চিকিৎসার বাইরে ১৭% রোগী

শিমুল মাহমুদ
শিমুল মাহমুদ
শেয়ার
চিকিৎসার বাইরে ১৭% রোগী

দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে দুই দশক ধরে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা কাজ করলেও সম্প্রতি তারা তাদের সহায়তা বন্ধ করে দিয়েছে। এতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দেশের বিশেষজ্ঞরা বলছেন, সরকারের একার পক্ষে যক্ষ্মা মোকাবেলা করা সম্ভব নয়। কারণ জনসচেতনতা ছাড়া কোনো রোগ নির্মূল করা সম্ভব নয়।

একই সঙ্গে গবেষণা না হলে রোগের গতিবিধি জানাও সম্ভব নয়। এতে যক্ষ্মার নতুন ঝুঁকিতে পড়বে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ২০২৪ সালে বাংলাদেশে তিন লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসার আওতায় আছে ৮৩ শতাংশ, বাকি প্রায় ১৭ শতাংশ রোগী চিকিৎসার বাইরে।

এ ছাড়া প্রতি লাখে মৃত্যু হচ্ছে ২৫ জনের।

চিকিৎসকরা বলছেন, যক্ষ্মা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে, তার হাঁচি-কাশি বাতাসে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ আক্রান্ত হতে পারে। কথা থেকেও বাতাসে যক্ষ্মার জীবাণু ছড়িয়ে পড়তে পারে। একজন মানুষের কফ ছায়াহীন জায়গায় ফেললে বহুদিন জীবাণু বেঁচে থাকে।

অপরিচ্ছন্ন, বদ্ধ, আলো-বাতাসহীন ঘরে এটি বেশি ছড়ায়।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক. ডা. বে-নজীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, উন্নয়ন সংস্থা তাদের সহায়তা বন্ধ করে দেওয়ায় শঙ্কার মধ্যে রয়েছি আমরা। সচেতনতার অভাবে একসঙ্গে তিনটি সমস্যা বাড়বেএক. দেরিতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়বে; দুই. ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বাড়বে; তিন. দীর্ঘদিন ধরে বাংলাদেশে যক্ষ্মা নির্মূলে যে অর্জন, সেটুকু হারিয়ে যাবে।

এমন পরিস্থিতির মধ্যে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। ১৮৮২ সালের ২৪ মার্চ রবার্ট কচ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন।

এর ১০০ বছর পর ১৯৮২ সাল থেকে যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর এই দিনে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া

নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক বিজ্ঞানী বলেন, ইউএসএআইডির অর্থায়নে আইসিডিডিআরবির সাত থেকে আইটি প্রকল্প চলমান ছিল। এগুলো সব বন্ধ হয়ে গেছে। এখানে যাঁরা কাজ করতেন, তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে যক্ষ্মার সক্রিয় রোগী সন্ধান, স্ক্রিনিং ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ করা হতো।

ইউএসএআইডির সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকেও যক্ষ্মা নিয়ে গবেষণা প্রকল্প ছিল। গত জানুয়ারিতে সেটি বন্ধ হয়ে গেছে। সংস্থাটির যক্ষ্মা কর্মসূচির লিড টেকনিক্যাল ডা. ফারহানা নিশাত সেহেলী বলেন, গত জানুয়ারি থেকে ইউএসএআইডির অর্থায়নে চলমান গবেষণা প্রকল্পটি বন্ধ রয়েছে। দুই মাসে তেমন কোনো প্রভাব লক্ষ করা যায়নি। এসব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদি বন্ধ থাকলে প্রভাব পড়বেই।

আইইডিসিআর বলছে, বিশ্বের যক্ষ্মাপ্রবণ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। একই সঙ্গে ৫০ শতাংশ মানুষের মধ্যে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২.১৬ শতাংশ। বর্তমানে প্রতি লাখে নতুন করে ২২১ জন ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৮৫ হাজার ৬০৮ জন, চট্টগ্রামে ৬০ হাজার ৩০৯ জন, রাজশাহীতে ৩৫ হাজার ৮১৯ জন, রংপুরে ৩৪ হাজার ৮৩৩ জন, খুলনায় ৩৪ হাজার ১৪ জন, বরিশালে ১৯ হাজার ৬০০ জন, সিলেটে ২২ হাজার ২২ জন, ময়মনসিংহে ২১ হাজার ৪১৯ জন রোগী শনাক্ত হয়েছে। ২০১০ সালে বাংলাদেশে যক্ষ্মা রোগে মৃত্যুহার ছিল প্রতি লাখে ৫৪ জন। ২০২৩ সালে এসে এই হার দাঁড়িয়েছে প্রতি লাখে ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছর এক হাজার ৭৯৯ জন ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল দুই হাজার ৭২৯। দিন দিন ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদরা। তাঁরা বলছেন, যেসব যক্ষ্মা রোগীর শরীরে ওষুধ কাজ করে না, তাদের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়ে। গত তিন দশকে দেশে অন্তত ৩৫ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা ২০ হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবস্থাপক ডা. জাহাঙ্গীর কবির বলেন, যক্ষ্মায় মৃত্যুহার কমে এসেছে। ২০১৫ সালে প্রতি লাখে ৪৫ জন রোগীর মৃত্যু হলেও বর্তমানে তা ২৫ জনে নেমে এসেছে। দেশে শিশু যক্ষ্মা রোগী শনাক্তের হার কম। বর্তমানে রোগ নিরীক্ষার কিছু সুবিধা বাড়ার কারণে তা ৫ শতাংশের বেশি দাঁড়িয়েছে। অর্থাৎ মোট রোগীর ৫ শতাংশ শিশু। এর আগে গত বছর এই হার ছিল ৪.৪ শতাংশ। আমরা শিশু রোগী শনাক্তের জন্য আরো কাজ করছি। ওষুধ প্রতিরোধী যক্ষ্মার বিষয়ে কাজ করা হচ্ছে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক মন্ত্রী গাজীপুত্রের পিএস হীরা গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সাবেক মন্ত্রী গাজীপুত্রের পিএস হীরা গ্রেপ্তার
কামরুজ্জামান হীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরা (৪৬) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর রমনা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা ডিবি। পরে তাঁকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়।

সন্ধ্যায় হীরাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম।

গোলাম মর্তুজা পাপ্পা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক এমপি এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জে কামরুজ্জামান হীরা ছিলেন মূর্তিমান আতঙ্ক। গোলাম মর্তুজা পাপ্পার আশ্রয়ে তিনি চাঁদাবাজি, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ড করতেন। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন, কিশোর-তরুণদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিতেন।

মন্তব্য
কুয়েট

ভিসির পক্ষে শিক্ষকরা রাজপথে, বিপক্ষে ছাত্রদের সঙ্গে অভিভাবকরাও

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
ভিসির পক্ষে শিক্ষকরা রাজপথে, বিপক্ষে ছাত্রদের সঙ্গে অভিভাবকরাও

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিস্থিতি যেন ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। তালা ভেঙে হলে ওঠার দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে যেমন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন, তেমনি পাল্টা ভিসির পক্ষে নেমেছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করবেন বলে একটি ফেসবুক গ্রুপে দেখা গেছে। কুয়েট অ্যাডমিশন ইনফরমেশন ডেস্ক নামের ফেসবুক গ্রুপে আব্দুর রহমান নামের একজন বুধবার লিখেছেন, সারা দেশে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান যখন সুন্দরভাবে চলছে, তখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার জন্য একটি চক্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পেছন দিকে টেনে ধরছে।

রমজান মাসে ব্যবসায়ীদের সিন্ডিকেট যখন ভেঙেছে, তখন ড. মুহাম্মদ ইউনূস কেন এখানে বারবার ব্যর্থ হচ্ছেন? একজন ভিসিকে অন্য কোনো ভার্সিটিতে নিয়োগ দিয়ে সমস্যাটি সমাধান করতে পারেন। না হলে আমরা অভিভাবকরা আন্দোলনে নামব।

এ ছাড়া শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা থেকে ভিসির বিরুদ্ধে নানা রকম স্লোগানসহ বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে প্রেস ব্রিফিং করেন। এ সময় তাঁরা স্পষ্ট ভাষায় জানান, কুয়েট ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

এর আগে সকাল থেকে ক্যাম্পাসে দেয়ালে দেয়ালে ভিসিবিরোধী পোস্টার সাঁটানো হয়।

এদিকে শিক্ষার্থীদের এক দফার দাবিকে অনৈতিক উল্লেখ করে গতকাল দুপুরে কুয়েটের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর আগে প্রশাসনিক ভবনে শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্বার বাংলায় যান।

ভাইস চ্যান্সেলরকে হয়রানি ও ঘোষিত এক দফার বিরুদ্ধে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। বক্তৃতায় তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ভিসিবিরোধী শিক্ষার্থীদের এই কর্মসূচি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরাও ক্লাসে ফিরে যাবেন না।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের এক দফায় একাত্মতা প্রকাশ করে খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নগরীর শিববাড়ী মোড়ে গতকাল মানববন্ধন করে। কুয়েটে হল বন্ধ রেখে সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা ও বহিষ্কারের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তার আগে মঙ্গলবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

মন্তব্য
নতুন ডিসি পাচ্ছে ২৪ জেলা

নির্বাচনী মাঠ প্রশাসন গড়ার প্রক্রিয়া শুরু

উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
শেয়ার
নির্বাচনী মাঠ প্রশাসন গড়ার প্রক্রিয়া শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে শিগগিরই ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ কমপক্ষে ২৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নির্বাচনের আগে পর্যায়ক্রমে বাকি জেলাগুলোয় ডিসি পদে পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ভোটের আগেই পুরো মাঠ প্রশাসন গুছিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে শিগগিরই ঢাকাসহ অন্তত দুই ডজন জেলায় নতুন ডিসি পদায়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভোটের সময় রিটার্নিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা (ডিসি)।

সূত্র জানায়, ভোটের সময় ডিসি-ইউএনওর দায়িত্বে যাঁদের রাখা হবে, সেসব কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ছাড়াও তাঁদের পারিবারিক তথ্য একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নতুনদের পদায়ন করতে তালিকা তৈরি করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান কালের কণ্ঠকে বলেন আপাতত এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে এর আগে তিনি বলেছিলেন নির্বাচনের আগে নিরপেক্ষ কর্মকর্তাদের ডিসি করা হবে। সরকার পরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্ব পালন করা ডিসিদের পরিবর্তনের সময় তালিকা তৈরিতে সময় কম পাওয়া গিয়েছিল। ডিসি নিয়োগ নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবার একটু সময় নিয়ে যাচাই-বাছাই করে বিতর্কহীন তালিকা তৈরি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে আরেক দফা ডিসি ডিসি নিয়োগের জন্য প্রশাসনের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের চার শতাধিক কর্মকর্তার (উপসচিব) ফিটলিস্ট প্রস্তুত করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ১১ জানুয়ারি থেকে তাঁদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। এর মধ্যে তালিকায় থাকা ২৫তম ব্যাচের ১১৫ জন উপসচিবের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন ৬৫ জন। বাকি ৫০ জন ডিসি হতে আগ্রহী না হওয়ায় সাক্ষাৎকার দিতে আসেননি। এ ছাড়া ২৭তম ব্যাচের ১৭০ জনের মধ্যে দুই দফায় ৮০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও উপস্থিত ছিলেন ৫০ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কালের কণ্ঠকে জানান, কয়েক দফায় ১৯৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও উপস্থিত ছিলেন ১১৫ জন। ৪০ শতাংশ কর্মকর্তাই ডিসি হতে আগ্রহী নন বলে সাক্ষাৎকার দিতে আসেননি। ২৮তম ব্যাচের ১৩০ জনসহ মোট ২২০ জনের সাক্ষাৎকার বাকি রয়েছে। যদিও ২৮তম ব্যাচ থেকে এখনো ডিসি পদে পদায়নের জন্য ফিটলিস্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়নি। গত ২০ মার্চ ২১ জন ডিসি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এই ২১ জনসহ আরো তিন-চারজন ডিসিকে প্রত্যাহার করা হতে পারে। তাঁদের জায়গায় শিগগিরই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের সময় ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তারাই ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, বর্তমানে ২৪তম ব্যাচের ২৬ জন, ২৫তম ব্যাচের ২৫ জন এবং ২৭তম ব্যাচের ১৩ কর্মকর্তা ডিসির দায়িত্বে আছেন। ২৪তম ব্যাচের ২৬ জনের মধ্যে ২১ জন সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ২১ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রশাসন সাজানো শুরু করবে সরকার। এ জন্য খুব সতর্কতার সঙ্গে কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়াদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার চিন্তা রয়েছে।  সম্প্রতি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে ওএসডি ও ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এ ছাড়া ২০১৪ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পর নির্বাচনকালীন ডিসি হওয়ার আগ্রহ অনেকটাই কমে গেছে কর্মকর্তাদের। এ কারণে ফিটলিস্টে নাম থাকার পরও অনেকে সাক্ষাৎকার দিতে আসছেন না বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

মন্তব্য

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকায়, সম্পর্ক এগিয়ে নিতে আজ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকায়, সম্পর্ক এগিয়ে নিতে আজ বৈঠক
আমনা বালুচ

রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে আজ বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রায় দেড় দশক পর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। পাকিস্তানের পক্ষে বৈঠকে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছেন ওই দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান পাকিস্তানের পররাষ্ট্রসচিবকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হয়নি। আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রই আলোচনার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১০ সালে।

এত দীর্ঘ বিরতির পর আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন। তবে ব্যাপক আলোচনা হতে পারে। জানা গেছে, ঐতিহাসিক চার ইস্যুতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সম্পর্কে স্থবিরতা চলছিল। এগুলো হলো১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের ন্যায্য হিস্যা ও ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আজকের বৈঠকে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব থাকবে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব তুলতে পারে। অন্যদিকে বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানকে বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব দিতে পারে।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আজকের বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ