রাজধানী ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ীকে এবং হবিগঞ্জের চুনারুঘাটে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় স্ত্রীকে গলা টিপে হত্যার পর থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন স্বামী। আরো ছয় জেলায় যুবদল নেতাসহ সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে এবং গতকাল শনিবার এসব ঘটনা ঘটে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তাঁর বাড়ি ময়মনসিংহে। পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়।
এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, নিহত শিক্ষার্থী পারভেজের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে নিহতের একটি ছবি প্রকাশ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রাজধানীর ডেমরার পাইটি গ্রামে গতকাল বিকেলে মিনা আক্তার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে পাইটি গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী আল-আমিন মোল্লাহর মেয়ে। সে এ বছর স্থানীয় ই-হক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
শাহজাদপুর : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদর রামবাড়ী মহল্লার বিপুল হোসেন (৪২) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে।
হবিগঞ্জ : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে গতকাল দুপুরে আব্দুল হাই (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি ঘটনাস্থলের পাশের জারুলিয়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া মসজিদের জায়গা নিয়ে বিরোধের জের ধরে সামাদ উল্যা বাচ্চু (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া (গৈয়বপুর) গ্রামে এ ঘটনা ঘটে। সামাদ উল্যা গৈয়বপুর গ্রামের প্রয়াত ইউসুফ উল্যার ছেলে এবং রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি।
বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে পরিবহন শ্রমিক ও যুবদল নেতা আয়নাল হকের (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া কালিরঘুন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। আয়নাল নটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
কুমিল্লা : বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী নিজেই থানায় গিয়ে স্ত্রী হত্যার বর্ণনা দিয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লার মুরাদনগরের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার (২৯) দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। অভিযুক্ত বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
গোয়ালন্দ : কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি হয়। এই মারামারি ঠেকাতে গিয়ে আক্কাস আলী শেখ নামের এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। গতকাল ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লায় এ ঘটনা ঘটে।
ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলায় আবুবক্করপুর ইউনিয়নে দুই লাখ টাকা চাঁদার জন্য মো. মাসুদ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনের (৪৫) বিরদ্ধে। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল এবং তাঁকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলন করেন সংগঠনের জেলার নেতারা। ঘটনার ১৩ দিন পর মামলার প্রধান আসামি আল আমিনকে ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী : নরসিংদীতে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধারের পর পৃথক স্থান থেকে স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মাদকাসক্ত স্বামী। গত শুক্রবার রাতে সদর উপজেলার বালুসাইর গ্রাম থেকে স্ত্রীর ও গতকাল দুপুরে শেখেরচর বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত দম্পতি সদর উপজেলার মহিষাশূরা ইউনিয়নের বালুসাইর গ্রামের তিন সন্তানের জনক রাজু মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মানছুরা বেগম (৩৮)।
ময়মনসিংহ : প্রায় এক বছর ধরে এক সন্ত্রাসী এলাকার কমপক্ষে ১০ জনকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত করে। প্রাণ না যাওয়ায় আক্ষেপ করে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্টসহ লাইভে এসে নানা কথা বলার পাশাপাশি আরো অনেককেই হত্যার হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ৩০ মার্চ হত্যার হুমকি দিয়ে ১৮ দিন পর গত শুক্রবার বিকেলে এক কলেজছাত্র হত্যা হওয়ার পর নিজের ফেসবুক আইডিতে হত্যা করার ইঙ্গিত দিয়ে পোস্ট দেন ওই সন্ত্রাসী। তাঁর নামে থানায় হত্যাচেষ্টার সাতটি মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত ওই কলেজছাত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. কাশেম আলী ফকিরের ছেলে মারফত আলী ফকির (২২)।