<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাপথে ভারত থেকে আনা এসব পণ্যের মধ্যে রয়েছে মহিষ, চিনি, কম্বল, বিড়ি ও মদ। বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার ও গতকাল মঙ্গলবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, উত্মা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই ও সোনারহাটে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে বিজিবি। এ ছাড়া চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান, মাহিন্দ্রা ট্রাক্টর ও নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।</span></span></span></span></span></p>