প্রাবন্ধিক, কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আদাবর থানায় করা মামলাটি পুনরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। গতকাল বুধবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।