্থাপনের তৎপরতায় ঝাঁপিয়ে পড়েন। কথিত আছে, হাজার হাজার হাফেজি ও কওমি মাদরাসা প্রতিষ্ঠায় হাফেজ্জী হুজুরের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল।
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। হাদিসশাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের জন্য তাঁকে ‘শায়খুল হাদিস’ উপাধি দেওয়া হয়।
আল্লামা আজিজুল হক (রহ.) ১৯৪৩ সালে উচ্চশিক্ষার জন্য ভারতে যান। সেখানে শিক্ষালাভের পর তিনি তাঁর প্রিয় শিক্ষক মাওলানা শামসুল হক ফরিদপুরীর পরামর্শে দেশে ফিরে আসেন এবং অধ্যাপনায় মনোনিবেশ করেন। তাঁর কর্মজীবন (১৯৪৬-১৯৫২) শুরু হয় বড় কাটরা মাদরাসায়। ১৯৫২ সালে তিনি লালবাগ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে নিয়োগ পান। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি সেখানে ইসলামী আইন, হাদিস, তাফসিরসহ বিভিন্ন বিষয়ে মৌলিক পাঠ দান করেন।
আশির দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে বুখারি শরিফের পাঠ দান করেন। ১৯৮৮ সালে আল্লামা আজিজুল হক (রহ.) ঢাকার মোহাম্মদপুরের সাতমসজিদের কাছে জামিয়া রহমানিয়া আরাবিয়া গড়ে তোলেন। আমৃত্যু তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শায়খুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন।
আল্লামা আজিজুল হক (রহ.) ১৯৫২ সাল থেকে দীর্ঘ ১৬ বছরের প্রচেষ্টায় সর্বপ্রথম ব্যাখ্যাসহ বুখারি শরিফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সুসম্পন্ন করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে আছে : মুসলিম শরিফ ও অন্যান্য হাদিসের ছয় কিতাব (বিষয়ভিত্তিক হাদিস গ্রন্থ), জালাল উদ্দীন রুমির ‘মসনবি’র বঙ্গানুবাদ, পুঁজিবাদ সমাজবাদ ও ইসলাম, মাসনুন দোয়ার সংকলন ‘মুনাজাতে মকবুল’, ‘সত্যের পথে সংগ্রাম’ ইত্যাদি।
হাদিসশাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আজিজুল হক (রহ.) দীর্ঘ রোগভোগের পর ২০১২ সালের ৮ আগস্ট ঢাকার আজিমপুরের নিজ বাসভবনে ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
মাওলানা মুহিউদ্দীন খান
মাওলানা মুহিউদ্দীন খান ও মাসিক ‘মদিনা’ পরস্পরযুক্ত অভিধা। ২০১৬ সালের ২৫ জুন মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন মাসিক ‘মদিনা’র সম্পাদক। তিনি ১৯৩৫ সালের ১১ এপ্রিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছয়চির গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আনসারনগর।
মাওলানা মুহিউদ্দীন খানের শিক্ষাজীবন শুরু হয় পাঁচবাগ ইসলামিয়া সিনিয়র মাদরাসায়। সেখান থেকেই তিনি ১৯৫১ সালে আলেম এবং ১৯৫৩ সালে শিক্ষাবৃত্তিসহ ফাজিল পাস করেন। পরবর্তী সময়ে তিনি সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা থেকে ১৯৫৫ সালে হাদিসশাস্ত্রে এবং ১৯৫৬ সালে ফিকহশাস্ত্রে কামিল পাস করেন।
কর্মজীবনের শুরুতেই তিনি সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় ঝুঁকে পড়েন। তিনি ১৯৬০ সালে মাসিক ‘দিশারী’, ১৯৬৩ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সাপ্তাহিক ‘নয়া জামানা’ সম্পাদনা করেন। একসময় তাঁর সম্পাদিত ‘আজ’ সাহিত্যিকমহলে দারুণ সাড়া জাগিয়েছিল। ১৯৬১ সাল থেকে আমৃত্যু তিনি মাসিক ‘মদিনা’ সম্পাদনা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের প্রিয় পত্রিকা মাসিক ‘মদিনা’, তিনি মাসিক ‘মদিনা’র নিয়মিত গ্রাহক ছিলেন। মাওলানা মুহিউদ্দীন খানকে লেখা শেখ লুৎফর রহমানের চিঠি এখনো মাসিক ‘মদিনা’ অফিসে সংরক্ষিত আছে।
মাওলানা মুহিউদ্দীন খান ১৯৮৮ সালে সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রাবেতায়ে আলম আল ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হন। তিনি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ বিশ্বের সর্বত্র বাংলাভাষী পাঠক হৃদয়ে নন্দিত লেখকের সম্মান অর্জন করেন।
অনন্য প্রতিভার অধিকারী মাওলানা মুহিউদ্দীন খান বাংলা ভাষায় ইসলামী সাহিত্য ও সম্পাদনার পথিকৃৎ। তিনি অন্তত ১০৫টি গ্রন্থ অনুবাদ ও সম্পাদনা করেছেন। মাতৃভাষায় কোরআন শিক্ষাকে তিনি সহজতর করেছেন এবং বাঙালি মননে কোরআনপ্রীতি ও নবীপ্রেম জাগিয়ে তুলেছিলেন।
মাওলানা মুহিউদ্দীন খানের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কোরআন, হাদিস, সিরাত, ইতিহাস-ঐতিহ্যসহ নানা বিষয়ক অন্তত ৬০০ মানসম্মত গ্রন্থ প্রকাশিত হয়েছে। মাওলানা মুহিউদ্দীন খান মুফতি মুহাম্মদ শফি (রহ.)-এর তাফসিরে মা’রিফুল কোরআন (৮ খণ্ড) অনুবাদ করেন। এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়।
পরিশেষে
আমি এই লেখা দীর্ঘায়িত না করে আরো কয়েকজন বরেণ্য আলেমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁরা হলেন : শামসুল ওলামা অধ্যক্ষ আবু নসর ওয়াহিদ, মাওলানা আব্দুল ওয়াহ্হাব পীরজি হুজুর, মাওলানা আব্দুর রহমান কাশগড়ি, মাওলানা সৈয়দ আমিমুল ইহসান, মুফতি দ্বীন মুহাম্মদ খাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোরআন তিলাওয়াত ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনাকারী মাওলানা উবায়দুল্লাহ্ বিন সাইদ জালালাবাদী, মাওলানা আব্দুুল্লাহ্ বিন সাইদ জালালাবাদী, কারি মাওলানা মুহাম্মদ ইসহাক ওবায়দী, অধ্যাপক আব্দুল গফুর প্রমুখ। এই বরেণ্য ব্যক্তিদের জাতীয় পদক ও পুরস্কারে ভূষিত করলে জাতির গর্ব ও সম্মান বাড়বে।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
prof.ershad92@gmail.com