ফরহাদ মজহারকে অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফরহাদ মজহারকে অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ

প্রাবন্ধিক, কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আদাবর থানায় করা মামলাটি পুনরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। গতকাল বুধবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে তিনি তাঁর স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। তাঁকে মেরেও ফেলা হতে পারে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোড়ক উন্মোচন

শেয়ার
মোড়ক উন্মোচন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানের মোড়ক উন্মোচন করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানসহ অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে আমদানির সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে।

এরই মধ্যে চুক্তি অনুযায়ী ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।

মন্তব্য

এনসিপি থেকে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনসিপি থেকে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ের দপ্তর সেলে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে রাফিদ ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দপ্তর সেলে জমা দিয়েছি। তবে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনসিপি। এদিকে পদত্যাগের বিষয়ে জানানোর এক দিন আগেই গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তরায় আওয়ামী লীগের মিছিলের বিষয়ে ক্ষোভ জানিয়ে পোস্ট করেন তিনি। পোস্টে রাফিদ এম ভূঁইয়া বলেন, এয়ারপোর্টে আজকে (শুক্রবার) যে মিছিল হলো সেটার পিছে অন্তত তিন মাস ধরে কাজ করা হইছে।
এই মিছিলগুলা যাতে হতে না পারে সে জন্য আমরা সবাই অনেক কাজ করছি।

মন্তব্য
সংক্ষিপ্ত

জনপ্রশাসনের মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
জনপ্রশাসনের মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিলে দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগ আদেশটি বাতিল করা হলো। কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে, তা বলেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছিল। এর আগে গত ১৫ এপ্রিল মুহাম্মদ আবু আবিদ নামের একজনকে খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র নিয়োগ দিয়েছিল মন্ত্রণালয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ