হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

দুই মাসে সংখ্যালঘুদের টার্গেট করে ৯২টি সহিংসতার ঘটনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই মাসে সংখ্যালঘুদের টার্গেট করে ৯২টি সহিংসতার ঘটনা

চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে টার্গেট করে ৯২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১টি হত্যা এবং তিনটি ধর্ষণের ঘটনা রয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংস ঘটনার মধ্যে মন্দিরে হামলার ঘটনা ২৫টি, ধর্ম অবমাননার অভিযোগ একটি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলার ঘটনা ছয়টি, চাকরি থেকে অপসারণ দুটি, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ৩৮টি এবং অন্যান্য হামলার ঘটনা ছয়টি।

ঐক্য পরিষদ বলছে, দেশে আগের মতো ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সহিংসতা অব্যাহত রয়েছে। গত বছরের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে সংখ্যালঘুদের টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে দুই হাজার ১৮৪টি। এর মধ্যে হত্যার ঘটনা ৩২টি, উপাসনালয়ে হামলার ঘটনা ১৩৩টি, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ১৩টি, ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এক হাজার ৯০৬টি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের ঘটনা ৪৭টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৩৮টি এবং কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ১৫টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে নির্মমভাবে হত্যা করে স্বর্ণ লুটের ঘটনাস্থল সম্প্রতি পরিদর্শন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন

শেয়ার
মানববন্ধন
খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে খেলাঘর আসর। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
বাম গণতান্ত্রিক জোট

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে জানমাল ও সামাজিক নিরাপত্তাহীনতায় মানুষ দিশাহারা। সরকার সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদর দমনের ক্ষেত্রে শুধু ব্যর্থই নয়, বরং সরকারের নির্বিকার, দায়িত্বহীন ভূমিকা এসব কাজকেই উৎসাহিত করছে। তাই দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিকল্প নেই।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল হক (৫০) গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

পরে পুলিশ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বুধবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের প্ল্যাটফরমের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা করে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ