নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটাখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তাঁর অনুসারী ও সমর্থকরা।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া।
ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলটিতে ওই সময় দুজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ঢাকা পাঠানো হয়।
ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়। ওই সময় তাঁর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। তবে কী কারণে ওই ইউপি মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি তাঁর স্বজনরা।
ইউপি মেম্বার গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিস্তারিত তথ্য এখনো পাইনি।